Virat Kohli: ২৩ এপ্রিল কি কোহলির জীবনে সবথেকে অপয়া দিন! আপনাকে চমকে দেবে এই তথ্য

Last Updated:
Virat Kohli: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭ রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে আরসিবি। চোটের কারণে ডু্প্লেসি ফিল্ডিং না করায় পরপর ২ ম্যাচ দলকে নেতৃত্ব দিয়ে জয় এনে দেন বিরাট কোহলি। তবে এদিন লজ্জার নজিরও গড়লেন বিরাট।
1/6
রবিবার চিন্নাস্বামীতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিতল ঠিকই আরসিবি। কিন্তু ২৩ এপ্রিল কী বিরাট কোহলির জীবনে সবথেকে অপয়া দিন? তা নিয়ে প্রশ্নটা উঠেই গেল।
রবিবার চিন্নাস্বামীতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিতল ঠিকই আরসিবি। কিন্তু ২৩ এপ্রিল কী বিরাট কোহলির জীবনে সবথেকে অপয়া দিন? তা নিয়ে প্রশ্নটা উঠেই গেল।
advertisement
2/6
কারণ এদিন ফের আইপিএলে আরও একবার শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি। রাজস্থানের তারকা পেসার ট্রেন্ট বোল্টের ইন সুইংয়ে এলবিডব্লুউ আউট হন বিরাট কোহলি।
কারণ এদিন ফের আইপিএলে আরও একবার শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি। রাজস্থানের তারকা পেসার ট্রেন্ট বোল্টের ইন সুইংয়ে এলবিডব্লুউ আউট হন বিরাট কোহলি।
advertisement
3/6
আইপিএলে শূন্য করার নিরিখে লজ্জার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ নিয়ে এখনও পর্যন্ত আইপিএলে এই নিয়ে ১০ বার শূন্য রানে আউট হলেন কোহলি।
আইপিএলে শূন্য করার নিরিখে লজ্জার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ নিয়ে এখনও পর্যন্ত আইপিএলে এই নিয়ে ১০ বার শূন্য রানে আউট হলেন কোহলি।
advertisement
4/6
এছাড়া আইপিএলের প্রথম বলেই খাতা না খুলে আউট হওয়ার নিরিখেও নজির গড়লেন বিরাট কোহলি। সব মিলিয়ে আইপিএলে মোট সাত বার প্রথম বলে আউট হয়েছেন বিরাট কোহলি।
এছাড়া আইপিএলের প্রথম বলেই খাতা না খুলে আউট হওয়ার নিরিখেও নজির গড়লেন বিরাট কোহলি। সব মিলিয়ে আইপিএলে মোট সাত বার প্রথম বলে আউট হয়েছেন বিরাট কোহলি।
advertisement
5/6
এবার আসি ২৩ এপ্রিলের কথায়। ১০ বার যে আইপিএলে শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি তার মধ্যে ৩ বার ২৩ এপ্রিল তারিখে। প্রতিপক্ষ কেকেআর, সানরাইজার্স ও রাজস্থান।
এবার আসি ২৩ এপ্রিলের কথায়। ১০ বার যে আইপিএলে শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি তার মধ্যে ৩ বার ২৩ এপ্রিল তারিখে। প্রতিপক্ষ কেকেআর, সানরাইজার্স ও রাজস্থান।
advertisement
6/6
তবে এই সকল রেকর্ড নিয়ে ভাবতে নারাজ বিরাট কোহলি। দল ৭ রানে লিগ টপার রাজস্থানকে হারিয়েছে তাতে খুশি কোহলি। পরপর ২ ম্যাচে অধিনায়কত্ব করে জয় পাওয়াতেও বেজায় খুশি বিরাট।
তবে এই সকল রেকর্ড নিয়ে ভাবতে নারাজ বিরাট কোহলি। দল ৭ রানে লিগ টপার রাজস্থানকে হারিয়েছে তাতে খুশি কোহলি। পরপর ২ ম্যাচে অধিনায়কত্ব করে জয় পাওয়াতেও বেজায় খুশি বিরাট।
advertisement
advertisement
advertisement