IPL 2024 Auction: আইপিএল নিলামে কেকেআরের নজরে ৩ বাংলার ক্রিকেটার! একজনকে নিয়ে হতে পারে জোর লড়াই

Last Updated:
KKR May Bid For 3 Bengal Cricketers in IPL 2024 Auction: গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন কেকেআর ছিল বাংলার ক্রিকেটার। কিন্তু তারপর থেকে আর সেভাবে বাংলার ক্রিকেটাররা সুযোগ পাননি। সূত্রের খবর, এবার ফেল নিলামে বাংলার ক্রিকেটারদের জন্য ঝাপাতে পারে কেকেআর। তালিকায় রয়েছে ৩ ক্রিকেটারের নাম।
1/6
১৯ তারিখ আইপিএল ২০২৪-এর মিনি নিলাম। ইতিমধ্যেই প্রতিটি দল তাদের আইপিএল নিলামে নামার জন্য নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে। পিছিয়ে নেই কলকাতাও নাইট রাইডার্সও।
১৯ তারিখ আইপিএল ২০২৪-এর মিনি নিলাম। ইতিমধ্যেই প্রতিটি দল তাদের আইপিএল নিলামে নামার জন্য নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে। পিছিয়ে নেই কলকাতাও নাইট রাইডার্সও।
advertisement
2/6
গৌতম গম্ভীর কেকেআর মেন্টর হয়ে আসার পর দলকে ঢেলে সাজাতে চাইছেন। ১২ জন ক্রিকটারকে রিলিজ করেছে কলকাতা নাইট রাইডার্স। ৩৭.২ কোটি টাকা পার্সে নিয়ে নিলামে নামছে নাইটরা।
গৌতম গম্ভীর কেকেআর মেন্টর হয়ে আসার পর দলকে ঢেলে সাজাতে চাইছেন। ১২ জন ক্রিকটারকে রিলিজ করেছে কলকাতা নাইট রাইডার্স। ৩৭.২ কোটি টাকা পার্সে নিয়ে নিলামে নামছে নাইটরা।
advertisement
3/6
গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন কেকেআর ছিল বাংলার ক্রিকেটার। কিন্তু তারপর থেকে আর সেভাবে বাংলার ক্রিকেটাররা সুযোগ পাননি। সূত্রের খবর, এবার ফেল নিলামে বাংলার ক্রিকেটারদের জন্য ঝাপাতে পারে কেকেআর। তালিকায় রয়েছে ৩ ক্রিকেটারের নাম।
গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন কেকেআর ছিল বাংলার ক্রিকেটার। কিন্তু তারপর থেকে আর সেভাবে বাংলার ক্রিকেটাররা সুযোগ পাননি। সূত্রের খবর, এবার ফেল নিলামে বাংলার ক্রিকেটারদের জন্য ঝাপাতে পারে কেকেআর। তালিকায় রয়েছে ৩ ক্রিকেটারের নাম।
advertisement
4/6
কেকেআর র‍্যাডারে যে বাংলার ক্রিকেটার প্রথম রয়েছেন তিনি হলেন অভিমন্যু ঈশ্বরণ। দীর্ঘ দিন বাংলা ও ভারতীয় ও দলের হয়ে খেলছেন। স্ট্য়ান্ডবাই হিসেবে ডাক পেয়েছেন ভারতীয় দলেও। বিজয় হাডারে ট্রফিতে ৪ ম্যাচে একটি শতরান ও ২টি অর্ধশতরান করেছেন অভিমন্যু।
কেকেআর র‍্যাডারে যে বাংলার ক্রিকেটার প্রথম রয়েছেন তিনি হলেন অভিমন্যু ঈশ্বরণ। দীর্ঘ দিন বাংলা ও ভারতীয় ও দলের হয়ে খেলছেন। স্ট্য়ান্ডবাই হিসেবে ডাক পেয়েছেন ভারতীয় দলেও। বিজয় হাডারে ট্রফিতে ৪ ম্যাচে একটি শতরান ও ২টি অর্ধশতরান করেছেন অভিমন্যু।
advertisement
5/6
বাংলার পেসার ঈশান পোড়েলও রয়েছে কেকেআর র‍্যাডারে। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইিপএল খেলেছেন ঈশান। সদ্য বিজয় হাজারে ট্রফিতে ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। ঈশান।
বাংলার পেসার ঈশান পোড়েলও রয়েছে কেকেআর র‍্যাডারে। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইিপএল খেলেছেন ঈশান। সদ্য বিজয় হাজারে ট্রফিতে ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। ঈশান।
advertisement
6/6
আইপিএল নিলামে চমক দিতে পারেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে ৭ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। শুধু কেকেআর নয়, অন্য কোনও দল ঝাপাতে পারে শামির ভাইকে দলে নেওয়ার জন্য।
আইপিএল নিলামে চমক দিতে পারেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে ৭ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। শুধু কেকেআর নয়, অন্য কোনও দল ঝাপাতে পারে শামির ভাইকে দলে নেওয়ার জন্য।
advertisement
advertisement
advertisement