ম্যাচ শেষে পেয়েছিলেন দুসংবাদ। দিদি আর নেই। হর্ষল প্যাটেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল।
2/ 5
প্রয়াত দিদির জন্য আবেগঘন পোস্ট লিখলেন আরসিবির তারকা পেসার। দিদিকে সারাজীবন মিস করবেন বলে জানালেন হর্ষল।
3/ 5
বায়ো-বাবল ভেঙে বাড়ি ফিরতে বাধ্য হয়েছিলেন হর্ষল। তবে তিনি আবার আরসিবির স্কোয়াডে ফিরেছেন। শোকার পাথর মাথায় নিয়েই।
4/ 5
বিদেশে চিকিত্সা হচ্ছিল হর্ষলের দিদির। হর্ষল দিদির কাছেই ছিলেন। তবে আইপিএলের জন্য দেশে ফেরেন কিছুদিন আগেই।
5/ 5
দিদির মৃত্যু তাঁর মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। সেটা এদিন পোস্ট লিখে বোঝালেন আরসিবির পেসার। তবে দিদিকে গর্বিত করার মতো কাজ করবেন বলেও প্রতিজ্ঞা করলেন।