IPL আপাতত বন্ধ, ২ টিমের 'মজা'! প্রবল দুঃখে 'আরেক দল'! মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

Last Updated:
আইপিএল খেতাব জয়ের ক্ষেত্রে এখন আরসিবির বাধা ভারত-পাক সংঘাতের পরিস্থিতি। আর তাই মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলছেন, এবার সুযোগ থাকলেও আরসিবির কপাল খারাপ।
1/6
ভারত-পাক সংঘাত চরমে এমন পরিস্থিতিতে আইপিএল নিয়ে অনিশ্চয়তা ছিলই। অনেকেই এই পরিস্থিতিতে আইপিএল বন্ধের ডাক দেন। শেষ পর্যন্ত বিসিসিআই আইপিএল সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ভারত-পাক সংঘাত চরমে এমন পরিস্থিতিতে আইপিএল নিয়ে অনিশ্চয়তা ছিলই। অনেকেই এই পরিস্থিতিতে আইপিএল বন্ধের ডাক দেন। শেষ পর্যন্ত বিসিসিআই আইপিএল সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
2/6
এরই মধ্যে দুটি দলকে নিয়ে মজা করার সুযোগ ছাড়ছেন না আইপিএল সমর্থকরা। আর সেই দুটি দল হল সিএসকে ও কেকেআর। সিএসকে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন, ওদিকে কেকেআর গতবারের খেতাব জয়ী। তবে এবার দুটি দলই প্লে-অফে খেলার মতো জায়গায় নেই।
এরই মধ্যে দুটি দলকে নিয়ে মজা করার সুযোগ ছাড়ছেন না আইপিএল সমর্থকরা। আর সেই দুটি দল হল সিএসকে ও কেকেআর। সিএসকে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন, ওদিকে কেকেআর গতবারের খেতাব জয়ী। তবে এবার দুটি দলই প্লে-অফে খেলার মতো জায়গায় নেই।
advertisement
3/6
আইপিএল আপাতত স্থগিত হওয়ায় কেকেআর ও সিএসকের মজা! এমনই দাবি করে মিম ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আবার কিছু মিম-এ এমনও বলা হচ্ছে, আইপিএল স্থগিত হওয়ার ফলে একটি দল খুব দুঃখে রয়েছে।
আইপিএল আপাতত স্থগিত হওয়ায় কেকেআর ও সিএসকের মজা! এমনই দাবি করে মিম ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আবার কিছু মিম-এ এমনও বলা হচ্ছে, আইপিএল স্থগিত হওয়ার ফলে একটি দল খুব দুঃখে রয়েছে।
advertisement
4/6
এখনও পর্যন্ত একবারও আইপিএল খেতাব জিততে পারেনি আরসিবিয। তবে এবার শুরু থেকেই ভাল খেলছেন বিরাট কোহলিরা। অনেকেই ধরে নিয়েছেন, এবার আরসিবি খেতাব জিতবে।
এখনও পর্যন্ত একবারও আইপিএল খেতাব জিততে পারেনি আরসিবিয। তবে এবার শুরু থেকেই ভাল খেলছেন বিরাট কোহলিরা। অনেকেই ধরে নিয়েছেন, এবার আরসিবি খেতাব জিতবে।
advertisement
5/6
আইপিএল খেতাব জয়ের ক্ষেত্রে এখন আরসিবির বাধা ভারত-পাক সংঘাতের পরিস্থিতি। আর তাই মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলছেন, এবার সুযো থাকলেও আরসিবির কপাল খারাপ।
আইপিএল খেতাব জয়ের ক্ষেত্রে এখন আরসিবির বাধা ভারত-পাক সংঘাতের পরিস্থিতি। আর তাই মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলছেন, এবার সুযোগ থাকলেও আরসিবির কপাল খারাপ।
advertisement
6/6
আরসিবি এখন আইপিএল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। চলতি আইপিএলে সমর্থকদের বেশ ভাল ক্রিকেট উপহার দিয়েছেন কোহলিরা। এই অবস্থায় আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় অনেকেই মনে করছেন, আরসিবি এবার ট্রফি জয়ের ভাল সুযোগ পেয়েও হাতছাড়া করবে। করা হচ্ছে তাদের ট্রোলিং।
আরসিবি এখন আইপিএল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। চলতি আইপিএলে সমর্থকদের বেশ ভাল ক্রিকেট উপহার দিয়েছেন কোহলিরা। এই অবস্থায় আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় অনেকেই মনে করছেন, আরসিবি এবার ট্রফি জয়ের ভাল সুযোগ পেয়েও হাতছাড়া করবে। করা হচ্ছে তাদের ট্রোলিং।
advertisement
advertisement
advertisement