Virat Kohli: চমকে যাবে কলকাতা! কেকেআরের বিরুদ্ধে ইডেনে দেখা যাবে 'নতুন' কোহলিকে

Last Updated:
Virat Kohli: আইপিএলে নামার একাধিকবার বিরাট কোহলিকে দেখা গিয়েছে নতুন 'অবতারে'। এবারও আইপিএল ২০২৫-এ নামার আগে মেকওভার করলেন ভিকে।
1/5
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু চ্যাম্পিয়ন হওয়াই নয়, ব্যাট হাতেও সমালোচকদের দিয়েছেন জবাব। এবার আইপিএলে নামার জন্য প্রস্তুত বিরাট কোহলি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু চ্যাম্পিয়ন হওয়াই নয়, ব্যাট হাতেও সমালোচকদের দিয়েছেন জবাব। এবার আইপিএলে নামার জন্য প্রস্তুত বিরাট কোহলি।
advertisement
2/5
আর আইপিএলে নামার একাধিকবার বিরাট কোহলিকে দেখা গিয়েছে নতুন 'অবতারে'। এবারও আইপিএল ২০২৫-এ নামার আগে মেকওভার করলেন ভিকে।  (Photo Courtesy- Aalim Hakim Instagram)
আর আইপিএলে নামার একাধিকবার বিরাট কোহলিকে দেখা গিয়েছে নতুন 'অবতারে'। এবারও আইপিএল ২০২৫-এ নামার আগে মেকওভার করলেন ভিকে। (Photo Courtesy- Aalim Hakim Instagram)
advertisement
3/5
বিখ্যাত হেয়ার ডিজাইনার আলিম হাকিমের কাছ থেকে নতুন সুপার স্টাইলিস্ট লুক দিয়েছেন বিরাট কোহলি। এর আগেও আলিম হাকিমের ছোঁয়ায় বদলে গিয়েছেন কোহলি।  (Photo Courtesy- Aalim Hakim Instagram)
বিখ্যাত হেয়ার ডিজাইনার আলিম হাকিমের কাছ থেকে নতুন সুপার স্টাইলিস্ট লুক দিয়েছেন বিরাট কোহলি। এর আগেও আলিম হাকিমের ছোঁয়ায় বদলে গিয়েছেন কোহলি। (Photo Courtesy- Aalim Hakim Instagram)
advertisement
4/5
আলিম হাকিম তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিরাট কোহলির নতুন লুক। যা শেয়ার করার পর থেকেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। কোহলির নতুন লুক মন জিতে নিয়েছে সকলের।  (Photo Courtesy- Aalim Hakim Instagram)
আলিম হাকিম তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিরাট কোহলির নতুন লুক। যা শেয়ার করার পর থেকেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। কোহলির নতুন লুক মন জিতে নিয়েছে সকলের। (Photo Courtesy- Aalim Hakim Instagram)
advertisement
5/5
প্রসঙ্গত, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কয়েক দিনের মধ্যেই আরসিবির ক্যাম্পে যোগ দেবেন বিরাট কোহলি। রজত পাতিদারের অধিনায়কত্বে খেলবেন তিনি। আরসিবি প্রথম ট্রফি এনে দেওয়াই লক্ষ্য বিরাটের।   (Photo Courtesy- Aalim Hakim Instagram)
প্রসঙ্গত, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কয়েক দিনের মধ্যেই আরসিবির ক্যাম্পে যোগ দেবেন বিরাট কোহলি। রজত পাতিদারের অধিনায়কত্বে খেলবেন তিনি। আরসিবি প্রথম ট্রফি এনে দেওয়াই লক্ষ্য বিরাটের। (Photo Courtesy- Aalim Hakim Instagram)
advertisement
advertisement
advertisement