IPL 2025: ইশান কিসানের তাণ্ডবে হায়দরাবাদের বিরুদ্ধে হার বেঙ্গালুরুর! প্রথম প্লেঅফ খেলা অনিশ্চিত আরসিবির

Last Updated:
IPL 2025: আরসিবির বিরুদ্ধে শনিবার টসে হেরে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ। কিন্তু হায়দরাবাদের ২৩১ রানের জবাবে শুরুটা ভাল করেও ভাল শেষ করতে পারল না বেঙ্গালুরু।
1/5
আরসিবির বিরুদ্ধে শনিবার টসে হেরে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ। বেঙ্গালুরুর বিরুদ্ধে শুরু থেকেই এদিন মারমুখী ছিল এসআরএইচ। ১৭ বলে ৩৪ করে আউট হন ওপেনার অভিষেক শর্মা। তারপরেই এসআরএইচের ব্যাটিংয়ের হাল ধরেন ইশান কিসান। ৪৮ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ইশান।
আরসিবির বিরুদ্ধে শনিবার টসে হেরে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ। বেঙ্গালুরুর বিরুদ্ধে শুরু থেকেই এদিন মারমুখী ছিল এসআরএইচ। ১৭ বলে ৩৪ করে আউট হন ওপেনার অভিষেক শর্মা। তারপরেই এসআরএইচের ব্যাটিংয়ের হাল ধরেন ইশান কিসান। ৪৮ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ইশান।
advertisement
2/5
তাঁর ব্যাটিংয়ের সুবাদেই বিরাটদের বিরুদ্ধে ২৩১ রানের বিশাল রান তোলে হায়দরাবাদ। বেঙ্গালুরু বোলিংয়ে হ্যাজেলউড না থাকার সুযোগটা ভালই কাজে লাগালেন কামিন্স। আরসিবির হয়ে রোমারিও শেফার্ড ২ ওভার বল করে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন।
তাঁর ব্যাটিংয়ের সুবাদেই বিরাটদের বিরুদ্ধে ২৩১ রানের বিশাল রান তোলে হায়দরাবাদ। বেঙ্গালুরু বোলিংয়ে হ্যাজেলউড না থাকার সুযোগটা ভালই কাজে লাগালেন কামিন্স। আরসিবির হয়ে রোমারিও শেফার্ড ২ ওভার বল করে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন।
advertisement
3/5
জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল বেঙ্গালুরুও। আরসিবির দুই ওপেনার ফিল সল্ট ৩২ বলে ৬২ এবং ২৫ বলে ৪৩ রান করেন বিরাট কোহলি।
জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল বেঙ্গালুরুও। আরসিবির দুই ওপেনার ফিল সল্ট ৩২ বলে ৬২ এবং ২৫ বলে ৪৩ রান করেন বিরাট কোহলি।
advertisement
4/5
তবে দুই ওপেনার আউট হওয়ার পরেই তাসের ঘরের মতো ভাঙতে শুরু করে আরসিবির ইনিংস। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ সহজেই জিতবে আরসিবি। তবে শেষ পর্যন্ত ১৮৯ রানে থামল আরসিবির ইনিংস। ৪২ রানে জিতল হায়দরাবাদ।
তবে দুই ওপেনার আউট হওয়ার পরেই তাসের ঘরের মতো ভাঙতে শুরু করে আরসিবির ইনিংস। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ সহজেই জিতবে আরসিবি। তবে শেষ পর্যন্ত ১৮৯ রানে থামল আরসিবির ইনিংস। ৪২ রানে জিতল হায়দরাবাদ।
advertisement
5/5
এই ম্যাচ হারের জেরে প্রথম প্লেঅফের বদলে এলিমিনেটর খেলতে হতে পারে আরসিবিকে। তবে হাতে এখনও একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচ জিতলে গুজরাত, পঞ্জাবের উপর নির্ভর করবে আরসিবি পরবর্তী ভাগ্য।
এই ম্যাচ হারের জেরে প্রথম প্লেঅফের বদলে এলিমিনেটর খেলতে হতে পারে আরসিবিকে। তবে হাতে এখনও একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচ জিতলে গুজরাত, পঞ্জাবের উপর নির্ভর করবে আরসিবি পরবর্তী ভাগ্য।
advertisement
advertisement
advertisement