IPL 2022: আইপিএলে কেকেআরের জার্সিতে খেলতে আসার আগেই তারকা পেসার সেরে নিলেন বিয়ে

Last Updated:
IPL 2022: ৩৩ বছরের নিউজিল্যান্ড টিম সাউদি আইপিএল ২০২২ -এ কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলবেন৷ সাউদি নিজের গার্লফ্রেন্ড ব্রায়া ফাহির সঙ্গে বিয়ে সেরে নিলেন৷
1/6
৩৩ বছরের নিউজিল্যান্ড টিম সাউদি আইপিএল ২০২২ -এ কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলবেন৷ সাউদি নিজের গার্লফ্রেন্ড ব্রায়া ফাহির সঙ্গে বিয়ে সেরে নিলেন৷ সোশ্যাল মিডিয়ায় বিয়ের ফটো আপলোড করে দিলেন৷ সেখানে আবার লাল হার্ট শেপ দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন 'forever'৷ (Photo-Tim Southee/Instagram)
৩৩ বছরের নিউজিল্যান্ড টিম সাউদি আইপিএল ২০২২ -এ কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলবেন৷ সাউদি নিজের গার্লফ্রেন্ড ব্রায়া ফাহির সঙ্গে বিয়ে সেরে নিলেন৷ সোশ্যাল মিডিয়ায় বিয়ের ফটো আপলোড করে দিলেন৷ সেখানে আবার লাল হার্ট শেপ দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন 'forever'৷ (Photo-Tim Southee/Instagram)
advertisement
2/6
টিম সাউদির ছোট মেয়ের জন্ম হয়েছে ২০১৯ সালে৷ সাউদি আইপিএল ২০২২ মেগা নিলামে তাঁকে ১.৫ কোটি টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স  (KKR)৷ তাঁকে বেস প্রাইসেই কিনে নেয় কেকেআর৷  (Photo-Tim Southee/Instagram)
টিম সাউদির ছোট মেয়ের জন্ম হয়েছে ২০১৯ সালে৷ সাউদি আইপিএল ২০২২ মেগা নিলামে তাঁকে ১.৫ কোটি টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স (KKR)৷ তাঁকে বেস প্রাইসেই কিনে নেয় কেকেআর৷ (Photo-Tim Southee/Instagram)
advertisement
3/6
লম্বা উচ্চতার জোরে বোলার টিম সাউদি দ্বিতীয় লেগে প্যাট কামিন্স (Pat Cummins) -র বদলে দলে এসেছেন৷  সাউদি সংযুক্ত আরব আমিরশাহি-র নাম এসেছে৷  (Photo-Tim Southee/Instagram)
লম্বা উচ্চতার জোরে বোলার টিম সাউদি দ্বিতীয় লেগে প্যাট কামিন্স (Pat Cummins) -র বদলে দলে এসেছেন৷ সাউদি সংযুক্ত আরব আমিরশাহি-র নাম এসেছে৷ (Photo-Tim Southee/Instagram)
advertisement
4/6
টিম সাউদি আইপিএলে চেন্নাই সুপার কিংস  (CSK), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals),  ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)  এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)  জার্সিতে খেলেছেন৷ সাউদি ৪৩ আইপিএল ম্যাচ খেলে মোট ৩১ উইকেট নিয়েছেন৷  (Photo-Tim Southee/Instagram)
টিম সাউদি আইপিএলে চেন্নাই সুপার কিংস (CSK), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) জার্সিতে খেলেছেন৷ সাউদি ৪৩ আইপিএল ম্যাচ খেলে মোট ৩১ উইকেট নিয়েছেন৷ (Photo-Tim Southee/Instagram)
advertisement
5/6
টিম সাউদি ক্রিকেটের ছোট ফর্ম্যাটে দারুণ বোলার হিসেবে পরিগণিত হন৷ সেখানে তিনি টি টোয়েন্টি আন্তর্জাতিকে  সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী বোলারদের তালিকায় ২ নম্বরে রয়েছেন৷ ৯২ ম্যাচে তাঁর দখলে ১১১ উইকেট৷  (Photo-Tim Southee/Instagram)
টিম সাউদি ক্রিকেটের ছোট ফর্ম্যাটে দারুণ বোলার হিসেবে পরিগণিত হন৷ সেখানে তিনি টি টোয়েন্টি আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী বোলারদের তালিকায় ২ নম্বরে রয়েছেন৷ ৯২ ম্যাচে তাঁর দখলে ১১১ উইকেট৷ (Photo-Tim Southee/Instagram)
advertisement
6/6
টিম সাউদির ছোট মেয়ে ২০১৯ এ জন্মেছে৷ তাঁর এই মেয়ে ছাড়া আরও একটি ছেলেও রয়েছে৷  (Photo-Tim Souhtee/Instagram)
টিম সাউদির ছোট মেয়ে ২০১৯ এ জন্মেছে৷ তাঁর এই মেয়ে ছাড়া আরও একটি ছেলেও রয়েছে৷ (Photo-Tim Souhtee/Instagram)
advertisement
advertisement
advertisement