MS Dhoni: যা অন্য দল পারে না তা করে চেন্নাই, সিএসকের সাফল্যের রহস্য জানালেন ধোনি

Last Updated:
MS Dhoni: আইপিএলের ইতিহাসে সবথেকে ধারাবাহিক দলের নাম যে চেন্নাই সুপার কিংস সেবিষয়ে কোনও সন্দেহ নেই। কীভাবে লাগাতার বছরের পর বথর ধরে দলের এই সাফল্য, তা নিয়ে মুখ খুললেন এমএস ধোনি।
1/6
গতবার আইপিএবে নবম স্থানে শেষ করেছিল সিএসকে। এবার সেখান থেকে কামব্যাক করে দ্বিতীয় দল হিসেবে প্লে অফে জায়গা পাকা করে ফেলেছে এমএস ধোনির দল।
গতবার আইপিএবে নবম স্থানে শেষ করেছিল সিএসকে। এবার সেখান থেকে কামব্যাক করে দ্বিতীয় দল হিসেবে প্লে অফে জায়গা পাকা করে ফেলেছে এমএস ধোনির দল।
advertisement
2/6
আইপিএলের ইতিহাসে সবথেকে ধারাবাহিক দলের নাম যে চেন্নাই সুপার কিংস সেবিষয়ে কোনও সন্দেহ নেই। ১৪ বার আইপিএল খেলে ১২ বার প্লে অফ, ৪ বার চ্যাম্পিয়ন, ৫ বার রানার্স সিএসকে।
আইপিএলের ইতিহাসে সবথেকে ধারাবাহিক দলের নাম যে চেন্নাই সুপার কিংস সেবিষয়ে কোনও সন্দেহ নেই। ১৪ বার আইপিএল খেলে ১২ বার প্লে অফ, ৪ বার চ্যাম্পিয়ন, ৫ বার রানার্স সিএসকে।
advertisement
3/6
কীভাবে লাগাতার বছরের পর বথর ধরে দলের এই সাফল্য, তা নিয়ে মুখ খুললেন এমএস ধোনি। শনিবার প্লে অফে পৌছানোর পর জানালেন সিএসকের সাফল্যের পিছনে আসল রহস্য।
কীভাবে লাগাতার বছরের পর বথর ধরে দলের এই সাফল্য, তা নিয়ে মুখ খুললেন এমএস ধোনি। শনিবার প্লে অফে পৌছানোর পর জানালেন সিএসকের সাফল্যের পিছনে আসল রহস্য।
advertisement
4/6
ধোনি বলেন,'তেমন কোনও বিরাট রেসিপি নেই। আমরা সেরা ক্রিকেটারকে বেছে নেওয়ার চেষ্টা করি ও তাদের পছন্দের জায়গায় খেলতে দেওয়ার চেষ্টা করি। তাতে ক্রিকেটারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।'
ধোনি বলেন,'তেমন কোনও বিরাট রেসিপি নেই। আমরা সেরা ক্রিকেটারকে বেছে নেওয়ার চেষ্টা করি ও তাদের পছন্দের জায়গায় খেলতে দেওয়ার চেষ্টা করি। তাতে ক্রিকেটারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।'
advertisement
5/6
এছাড়াও ধোনি বলেন,'আমরা ক্রিকেটারদের দুর্বল জায়গাগুলিকে মজবুত করার চেষ্টা করি। এমন কাউকে আমরা খুঁজি যাঁরা দলকে সবার আগে রাখে। যদি ওদের থেকে ১০ শতাংশ পাওয়া যায়, তা হলে আমরা সেটা ৫০ শতাংশে করেনি।'
এছাড়াও ধোনি বলেন,'আমরা ক্রিকেটারদের দুর্বল জায়গাগুলিকে মজবুত করার চেষ্টা করি। এমন কাউকে আমরা খুঁজি যাঁরা দলকে সবার আগে রাখে। যদি ওদের থেকে ১০ শতাংশ পাওয়া যায়, তা হলে আমরা সেটা ৫০ শতাংশে করেনি।'
advertisement
6/6
পাশাপাশি সিএসকে টিম ম্যানেজমেন্টেরও ভূয়সী প্রশংসা করেন এমএস ধোনি। সিএসকে অধিনায়ক বলেন,'ম্যানেজমেন্ট খুবই ভাল। সাপোর্ট স্টাফরাও। সব সময় আমাদের বলেন চিন্তা না করতে এবং যা করছি সেটাই করে যেতে। সবসময় প্লেয়ারদের পাশে থাকে।'
পাশাপাশি সিএসকে টিম ম্যানেজমেন্টেরও ভূয়সী প্রশংসা করেন এমএস ধোনি। সিএসকে অধিনায়ক বলেন,'ম্যানেজমেন্ট খুবই ভাল। সাপোর্ট স্টাফরাও। সব সময় আমাদের বলেন চিন্তা না করতে এবং যা করছি সেটাই করে যেতে। সবসময় প্লেয়ারদের পাশে থাকে।'
advertisement
advertisement
advertisement