Nicholas Pooran: ১৯ বলে ৬২ রান, এই আইপিএলের দ্রুততম ৫০, এছাড়াও একাধিক রেকর্ড পুরানের নামে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Nicholas Pooran: সোমবার আরসিবির বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। ২০১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে লাস্ট বল থ্রিলারে জয় পায় লখনউ। কেএল রাহুলের দলের জয়ে বডড ভূমিকা নেন নিকোলাস পুরান ও মার্কাস স্টয়নিস। ৩০ বলে ৬৫ করেন স্টয়নিস ও ১৯ বলে ৬২ করেন পুরান। তবে পুরান তাঁর ইনিংসের সৌজন্য একাধিক রেকর্ড গড়েছেন।
সোমবার আরসিবির বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। ২০১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে লাস্ট বল থ্রিলারে জয় পায় লখনউ। কেএল রাহুলের দলের জয়ে বডড ভূমিকা নেন নিকোলাস পুরান ও মার্কাস স্টয়নিস। ৩০ বলে ৬৫ করেন স্টয়নিস ও ১৯ বলে ৬২ করেন পুরান। তবে পুরান তাঁর ইনিংসের সৌজন্য একাধিক রেকর্ড গড়েছেন।
advertisement
advertisement
advertisement
আরসিবির বিরুদ্ধে ৬২ রানের মধ্যে ৫৬ রান নিকোলাস পুরান করেছেন ৪-৬ মেরে। অর্থাৎ মোট রানের ৯৩.৫৪ শতাংশ রান এসেছে বাউন্ডারি। এক ইনিংসে ব্যক্তিগত রানের সর্বোচ্চ কত শতাংশ রান বাউন্ডারিতে এসেছে এই তালিকায় ৪ নম্বরে জায়গা করে নিয়েছেন পুরান। শীর্ষে সুরেশ রান। ২০১৪ সালে সিএসকের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে ৮৭ রান করেছিলেন যার ৮৪ রান বাউন্ডারিতে।
advertisement
আইপিএলে সর্বোচ্চ স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি করার নিরিখে প্যাট কামিন্স, সুরেশ রায়না, ইউসুফ পাঠানের পরে জায়গা করে নিয়েছেন নিকোলাস পুরান। আরসিবির বিরুদ্ধে খেলা ১৯ বলে ৬২ রানের ইনিংসে পুরানের স্ট্রাইকরেট ৩২৬.৩২। প্যাট কামিন্স ৩৭৩.৩৩, সুরেশ রায়না ৩৪৮.০০, ইউসুফ পাঠান ৩২৭.২৭ স্ট্রাইকরেটে হাফ সেঞ্চুরি করেছিলেন।