Ipl 2022 Final: ফেসবুকে প্রেম, বিয়ের পর ভাগ্যবদল! আজও কি 'লেডি লাক' বড় সাফল্য এনে দেবে সঞ্জুকে!

Last Updated:
Ipl 2022 Final: সুন্দরী স্ত্রী তাঁর লেডি লাক। আজ বিরাট সাফল্যের খোঁজে নামবেন সঞ্জু।
1/5
ফেসবুক থেকে শুরু হয়েছিল তাঁদের প্রেমকাহিনী। যা শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়ায়। রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের লাভ স্টোরি কিন্তু দারুন।
ফেসবুক থেকে শুরু হয়েছিল তাঁদের প্রেমকাহিনী। যা শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়ায়। রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের লাভ স্টোরি কিন্তু দারুন।
advertisement
2/5
চারুলতা ছিলেন তাঁর কলেজ গার্লফ্রেন্ড। ২৭ বছরের সঞ্জু স্যামসন এবার আইপিএল ২০২২-এ দুর্দান্ত খেলেছেন।
চারুলতা ছিলেন তাঁর কলেজ গার্লফ্রেন্ড। ২৭ বছরের সঞ্জু স্যামসন এবার আইপিএল ২০২২-এ দুর্দান্ত খেলেছেন।
advertisement
3/5
সঞ্জু স্যামসনের দল রাজস্থান আজ গুজরাটের বিরুদ্ধে আইপিএল ফাইনাল খেলবে। রাজস্থান যখন প্রথমবার আইপিএল খেতাব জেতে, সঞ্জু তখন ১৩ বছর বয়সী ছিলেন।
সঞ্জু স্যামসনের দল রাজস্থান আজ গুজরাটের বিরুদ্ধে আইপিএল ফাইনাল খেলবে। রাজস্থান যখন প্রথমবার আইপিএল খেতাব জেতে, সঞ্জু তখন ১৩ বছর বয়সী ছিলেন।
advertisement
4/5
পাঁচ বছর সম্পর্কে থাকার পর ২০১৮ সালে সঞ্জু ও চারুলতার বিয়ে হয়। আর লেডি লাক তাঁকে সাফল্য়ের চূড়ায় তুলে দিয়েছিল।
পাঁচ বছর সম্পর্কে থাকার পর ২০১৮ সালে সঞ্জু ও চারুলতার বিয়ে হয়। আর লেডি লাক তাঁকে সাফল্য়ের চূড়ায় তুলে দিয়েছিল।
advertisement
5/5
আজ মহাম্যাচ খেলতে নামবেন সঞ্জু। আজও কি লেডি লাক তাঁকে সঙ্গ দেবে! অনেকেই কমবয়সী অধিনায়ক বলে সঞ্জুকে পাত্তা দেননি। তবে এবার তাঁর ক্যাপ্টেন্সিতে রাজস্থান দুর্দান্ত খেলেছে।
আজ মহাম্যাচ খেলতে নামবেন সঞ্জু। আজও কি লেডি লাক তাঁকে সঙ্গ দেবে! অনেকেই কমবয়সী অধিনায়ক বলে সঞ্জুকে পাত্তা দেননি। তবে এবার তাঁর ক্যাপ্টেন্সিতে রাজস্থান দুর্দান্ত খেলেছে।
advertisement
advertisement
advertisement