কেকেআরের মুখের গ্রাস কেড়ে নিল! রিকি পন্টিং কোচ হলেন আইপিএলের 'এই' দলে

Last Updated:
Ricky Ponting- প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের হেড কোচ হচ্ছেন পন্টিং। দুবারের বিশ্বকাপজয়ী অজি অধিনায়কের উপর ভরসা রাখল পঞ্জাব।
1/6
চাকরি হারিয়ে বেশিদিন বসে থাকতে হল না রিকি পন্টিংকে। দিল্লি তাঁকে ছাঁটাই করেছিল। ভারতীয় ক্রিকেট সার্কিটে খবর ছিল, রিকি পন্টিং এবার আসতে পারেন কেকেআরে। গম্ভীরের বদলে মেন্টর হয়ে।
চাকরি হারিয়ে বেশিদিন বসে থাকতে হল না রিকি পন্টিংকে। দিল্লি তাঁকে ছাঁটাই করেছিল। ভারতীয় ক্রিকেট সার্কিটে খবর ছিল, রিকি পন্টিং এবার আসতে পারেন কেকেআরে। গম্ভীরের বদলে মেন্টর হয়ে।
advertisement
2/6
দিল্লি ক্যাপিটালস রিকি পন্টিংকে ছাঁটাই করে। তার পর পন্টি কেকেআরে আসবেন বলে শোনা যাচ্ছিল। তবে তা আর হচ্ছে না।
দিল্লি ক্যাপিটালস রিকি পন্টিংকে ছাঁটাই করে। তার পর পন্টি কেকেআরে আসবেন বলে শোনা যাচ্ছিল। তবে তা আর হচ্ছে না।
advertisement
3/6
রিকি পন্টিং, জ্যাক কালিস ও কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা চলছিল কেকেআর ম্যানেজমেন্টের। তবে তাঁদের মধ্যে ২জনকে আর পাওয়া হচ্ছে না কেকেআরের। একজন, সাঙ্গাকারা, আরেকজন রিকি পন্টিং।
রিকি পন্টিং, জ্যাক কালিস ও কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা চলছিল কেকেআর ম্যানেজমেন্টের। তবে তাঁদের মধ্যে ২জনকে আর পাওয়া হচ্ছে না কেকেআরের। একজন, সাঙ্গাকারা, আরেকজন রিকি পন্টিং।
advertisement
4/6
সাঙ্গাকারা থাকছেন রাজস্থানেই। আর রিকি পন্টিংও এবার আইপিএলের আরেক বড় দলে হেড কোচ হয়ে চলে গেলেন। কেকেআরের মুখের গ্রাস কেড়ে নেওয়া হল!
সাঙ্গাকারা থাকছেন রাজস্থানেই। আর রিকি পন্টিংও এবার আইপিএলের আরেক বড় দলে হেড কোচ হয়ে চলে গেলেন। কেকেআরের মুখের গ্রাস কেড়ে নেওয়া হল!
advertisement
5/6
প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের হেড কোচ হচ্ছেন পন্টিং। দুবারের বিশ্বকাপজয়ী অজি অধিনায়কের উপর ভরসা রাখল পঞ্জাব।
প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের হেড কোচ হচ্ছেন পন্টিং। দুবারের বিশ্বকাপজয়ী অজি অধিনায়কের উপর ভরসা রাখল পঞ্জাব।
advertisement
6/6
আইপিএলে বেশ কয়েকবছর টানা দিল্লি ফ্র্যাঞ্চাইজির হেড কোচ পদে থাকলেও সাফল্য আসেনি পন্টিংয়ের ঝুলিতে। তবে তাঁর যা ট্র্যাক রেকর্ড, তার উপর ভরসা করেছিল কেকেআর। আর তাই পন্টিংয়ের সঙ্গে কথা বলতে শুরু করেছিল কলকাতা।
আইপিএলে বেশ কয়েকবছর টানা দিল্লি ফ্র্যাঞ্চাইজির হেড কোচ পদে থাকলেও সাফল্য আসেনি পন্টিংয়ের ঝুলিতে। তবে তাঁর যা ট্র্যাক রেকর্ড, তার উপর ভরসা করেছিল কেকেআর। আর তাই পন্টিংয়ের সঙ্গে কথা বলতে শুরু করেছিল কলকাতা।
advertisement
advertisement
advertisement