In Pics: জয়ের আনন্দে বুঁদ কেকেআর, মাঠের পারফরম্যান্স থেকে সেলিব্রেশন সব কিছু এক ক্লিকে

Last Updated:
1/6
জয়পুরে কলকাতার বিজয় পতাকা উড়ল৷ জয়ের ধারা অব্যহত কেকেআরের৷ ক্লিনিক্যাল বোলিং আর স্মার্ট ব্যাটিংয়ে ভর দিয়ে বাজিমাত কেকেআরের৷ ২০ ওভারে রাজস্থানের তোলা ৮ উইকেটে ১৬০ –র জবাবে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর৷ Photo Courtesy:kkr /Twittter Handle
জয়পুরে কলকাতার বিজয় পতাকা উড়ল৷ জয়ের ধারা অব্যহত কেকেআরের৷ ক্লিনিক্যাল বোলিং আর স্মার্ট ব্যাটিংয়ে ভর দিয়ে বাজিমাত কেকেআরের৷ ২০ ওভারে রাজস্থানের তোলা ৮ উইকেটে ১৬০ –র জবাবে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর৷ Photo Courtesy:kkr /Twittter Handle
advertisement
2/6
রাজস্থানের ইনফর্ম ক্রিকেটার সঞ্জু স্যামসনকে  ৭ রানে আউট করে দেন তরুণ বোলার শিভম মাভি৷ Photo Courtesy:kkr /Twittter Handle
রাজস্থানের ইনফর্ম ক্রিকেটার সঞ্জু স্যামসনকে ৭ রানে আউট করে দেন তরুণ বোলার শিভম মাভি৷ Photo Courtesy:kkr /Twittter Handle
advertisement
3/6
এ মরশুমে এ পর্যন্ত সেভাবে ফর্মের ঝলক না দেখালেও এদিন ঝলসে উঠল রবিন উত্থাপ্পার ব্যাট৷ দলের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৪৮ রান করেন তিনি৷ Photo Courtesy:kkr /Twittter Handle
এ মরশুমে এ পর্যন্ত সেভাবে ফর্মের ঝলক না দেখালেও এদিন ঝলসে উঠল রবিন উত্থাপ্পার ব্যাট৷ দলের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৪৮ রান করেন তিনি৷ Photo Courtesy:kkr /Twittter Handle
advertisement
4/6
ইনফর্ম  ব্যাটসম্যান নীতিশ রানাও ধারাবাহিকতা বজায় রাখলেন৷ ২৭ বলে ৩৫ রান করেন রানা৷ Photo Courtesy:kkr /Twittter Handle
ইনফর্ম ব্যাটসম্যান নীতিশ রানাও ধারাবাহিকতা বজায় রাখলেন৷ ২৭ বলে ৩৫ রান করেন রানা৷ Photo Courtesy:kkr /Twittter Handle
advertisement
5/6
দলের হয়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স তিন তারকার৷ উত্থাপ্পা ও রানাকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক দীনেশ কার্তিক৷ তিনি করেন ২৩ বলে ৪২৷ Photo Courtesy:kkr /Twittter Handle
দলের হয়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স তিন তারকার৷ উত্থাপ্পা ও রানাকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক দীনেশ কার্তিক৷ তিনি করেন ২৩ বলে ৪২৷ Photo Courtesy:kkr /Twittter Handle
advertisement
6/6
রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারানোর পর সেলিব্রেশন তো বানতা হ্যায়৷ তারওপর এদিন জন্মদিন ছিল দলের অ্যানালিস্ট অনিরুদ্ধ শ্রীকান্তের৷ তাই তাঁকে ঘিরে ছিল বাড়তি সেলিব্রেশন৷ Photo Courtesy:kkr /Twittter Handle
রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারানোর পর সেলিব্রেশন তো বানতা হ্যায়৷ তারওপর এদিন জন্মদিন ছিল দলের অ্যানালিস্ট অনিরুদ্ধ শ্রীকান্তের৷ তাই তাঁকে ঘিরে ছিল বাড়তি সেলিব্রেশন৷ Photo Courtesy:kkr /Twittter Handle
advertisement
advertisement
advertisement