IPL Auction: মেগা নিলাম কবে? রিটেন করা হবে কাদের, কবে অবধি নেওয়া যাবে সিদ্ধান্ত

Last Updated:
IPL Auction: এই তারিখ এখনও অবধি সামনে আসেনি৷ ফ্রাঞ্চাইজি-র সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে বড় নিলামের জন্য অপেক্ষা করছে৷ আইপিএল ২০২২ এ মোট ১০ টি দলের মধ্যে খেতাবের লড়াই ময়দানে নামবে৷
1/5
#কলকাতা: আইপিএল ২০২২-র (IPL 2022) নতুন দুটি ফ্রাঞ্চাইজি কারা, তা ইতিমধ্যেই জানা হয়ে গেছে৷ আইপিএল ২০২২ -র মেগা অকশন (IPL Auction) কবে হবে? এই তারিখ এখনও অবধি সামনে আসেনি৷ ফ্রাঞ্চাইজি-র সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে বড় নিলামের জন্য অপেক্ষা করছে৷ আইপিএল ২০২২ এ মোট ১০ টি দলের মধ্যে খেতাবের লড়াই ময়দানে নামবে৷ ২ টি নতুন দল আহমেদাবাদে (Ahmedabad) এবং লখনউ (Lucknow) আছে৷ একটি দলে অধিকতম ২৫ টি খেলোয়াড় রাখা যাবে৷ Photo- File
#কলকাতা: আইপিএল ২০২২-র (IPL 2022) নতুন দুটি ফ্রাঞ্চাইজি কারা, তা ইতিমধ্যেই জানা হয়ে গেছে৷ আইপিএল ২০২২ -র মেগা অকশন (IPL Auction) কবে হবে? এই তারিখ এখনও অবধি সামনে আসেনি৷ ফ্রাঞ্চাইজি-র সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে বড় নিলামের জন্য অপেক্ষা করছে৷ আইপিএল ২০২২ এ মোট ১০ টি দলের মধ্যে খেতাবের লড়াই ময়দানে নামবে৷ ২ টি নতুন দল আহমেদাবাদে (Ahmedabad) এবং লখনউ (Lucknow) আছে৷ একটি দলে অধিকতম ২৫ টি খেলোয়াড় রাখা যাবে৷ Photo- File
advertisement
2/5
এতে ৮ টি বিদেশি ক্রিকেটার মোট দুটি দলে ৫০ জন ক্রিকেটার থাকবেন৷ আইপিএল ২০২২ -র জন্য হবে মেগা অকশন৷ এতে নতুনভাবে ক্রিকেটারদের নিলাম (IPL Auction) হবে৷ Photo- File
এতে ৮ টি বিদেশি ক্রিকেটার মোট দুটি দলে ৫০ জন ক্রিকেটার থাকবেন৷ আইপিএল ২০২২ -র জন্য হবে মেগা অকশন৷ এতে নতুনভাবে ক্রিকেটারদের নিলাম (IPL Auction) হবে৷ Photo- File
advertisement
3/5
জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে এই মেগা নিলাম (IPL Auction) ইনসাইড স্পোর্টসে প্রকাশিত খবর অনুযায়ি মেগা অকশন (IPL Auction) আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে৷ আটটি পুরনো দল ডিসেম্বর অবধি রিটেন করে রাখা ক্রিকেটারদের লিস্ট দেবে৷ আইপিএল গর্ভনিং কাউন্সিল সদস্যের কথা অনুযায়ি আগামী ৭-৮ দিনের মধ্যেই এই ডেডলাইন চূড়ান্ত হয়ে যাবে৷ সরকারিভাবে না হলেও প্লেয়ার ধরে রাখা ও নিলামের নিয়ম নিয়ে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা হয়েছে আইপিএল গর্ভনিং কাউন্সিলের৷ পুরনো দলগুলি ৪ টি ক্রিকেটার রিটেন করতে পারবে৷ আর নতুন দুটি ফ্রাঞ্চাইজির জন্য প্রাইমারি পিকে-র তিনটি অপশন থাকবে৷ Photo- File
জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে এই মেগা নিলাম (IPL Auction) ইনসাইড স্পোর্টসে প্রকাশিত খবর অনুযায়ি মেগা অকশন (IPL Auction) আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে৷ আটটি পুরনো দল ডিসেম্বর অবধি রিটেন করে রাখা ক্রিকেটারদের লিস্ট দেবে৷ আইপিএল গর্ভনিং কাউন্সিল সদস্যের কথা অনুযায়ি আগামী ৭-৮ দিনের মধ্যেই এই ডেডলাইন চূড়ান্ত হয়ে যাবে৷ সরকারিভাবে না হলেও প্লেয়ার ধরে রাখা ও নিলামের নিয়ম নিয়ে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা হয়েছে আইপিএল গর্ভনিং কাউন্সিলের৷ পুরনো দলগুলি ৪ টি ক্রিকেটার রিটেন করতে পারবে৷ আর নতুন দুটি ফ্রাঞ্চাইজির জন্য প্রাইমারি পিকে-র তিনটি অপশন থাকবে৷ Photo- File
advertisement
4/5
সরকারিভাবে না হলেও প্লেয়ার ধরে রাখা ও নিলামের নিয়ম নিয়ে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা হয়েছে আইপিএল গর্ভনিং কাউন্সিলের৷ পুরনো দলগুলি ৪ টি ক্রিকেটার রিটেন করতে পারবে৷ আর নতুন দুটি ফ্রাঞ্চাইজির জন্য প্রাইমারি পিকে-র তিনটি অপশন থাকবে৷ Photo- File
সরকারিভাবে না হলেও প্লেয়ার ধরে রাখা ও নিলামের নিয়ম নিয়ে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা হয়েছে আইপিএল গর্ভনিং কাউন্সিলের৷ পুরনো দলগুলি ৪ টি ক্রিকেটার রিটেন করতে পারবে৷ আর নতুন দুটি ফ্রাঞ্চাইজির জন্য প্রাইমারি পিকে-র তিনটি অপশন থাকবে৷ Photo- File
advertisement
5/5
আগামী ২ দিনে নিলামের তারিখ, ডেডলাইন, নিলামের মোট টাকার বিষয়, জায়গা নিয়ে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা হয়ে গেছে৷ আইপিএলে আগেও ১০ টি দল খেলেছে৷ ২০১১ তে ১০ টি দল নেমেছিল৷ সেবার ৭৪ টি ম্যাচ খেলা হয়েছিল৷ এছাড়া ২০১২ সালেএবং ২০১৩ তে ৯ টি করে দল উঠেছিল৷ দুটি মরশুমে ৭৬ টি করে ম্যাচ খেলা হয়েছিল৷ Photo- File
আগামী ২ দিনে নিলামের তারিখ, ডেডলাইন, নিলামের মোট টাকার বিষয়, জায়গা নিয়ে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা হয়ে গেছে৷ আইপিএলে আগেও ১০ টি দল খেলেছে৷ ২০১১ তে ১০ টি দল নেমেছিল৷ সেবার ৭৪ টি ম্যাচ খেলা হয়েছিল৷ এছাড়া ২০১২ সালেএবং ২০১৩ তে ৯ টি করে দল উঠেছিল৷ দুটি মরশুমে ৭৬ টি করে ম্যাচ খেলা হয়েছিল৷ Photo- File
advertisement
advertisement
advertisement