#রাঁচি: ঝাড়খন্ডে লাগাতার লোডশেডিংয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়ে৷ রোজকার কাজকর্মেও ব্যাঘাত হচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন৷ লোডশেডিংয়ের সমস্যায় এবার মুখ খুলেছেন তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি৷ সাক্ষী ধোনি বিদ্যুৎ সমস্যা নিয়ে সরকারকে সরাসরি প্রশ্ন করেছেন৷
সোমবার সন্ধ্যায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ঝাড়খন্ড বিদ্যুৎ সমস্যা নিয়ে ট্যুইট করেছেন৷ নিজের রাগ দেখিয়ে দিয়েছেন৷ সরকারকে ট্যুইট করে তিনি জিজ্ঞাসা করেছেন ঝাড়খন্ডে এত বছর বিদ্যুতের সমস্যা কেন রয়েছে? সাক্ষী ধোনি ট্যুইট করে জানিয়েছেন করদাতা হিসেবে এটা জানতে চাই বলেছেন৷
ঝাড়খন্ডে স্থাপিত পাওয়ার প্ল্যান্টের মোট ক্ষমতা প্রতিদিন ৪৮২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়৷ রোজ বিদ্যুতের মোট চাহিদা ৪২৪৬ মেগাওয়াট৷ কিন্তুু রাজ্যে মাত্র ১২৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে৷ বাকি ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ দিল্লি, পঞ্জাব, কেরলে চলে যাচ্ছে৷ এদিকে ঝাড়খন্ডে গরমে বিদ্যুতের চাহিদা ২৬০০ মেগাওয়াট অবধি বেড়েছে৷ সেখানে কোনওরকমে ২২০০, ২৩০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে৷ ফলে চিরাগ তেল অধরা পরিস্থিতি তৈরি হয়েছে৷