IPL 2025 Mega Auction: আইপিএল নিলামে বাংলার প্লেয়ারদের নিয়ে কাড়াকাড়ি! বিপুল টাকায় দল পেলেন ২ জন

Last Updated:
IPL 2025 Mega Auction: কেকেআরের পাশাপাশি বাংলার প্লেয়ার যারা নিলামে রয়েছে তারা কেমন দর পায়, কোন দলে জায়গা পায় তা নিয়ে কৌতুহল ছিল বাংলার ক্রিকেট প্রেমিদের।
1/6
আইপিএল নিলামের প্রথম দিন থেকেই উঠেছিল টাকার ঝড়। রেকর্ড দামে বিক্রি হয়েছে ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়াররা। দ্বিতীয় দিনে কীভাবে এগোয় নিলাম সেদিকেই নিজের ছিল সকলের।
আইপিএল নিলামের প্রথম দিন থেকেই উঠেছিল টাকার ঝড়। রেকর্ড দামে বিক্রি হয়েছে ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়াররা। দ্বিতীয় দিনে কীভাবে এগোয় নিলাম সেদিকেই নিজের ছিল সকলের।
advertisement
2/6
কেকেআরের পাশাপাশি বাংলার প্লেয়ার যারা নিলামে রয়েছে তারা কেমন দর পায়, কোন দলে জায়গা পায় তা নিয়ে কৌতুহল ছিল বাংলার ক্রিকেট প্রেমিদের।
কেকেআরের পাশাপাশি বাংলার প্লেয়ার যারা নিলামে রয়েছে তারা কেমন দর পায়, কোন দলে জায়গা পায় তা নিয়ে কৌতুহল ছিল বাংলার ক্রিকেট প্রেমিদের।
advertisement
3/6
দিল্লি অভিষেক পোড়েলকে রিটেন করার পর বাংলার ক্রিকেটারদের নিয়ে আশা বেড়ে গিয়েছিল। অবশেষে নিলামের মঞ্চেও ঘটল তেমনটাই। দুই বঙ্গ ক্রিকেটারের জন্য উঠল টাকার ঝড়।
দিল্লি অভিষেক পোড়েলকে রিটেন করার পর বাংলার ক্রিকেটারদের নিয়ে আশা বেড়ে গিয়েছিল। অবশেষে নিলামের মঞ্চেও ঘটল তেমনটাই। দুই বঙ্গ ক্রিকেটারের জন্য উঠল টাকার ঝড়।
advertisement
4/6
কথা হচ্ছে আকাশ দীপ ও মুকেশ কুমারের। ভিন্ন ফরম্যাট হলেও বাংলার দুই পেসারের ভারতীয় দলের হয়ে অভিষেক হয়ে গিয়ছে। আইপিএলও খেলেছেন দুজন। তবে এবার পেলেন মন খুশি করা দাম।
কথা হচ্ছে আকাশ দীপ ও মুকেশ কুমারের। ভিন্ন ফরম্যাট হলেও বাংলার দুই পেসারের ভারতীয় দলের হয়ে অভিষেক হয়ে গিয়ছে। আইপিএলও খেলেছেন দুজন। তবে এবার পেলেন মন খুশি করা দাম।
advertisement
5/6
আকাশ দীপকে নিয়ে দীর্ঘ লড়াই চলে পাঞ্জাব ও লখনউয়ের। বাংলার পেসার আকাশ দীপের জন্য দর উঠল ৮ কোটি। তাঁকে কিনে নিল লখনউ সুপার জায়ান্টস।
আকাশ দীপকে নিয়ে দীর্ঘ লড়াই চলে পাঞ্জাব ও লখনউয়ের। বাংলার পেসার আকাশ দীপের জন্য দর উঠল ৮ কোটি। তাঁকে কিনে নিল লখনউ সুপার জায়ান্টস।
advertisement
6/6
৮ কোটি টাকায় দিল্লিতেই থাকলেন মুকেশ কুমার। পঞ্জব কিংস প্রথমে বিড জিতলেও দিল্লি ক্যাপিটালস আরটিএম ব্যবহার করে। পঞ্জাব দর দেয় ৮ কোটি। তাতে রাজি হয়ে যায় দিল্লি।
৮ কোটি টাকায় দিল্লিতেই থাকলেন মুকেশ কুমার। পঞ্জব কিংস প্রথমে বিড জিতলেও দিল্লি ক্যাপিটালস আরটিএম ব্যবহার করে। পঞ্জাব দর দেয় ৮ কোটি। তাতে রাজি হয়ে যায় দিল্লি।
advertisement
advertisement
advertisement