In Pics : জয়ের স্রোতে ভাসা হায়দরাবাদ ভেঙেচুরে দিচ্ছে পুরনো নজির

Last Updated:
1/12
এবারের আইপিএলে স্বপ্নের ফর্মে সানরাইজার্স হায়দরাবাদ ৷ একের পর এক ম্যাচ জিতেই চলেছে তারা ৷ প্লে অফের জায়গা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, তবে বৃহস্পতিবারে রাতে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ৯ উইকেটে জয়ের ম্যাচে গড়ে ফেলল নানারকম নজির  ৷ Photo Courtesy : IPL/BCCI
এবারের আইপিএলে স্বপ্নের ফর্মে সানরাইজার্স হায়দরাবাদ ৷ একের পর এক ম্যাচ জিতেই চলেছে তারা ৷ প্লে অফের জায়গা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, তবে বৃহস্পতিবারে রাতে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ৯ উইকেটে জয়ের ম্যাচে গড়ে ফেলল নানারকম নজির ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
2/12
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ডেয়ার ডেভিলসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ তবে এই ম্যাচে ব্যর্থ পৃথ্বী শ ৷ Photo Courtesy : IPL/BCCI
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ডেয়ার ডেভিলসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ তবে এই ম্যাচে ব্যর্থ পৃথ্বী শ ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
3/12
এদিন জেসন রয়,শ্রেয়স আইয়াররাও ব্যর্থ হয়ে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান ৷ আবার যখন মনে হচ্ছে দিল্লি ফের একটা অসহায় আত্ম সমর্পণ করবে ঠিক সেই সময়েই ব্যাট হাতে জ্বলে ওঠেন ঋষভ পন্থ  ৷ Photo Courtesy : IPL/BCCI
এদিন জেসন রয়,শ্রেয়স আইয়াররাও ব্যর্থ হয়ে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান ৷ আবার যখন মনে হচ্ছে দিল্লি ফের একটা অসহায় আত্ম সমর্পণ করবে ঠিক সেই সময়েই ব্যাট হাতে জ্বলে ওঠেন ঋষভ পন্থ ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
4/12
এবারের আইপিএলের প্রথম শতরানটি করে ফেলেন দিল্লি-র এই তরুণ তুর্কি ৷ ৬৩ বলে ১২৮ রান করেন তিনি ৷ তাঁর ইনিংস সাজানো ১৫ টি চার ও ৭ টি ছয় দিয়ে ৷ Photo Courtesy : IPL/BCCI
এবারের আইপিএলের প্রথম শতরানটি করে ফেলেন দিল্লি-র এই তরুণ তুর্কি ৷ ৬৩ বলে ১২৮ রান করেন তিনি ৷ তাঁর ইনিংস সাজানো ১৫ টি চার ও ৭ টি ছয় দিয়ে ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
5/12
মূলত তাঁর ব্যাটে ভর দিয়েই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫ উইকেটে ১৮৭ রান করে ৷ Photo Courtesy : IPL/BCCI
মূলত তাঁর ব্যাটে ভর দিয়েই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫ উইকেটে ১৮৭ রান করে ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
6/12
একটা সময়ে দিল্লির লড়াকু ইনিংস দেখে যখন সমর্থকরা আশায় বুক বাঁধছিলেন,তখনই ম্যাচের সমস্ত লাইমলাইট ছিনিয়ে নিলেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা ৷  Photo Courtesy : IPL/BCCI
একটা সময়ে দিল্লির লড়াকু ইনিংস দেখে যখন সমর্থকরা আশায় বুক বাঁধছিলেন,তখনই ম্যাচের সমস্ত লাইমলাইট ছিনিয়ে নিলেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
7/12
এদিন তাঁরা ৯ উইকেটে ম্যাচ জিতে নেন ৷ একমাত্র অ্যালেক্স হ্যালেসের উইকেটটি হারানো ছাড়া বিশেষ কোনও সাফল্য পাননি দিল্লি ডেয়ার ডেভিলস টিম ৷ ৷ Photo Courtesy : IPL/BCCI
এদিন তাঁরা ৯ উইকেটে ম্যাচ জিতে নেন ৷ একমাত্র অ্যালেক্স হ্যালেসের উইকেটটি হারানো ছাড়া বিশেষ কোনও সাফল্য পাননি দিল্লি ডেয়ার ডেভিলস টিম ৷ ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
8/12
ধাওয়ান ৫০ বলে ৯২ রান করে ম্যাচের সেরা ৷ তাঁর ইনিংস সাজানো ৯টি চার ও ৪ টি ছয় দিয়ে ৷ Photo Courtesy : IPL/BCCI
ধাওয়ান ৫০ বলে ৯২ রান করে ম্যাচের সেরা ৷ তাঁর ইনিংস সাজানো ৯টি চার ও ৪ টি ছয় দিয়ে ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
9/12
এদিন কেন উইলিয়ামসন ৫৩ বলে ৮৩ রান করেন ৷ ৮টি চার ও ২ টি ছয় মারেন তিনি ৷ Photo Courtesy : IPL/BCCI
এদিন কেন উইলিয়ামসন ৫৩ বলে ৮৩ রান করেন ৷ ৮টি চার ও ২ টি ছয় মারেন তিনি ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
10/12
এদিন জুটিতে লুটি তে কামাল ধাওয়ান ও উইলিয়ামসনের ৷ সানরাইজার্স হায়দরাবাদের সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের তালিকার এক নম্বর জয় হয়ে গেল ৷  Photo Courtesy : IPL/BCCI
এদিন জুটিতে লুটি তে কামাল ধাওয়ান ও উইলিয়ামসনের ৷ সানরাইজার্স হায়দরাবাদের সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের তালিকার এক নম্বর জয় হয়ে গেল ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
11/12
সানরাইজার্সের হয়ে যেকোনও উইকেটের জুটিতে সবচেয়ে বড় রানের পার্টনারশিপ ৷ এদিন ১৭৬ রানের পার্টনারশিপ করেন তিনি ৷   Photo Courtesy : IPL/BCCI
সানরাইজার্সের হয়ে যেকোনও উইকেটের জুটিতে সবচেয়ে বড় রানের পার্টনারশিপ ৷ এদিন ১৭৬ রানের পার্টনারশিপ করেন তিনি ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
12/12
এদিনের ম্যাচ নিয়ে  এ মরশুমে একটানা ৬ টি ম্যাচ জিতল তারা ৷ যা তাদের ২০১৬-১৭ মরশুমে একটানা ৫ টি জয়ের রেকর্ড ভেঙে দিল ৷   Photo Courtesy : IPL/BCCI
এদিনের ম্যাচ নিয়ে এ মরশুমে একটানা ৬ টি ম্যাচ জিতল তারা ৷ যা তাদের ২০১৬-১৭ মরশুমে একটানা ৫ টি জয়ের রেকর্ড ভেঙে দিল ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
advertisement
advertisement