IPL ধারাভাষ্যকাররা কত টাকা পান? গাভাসকর, আকাশ চোপড়াদের উপার্জন চমকে দেবে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl 2025- বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। মাঠে যেমন বিশ্বের নামকরা সব ক্রিকেটাররা থাকেন, কমেন্ট্রি বক্সেও থাকে বড় বড় সব নাম।
২২ গজে ব্যাট-বলে ঝড় তোলেন ক্রিকেটাররা। ওদিকে কমেন্ট্রি বক্সে তুফান তোলেন ধারাভাষ্যকাররা। ম্যাচ চলাকালীন প্রতি মুহূর্তে দর্শকদের জন্য খেলার খুঁটিনাটি বিবরণ তুলে ধরেন বিশেষজ্ঞরা। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ, অনেকেই ধারাভাষ্যের সঙ্গে যুক্ত। তাদের কণ্ঠস্বর শোনার জন্য বহু দর্শক টেলিভিশনে চোখ রাখেন।
advertisement
বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। মাঠে যেমন বিশ্বের নামকরা সব ক্রিকেটাররা থাকেন, কমেন্ট্রি বক্সেও থাকে বড় বড় সব নাম। সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী থেকে শুরু করে রিকি পন্টিং, ম্যাথু হেডেন, আকাশ চোপড়া, সঞ্জয় মঞ্জরেকর। ক্রিকেট ম্যাচের নানা খুঁটিনাটি তথ্য তুলে ধরা কমেন্টেররা কত টাকা সাম্মানিক পান?
advertisement
আকাশ চোপড়া ধারাভাষ্য জগতে বেশ জনপ্রিয়। একটি পডকাস্টে ক্রিকেট নিয়ে কথোপকথনের সময় আকাশের সামনে প্রশ্ন রাখা হয়েছিল, জুনিয়র ধারাভাষ্যকার ও সিনিয়র ধারাভাষ্যকার কত বেতন পান?
advertisement
আকাশ চোপড়া জানান, প্রতি ম্যাচে ধারাভাষ্যকারদের বেতন আলাদা আলাদা হয়। জুনিয়র ধারাভাষ্যকাররা প্রতিদিন প্রায় ৩৫-৪০ হাজার টাকা করে পান। অপরদিকে, অভিজ্ঞ ধারাভাষ্যকাররা একদিন ধারাভাষ্য দেওয়ার জন্য পান প্রায় ৬-১০ লাখ টাকা।
advertisement
আকাশ এও জানান যে, সাধারণত একজন কমেন্টেটর ১০০দিনের মতো কমেন্ট্রি করে থাকেন। ফলে সেই হিসেব অনুযায়ী একজন ধারাভাষ্যকার এক মরসুমে ধারাভাষ্য থেকে ৬-১০ কোটি টাকা আয় করেন।
advertisement
বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রবি শাস্ত্রী আইপিএলে ধারাভাষ্য দিয়ে পান প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকা। সুনীল গাভাসকর আন্তর্জাতিক সিরিজের ধারাভাষ্যের জন্য পান প্রায় ৫৭ লাখ টাকা। এছাড়া আইপিএলে কমেন্ট্রি করার জন্য তিনি পান ২.৩৫ কোটি।
advertisement