ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে ২৩৫ রান বিশাল স্কোর করে ম্যাচ জেতার পাশাপাশি একাধিক রেকর্ড গড়ল চেন্নাই সুপার কিংস।
এদিন সিএসকের ২৩৫ রান আইপিএলের ইতিহাসে সপ্তম সবথেকে বড় স্কোর। ২৬৩ রান করে প্রথম স্থানে আরসিবি।
এদিনের স্কোর সিএসকের আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্কোর। কেকেআরের বিরুদ্ধে ২৩৫-এর আগে ২৪৬. ২৪০ রান রয়েছে চেন্নাইয়ের।
২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৪৬ রান করেছিল চেন্নাই সুপার কিংস। যা আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্কোর।
এছাড়া ইডেন গার্ডেন্স সিএসকের কাছে বরাবর পয়া মাঠ। এবারও নিরাশ করল না ইডেন। ক্রিকেটের নন্দনকাননে ২৩৫ সিএসকের সর্বোচ্চ স্কোর।
প্রসঙ্গত, ম্যাচে রাহানের ৭১, কনওয়ের ৫৬, দুবের ৫০ ও রুতুরাজের ৩৫ রানের সৌজন্যে ২৩৫ করে চেন্নাই। জবাবে কেকেআর করে ১৮৬। ৪৯ রানে জয় পায় সিএসকে।
...