GT vs RR AT Eden: ইডেনে সৌরভ যেন বরকর্তা! পিচ, মাঠ, হসপিটালিটি বক্স কী না দেখলেন মহারাজ!

Last Updated:
GT vs RR: সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন মাঠ, পিচ দেখেন নিজে।
1/5
এক পশলা বৃষ্টি হতেই চিন্তার ভাঁজ পড়েছিল সিএবি কর্তাদের কপালে। আজ ম্য়াচ ডে। তাও আবার আইপিএল প্লে-অফ-এর মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। এমন ম্যাচে বৃষ্টি হলে এত আয়োজন সব মাটি।
এক পশলা বৃষ্টি হতেই চিন্তার ভাঁজ পড়েছিল সিএবি কর্তাদের কপালে। আজ ম্য়াচ ডে। তাও আবার আইপিএল প্লে-অফ-এর মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। এমন ম্যাচে বৃষ্টি হলে এত আয়োজন সব মাটি।
advertisement
2/5
গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস-এর ম্যাচের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় যেন বরকর্তা। বিসিসিআই সভাপতি পিচ, মাঠ, হসপিটালিটি বক্স নিজে পরীক্ষা করে দেখলেন।
গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস-এর ম্যাচের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় যেন বরকর্তা। বিসিসিআই সভাপতি পিচ, মাঠ, হসপিটালিটি বক্স নিজে পরীক্ষা করে দেখলেন।
advertisement
3/5
বৃষ্টি কমতেই ইডেনের সম্পূর্ণ কভার তুলে দেওয়া হয়েছে। 80 জনের বেশি মাঠকর্মী কাজ করেছেন ইডেনে।
বৃষ্টি কমতেই ইডেনের সম্পূর্ণ কভার তুলে দেওয়া হয়েছে। 80 জনের বেশি মাঠকর্মী কাজ করেছেন ইডেনে।
advertisement
4/5
গুজরাট টাইটান্স-এর দুই তারকা মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহার কাছে ইডেন ঘরের মাঠ। গ্রুপ পর্বের পর গুজরাট লিট টেবিলে ছিল শীর্ষে। তাই আজ তাদের দিকে কিছুটা হলেও পাল্লা ভারি।
গুজরাট টাইটান্স-এর দুই তারকা মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহার কাছে ইডেন ঘরের মাঠ। গ্রুপ পর্বের পর গুজরাট লিট টেবিলে ছিল শীর্ষে। তাই আজ তাদের দিকে কিছুটা হলেও পাল্লা ভারি।
advertisement
5/5
ইডেনের উইকেটে আজ বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন। তা মনে করা হচ্ছে. টসে যে দল জিতবে তারা আজ প্রথমে বোলিং করবে।
ইডেনের উইকেটে আজ বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন। তা মনে করা হচ্ছে. টসে যে দল জিতবে তারা আজ প্রথমে বোলিং করবে।
advertisement
advertisement
advertisement