হোম » ছবি » খেলা » ১৯ বলে ৬২ রান, এই আইপিএলের দ্রুততম ৫০, এছাড়াও একাধিক রেকর্ড পুরানের নামে

Nicholas Pooran: ১৯ বলে ৬২ রান, এই আইপিএলের দ্রুততম ৫০, এছাড়াও একাধিক রেকর্ড পুরানের নামে

  • 15

    Nicholas Pooran: ১৯ বলে ৬২ রান, এই আইপিএলের দ্রুততম ৫০, এছাড়াও একাধিক রেকর্ড পুরানের নামে

    সোমবার আরসিবির বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। ২০১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে লাস্ট বল থ্রিলারে জয় পায় লখনউ। কেএল রাহুলের দলের জয়ে বডড ভূমিকা নেন নিকোলাস পুরান ও মার্কাস স্টয়নিস। ৩০ বলে ৬৫ করেন স্টয়নিস ও ১৯ বলে ৬২ করেন পুরান। তবে পুরান তাঁর ইনিংসের সৌজন্য একাধিক রেকর্ড গড়েছেন।

    MORE
    GALLERIES

  • 25

    Nicholas Pooran: ১৯ বলে ৬২ রান, এই আইপিএলের দ্রুততম ৫০, এছাড়াও একাধিক রেকর্ড পুরানের নামে

    আরসিবির বিরুদ্ধে চিন্নাস্বামীতে ম্যাচ উইনিং ১৯ বলে ৬২ রানের ইনিংস খেলেছেন লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান। একইসঙ্গে এই আইপিএলের এখনও পর্যন্ত সবথেকে দ্রুত ১৫ বলে অর্ধশতরান করেছেন নিকোলাস পুরান।

    MORE
    GALLERIES

  • 35

    Nicholas Pooran: ১৯ বলে ৬২ রান, এই আইপিএলের দ্রুততম ৫০, এছাড়াও একাধিক রেকর্ড পুরানের নামে

    নিকোলাস পুরান ১৫ বলে অর্ধশতরান করে আইপিএলের ইতিহাসেও দ্বিতীয় সবথেকে কম বলে অর্ধশতরান। এর আগে ২০১৪ সালে ইউসুফ পাঠান ও ২০১৭ সালে সুনীল নারিন ১৫ বলে অর্ধশতরান করেছিলেন। আইপিএলের সব থেকে কম বলে অর্ধশতরান কেএল রাহুল ও প্যাট কামিন্সের। দুজনেই ১৪ বলে করেছিলেন ৫০।

    MORE
    GALLERIES

  • 45

    Nicholas Pooran: ১৯ বলে ৬২ রান, এই আইপিএলের দ্রুততম ৫০, এছাড়াও একাধিক রেকর্ড পুরানের নামে

    আরসিবির বিরুদ্ধে ৬২ রানের মধ্যে ৫৬ রান নিকোলাস পুরান করেছেন ৪-৬ মেরে। অর্থাৎ মোট রানের ৯৩.৫৪ শতাংশ রান এসেছে বাউন্ডারি। এক ইনিংসে ব্যক্তিগত রানের সর্বোচ্চ কত শতাংশ রান বাউন্ডারিতে এসেছে এই তালিকায় ৪ নম্বরে জায়গা করে নিয়েছেন পুরান। শীর্ষে সুরেশ রান। ২০১৪ সালে সিএসকের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে ৮৭ রান করেছিলেন যার ৮৪ রান বাউন্ডারিতে।

    MORE
    GALLERIES

  • 55

    Nicholas Pooran: ১৯ বলে ৬২ রান, এই আইপিএলের দ্রুততম ৫০, এছাড়াও একাধিক রেকর্ড পুরানের নামে

    আইপিএলে সর্বোচ্চ স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি করার নিরিখে প্যাট কামিন্স, সুরেশ রায়না, ইউসুফ পাঠানের পরে জায়গা করে নিয়েছেন নিকোলাস পুরান। আরসিবির বিরুদ্ধে খেলা ১৯ বলে ৬২ রানের ইনিংসে পুরানের স্ট্রাইকরেট ৩২৬.৩২। প্যাট কামিন্স ৩৭৩.৩৩, সুরেশ রায়না ৩৪৮.০০, ইউসুফ পাঠান ৩২৭.২৭ স্ট্রাইকরেটে হাফ সেঞ্চুরি করেছিলেন।

    MORE
    GALLERIES