MI vs GT: বৃষ্টি, নো বল আর রান আউট, মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে যে ভাবে জিতল গুজরাত ! এত নাটকীয়তা আইপিএল কখনও দেখেনি
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Last over Drama in IPL 2025: বলা হচ্ছে, এটাই ছিল আইপিএল ২০২৫-এর দীর্ঘতম ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত টাইটানসের মধ্যে এই ম্যাচটি মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হলেও বুধবার রাত ১২.৪০ মিনিটে শেষ হয়। খুব স্বাভাবিক ভাবেই, প্রচুর রান উঠেছিল, প্রচুর উইকেট পড়েছিল- আর হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টিও হয়েছিল।
advertisement
advertisement
বলা হচ্ছে, এটাই ছিল আইপিএল ২০২৫-এর দীর্ঘতম ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত টাইটানসের মধ্যে এই ম্যাচটি মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হলেও বুধবার রাত ১২.৪০ মিনিটে শেষ হয়। খুব স্বাভাবিক ভাবেই, প্রচুর রান উঠেছিল, প্রচুর উইকেট পড়েছিল- আর হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টিও হয়েছিল। এই বৃষ্টিতে গুজরাত টাইটানসের ইনিংস দুবার বন্ধ হয়ে যায়। রাত ১১:৫২ মিনিটে যখন খেলা থামানো হয়, তখন গুজরাতের দুই ওভারে ২৪ রানের প্রয়োজন ছিল এবং চার উইকেট বাকি ছিল। এর পর ডাকওয়ার্থ লুইস রুল মেনে খেলা চালিয়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। সেই নিয়ম মতো, গুজরাত টাইটানসের লক্ষ্য ১৫৬ থেকে কমিয়ে ১৪৭ করা হয় এবং এক ওভারও কমানো হয়। (Photo: AP)
advertisement
অবশেষে, রাত ১২.৩০ মিনিটে খেলা শুরু হলে, গুজরাত টাইটানসের সামনে ১৯ ওভারে ১৪৭ রানের লক্ষ্য ছিল। এর মধ্যে ১৮ ওভার বল করা হয়েছিল এবং স্কোর ছিল ৬ উইকেটে ১৩২ রান। সুতরাং, ১৯তম অর্থাৎ শেষ ওভারে জয়ের জন্য গুজরাতকে মাত্র ১৫ রান করতে হয়েছিল। এই ওভারটিতে বল করেছিলেন দীপক চাহার। ক্রিজে ছিলেন রাহুল তেওয়াটিয়া এবং জেরাল্ড কোয়েটজি। (Photo: AP)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
খেলা শেষ হতে আর মাত্র এক বল বাকি ছিল এবং গুজরাত টাইটানস জয় থেকে স্রেফ এক রান দূরে ছিল। এই জায়গায় এসে মুম্বই ইন্ডিয়ানসের মনের কথা সহজেই বুঝে নেওয়া যায়। হয় জিতবে তারাই, নয় তো ম্যাচ টাই হবে। সুপার ওভারের আলোচনাও শুরু হয়ে গিয়েছিল। ঠিক এই সময়ে ক্রিজে এলেন নতুন ব্যাটসম্যান আরশাদ খান। আরশাদ এই বল খেলেই দ্রুত দৌড়ে যান। বলটি চলে যায় মিড-অফে দাঁড়িয়ে থাকা হার্দিক পান্ডিয়ার দিকে। হার্দিক পান্ডিয়া দ্রুত ক্যাচ নিয়ে স্টাম্পের দিকে ছুঁড়ে মারেন। আর- তাঁর থ্রো মিস হয়ে যায়! (Photo: AP)
advertisement
যদি বলটা লাগত, তাহলে আরশাদ রান আউট হয়ে যেতেন। ম্যাচটি টাই হয়ে যেত। কিন্তু কেবল হার্দিক পান্ডিয়ার থ্রো মিস হয়ে যায়। আসলে, এই চাপের মুখে তিনি ভুলে গিয়েছিলেন যে, স্টাম্পের কাছে দাঁড়িয়ে থাকা সূর্যকুমার যাদবকে বল দিলেও আরশাদ রান আউট ঠিকই হতেন। কী আর করা, বলতেই হয় যে কিন্তু এই দিন হার্দিক পান্ডিয়ার ভাগ্য প্রসন্ন ছিল না। সবাই বলছেন, হার্দিক পান্ডিয়া বল নয়, ম্যাচটাই যেন ছুঁড়ে ফেলে দিলেন! (Photo: AP)
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের যা হওয়ার, তা তো হল! কিন্তু, আখেরে লাভ হল কলকাতা নাইট রাইডার্সের, তেমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। আসলে, সোমবার দিল্লি ক্যাপিটালস আর মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স হারের পর পয়েন্ট নষ্ট করে ফেলেছে। বুধবার চেন্নাই সুপার কিংসকে হারালে কেকেআর-এর পয়েন্ট বাড়বে। এদিকে, দিল্লি ক্যাপিটালস আর মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যেও একটা ম্যাচ আছে, এতেও যে কোনও এক দল হারবে। তাতে কেকেআর-এর প্রথম চারে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাকিটা ওই- ভাগ্য আর পারফরম্যান্সের ব্যাপার! (File Photo: AP)