কলকাতা: বৃহস্পতিবার রাতে কলকাতায় মেগা সেলিব্রেশনের রাত৷ কেকেআর বনাম আরসিবি ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেন্সে৷ আইপিএল ২০২৩-র প্রথম হোম ম্যাচ৷ কিন্তু শুধু সেটুকুই নয়৷ কোভিড ১৯ পরবর্তী কালে লম্বা বিরতির পর প্রথমবার ঘরের মাঠে ম্যাচ খেলবে কেকেআর৷
2/ 5
এদিকে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই শহরে হাজির হয়ে গেছে আরসিবি৷ বুধবার অনুশীলন করবে দুই দলই৷
3/ 5
ম্যাচ দিনের আগের দিন হালকা মেজাজে ছিলেন বিরাট এন্ড কোং৷ ফ্যাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ খেতে বেরিয়েছিলেন৷ কলকাতায় বিরাটের রেস্তোঁরা One8 Commune- ওয়ান এইট কমিউন৷
4/ 5
আরসিবি দলের সঙ্গে বিরাট কোহলিক রেস্তোঁরায় খেতে যাওয়ার ফটো স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে যায়৷ প্রায় মাঝরাতে হো চি মিন সরণীর রেস্তোরাঁ পৌঁছন সকলে
5/ 5
বিরাট কোহলি আইপিএল ২০২৩ এ দারুণ ফর্মে শুরু করেছেন৷ প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ৮২ রানে অপরাজিত ছিলেন তিনি৷
Virat Kohli in Kolkata: কলকাতায় এসেই সতীর্থদের সঙ্গে ভুরিভোজ, রইল বিরাটদের ফটো
কলকাতা: বৃহস্পতিবার রাতে কলকাতায় মেগা সেলিব্রেশনের রাত৷ কেকেআর বনাম আরসিবি ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেন্সে৷ আইপিএল ২০২৩-র প্রথম হোম ম্যাচ৷ কিন্তু শুধু সেটুকুই নয়৷ কোভিড ১৯ পরবর্তী কালে লম্বা বিরতির পর প্রথমবার ঘরের মাঠে ম্যাচ খেলবে কেকেআর৷