IPL 2023: কঠিন লড়াই কোহলি-রোহিত-শিখর-ওয়ার্নারের, এবার কে করবে বাজিমাত

Last Updated:
IPL 2023: ৩১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৬তম মরসুম। ফের একবার হাড্ডাহাড্ডি টি-২০ ক্রিকেটের আনন্দে মাততে প্রস্তুত গোটা দেশ থেকে বিশ্ব। তার আগে দেখে নিন প্রতিযোগিতার ইতিহাসে সেরা কিছু রেকর্ড।
1/5
আইপএলের সর্বাধিক রান স্কোরারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন আরসিবির মহাতারকা বিরাট কোহলি। এখনও পর্যন্ত ২২৩ ম্যাচে ৩৬.২০ গড়ে ৬৬২৪ রান করেছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। স্ট্রাইক রেট ১২৯.১৫। সর্বাধিক স্কোর ১১৩। শতরান ৫টি। অর্ধশতরান ৪৪।
আইপএলের সর্বাধিক রান স্কোরারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন আরসিবির মহাতারকা বিরাট কোহলি। এখনও পর্যন্ত ২২৩ ম্যাচে ৩৬.২০ গড়ে ৬৬২৪ রান করেছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। স্ট্রাইক রেট ১২৯.১৫। সর্বাধিক স্কোর ১১৩। শতরান ৫টি। অর্ধশতরান ৪৪।
advertisement
2/5
সর্বোচ্চ স্কোরারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধওয়ান। ২০৬টি ম্যাচে 'গব্বর' শিখরের সংগ্রহ ৬২৪৪ রান। গড় ৩৫.০৮, স্ট্রাইক রেট ১২৬.৩৫। এখনও পর্যন্ত আইপিএল-এ শিখরের সর্বাধিক রান অপরাজিত ১০৬। শতরান ২টি। অর্ধশতরান ৪৭।
সর্বোচ্চ স্কোরারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধওয়ান। ২০৬টি ম্যাচে 'গব্বর' শিখরের সংগ্রহ ৬২৪৪ রান। গড় ৩৫.০৮, স্ট্রাইক রেট ১২৬.৩৫। এখনও পর্যন্ত আইপিএল-এ শিখরের সর্বাধিক রান অপরাজিত ১০৬। শতরান ২টি। অর্ধশতরান ৪৭।
advertisement
3/5
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ১৬২টি ম্যাচে ওয়ার্নাারের সংগ্রহ ৫৮৮১ রান। সর্বাধিক স্কোর ১২৬। গড় ৪২.০১। স্ট্রাইক রেট ১৪০.৬৯। শতরান ৪টি, অর্ধশতরান ৫৪টি।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ১৬২টি ম্যাচে ওয়ার্নাারের সংগ্রহ ৫৮৮১ রান। সর্বাধিক স্কোর ১২৬। গড় ৪২.০১। স্ট্রাইক রেট ১৪০.৬৯। শতরান ৪টি, অর্ধশতরান ৫৪টি।
advertisement
4/5
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। আইপিএল-এ এখনও পর্যন্ত ২২৭ ম্যাচে রোহিত ৫৮৭৯ রান করেছেন। সর্বাধিক রান অপরাজিত ১০৯। গড় ৩১.১৭। স্ট্রাইক রেট ১২৯.৮৯। শতরান ১টি, অর্ধশতরান ৪০টি।
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। আইপিএল-এ এখনও পর্যন্ত ২২৭ ম্যাচে রোহিত ৫৮৭৯ রান করেছেন। সর্বাধিক রান অপরাজিত ১০৯। গড় ৩১.১৭। স্ট্রাইক রেট ১২৯.৮৯। শতরান ১টি, অর্ধশতরান ৪০টি।
advertisement
5/5
তালিকায় ৫ নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা ব্যাটার কিংস রায়না। ২০৫ ম্যাচে রায়নার মোট সংগ্রহ ৫৫২৮ রান। সর্বাধিক স্কোর অপরাজিত ১০০। গড় ৩২.৫১। স্ট্রাইক রেট ১৩৬.৭৬। শতরান একটি ও অর্ধশত রান ৩৯টি।
তালিকায় ৫ নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা ব্যাটার কিংস রায়না। ২০৫ ম্যাচে রায়নার মোট সংগ্রহ ৫৫২৮ রান। সর্বাধিক স্কোর অপরাজিত ১০০। গড় ৩২.৫১। স্ট্রাইক রেট ১৩৬.৭৬। শতরান একটি ও অর্ধশত রান ৩৯টি।
advertisement
advertisement
advertisement