Harshal Patel: ম্যাচ শেষে শুনলেন, দিদি আর নেই! আইপিএলের মাঝে আকাশ ভেঙে পড়ল তারকা পেসারের মাথায়

Last Updated:
Harshal Patel: হঠাত্ করেই চলে গেল দিদি। শোকের পাথর বুকে নিয়েই আইপিএলে ফিরলেন আরসিবির তারকা পেসার।
1/5
ম্যাচ শেষে পেয়েছিলেন দুসংবাদ। দিদি আর নেই। হর্ষল প্যাটেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল।
ম্যাচ শেষে পেয়েছিলেন দুসংবাদ। দিদি আর নেই। হর্ষল প্যাটেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল।
advertisement
2/5
প্রয়াত দিদির জন্য আবেগঘন পোস্ট লিখলেন আরসিবির তারকা পেসার। দিদিকে সারাজীবন মিস করবেন বলে জানালেন হর্ষল।
প্রয়াত দিদির জন্য আবেগঘন পোস্ট লিখলেন আরসিবির তারকা পেসার। দিদিকে সারাজীবন মিস করবেন বলে জানালেন হর্ষল।
advertisement
3/5
বায়ো-বাবল ভেঙে বাড়ি ফিরতে বাধ্য হয়েছিলেন হর্ষল। তবে তিনি আবার আরসিবির স্কোয়াডে ফিরেছেন। শোকার পাথর মাথায় নিয়েই।
বায়ো-বাবল ভেঙে বাড়ি ফিরতে বাধ্য হয়েছিলেন হর্ষল। তবে তিনি আবার আরসিবির স্কোয়াডে ফিরেছেন। শোকার পাথর মাথায় নিয়েই।
advertisement
4/5
বিদেশে চিকিত্সা হচ্ছিল হর্ষলের দিদির। হর্ষল দিদির কাছেই ছিলেন। তবে আইপিএলের জন্য দেশে ফেরেন কিছুদিন আগেই।
বিদেশে চিকিত্সা হচ্ছিল হর্ষলের দিদির। হর্ষল দিদির কাছেই ছিলেন। তবে আইপিএলের জন্য দেশে ফেরেন কিছুদিন আগেই।
advertisement
5/5
দিদির মৃত্যু তাঁর মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। সেটা এদিন পোস্ট লিখে বোঝালেন আরসিবির পেসার। তবে দিদিকে গর্বিত করার মতো কাজ করবেন বলেও প্রতিজ্ঞা করলেন।
দিদির মৃত্যু তাঁর মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। সেটা এদিন পোস্ট লিখে বোঝালেন আরসিবির পেসার। তবে দিদিকে গর্বিত করার মতো কাজ করবেন বলেও প্রতিজ্ঞা করলেন।
advertisement
advertisement
advertisement