ঢাকের বোলের আগে ওয়াটার ব্যালে! সংস্কৃতির নিরিখে পুজোর আগেও শহর 'সারে জাহান সে আচ্ছা'

Last Updated:
ক্লাবের জন্ম শতবার্ষিকী বর্ষে, একদা অ্যান্ডারসন ক্লাব নামে পরিচিত ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটির সদস্যরা এক ওয়াটার ব্যালে পরিবেশন করেছেন।
1/5
 ভারতীয় স্বাধীনতার ৭৫তম বার্ষিকী এবং ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি বা আইএলএসএস-এর শতবর্ষ উদযাপনের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছিল সম্প্রতি। ক্লাবের জন্ম শতবার্ষিকী বর্ষে, একদা অ্যান্ডারসন ক্লাব নামে পরিচিত ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটির সদস্যরা এক ওয়াটার ব্যালে পরিবেশন করেছেন। এক ঘণ্টার এই ওয়াটার ব্যালে শো 'সারে জাহান সে আচ্ছা' নামে ২৫ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়েছে শহরে।
ভারতীয় স্বাধীনতার ৭৫তম বার্ষিকী এবং ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি বা আইএলএসএস-এর শতবর্ষ উদযাপনের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছিল সম্প্রতি। ক্লাবের জন্ম শতবার্ষিকী বর্ষে, একদা অ্যান্ডারসন ক্লাব নামে পরিচিত ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটির সদস্যরা এক ওয়াটার ব্যালে পরিবেশন করেছেন। এক ঘণ্টার এই ওয়াটার ব্যালে শো 'সারে জাহান সে আচ্ছা' নামে ২৫ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়েছে শহরে।
advertisement
2/5
 ওয়াটার ব্যালে মূলত একটি সুইমিং পুলে একদল সাঁতারু দ্বারা সঞ্চালিত সুদৃশ্য এবং সুসংবদ্ধ সাঁতার-নাটকের একটি সমন্বিত রচনা। আইএলএসএস-এর 'সারে জাহান সে আচ্ছা' ওয়াটার ব্যালেগুলির একটি গল্পরেখা রয়েছে, জলে সাঁতারের সঙ্গে অভিনয় এবং নাচও পরিবেশিত হয়। এই বছর গল্পটি দেশাত্মবোধক এবং স্বাধীনতা আন্দোলনের গানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
ওয়াটার ব্যালে মূলত একটি সুইমিং পুলে একদল সাঁতারু দ্বারা সঞ্চালিত সুদৃশ্য এবং সুসংবদ্ধ সাঁতার-নাটকের একটি সমন্বিত রচনা। আইএলএসএস-এর 'সারে জাহান সে আচ্ছা' ওয়াটার ব্যালেগুলির একটি গল্পরেখা রয়েছে, জলে সাঁতারের সঙ্গে অভিনয় এবং নাচও পরিবেশিত হয়। এই বছর গল্পটি দেশাত্মবোধক এবং স্বাধীনতা আন্দোলনের গানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
advertisement
3/5
অনুষ্ঠানটি সম্পর্কে কথা বলতে গিয়ে ‘সারে জাহান সে আচ্ছা’-র পরিচালক শ্রীরঞ্জন সিনহা বলেন, “ওয়াটার ব্যালে-এর ধারণাটিই খুব অনন্য; আমরা অভিনয় এবং নাচের পাশাপাশি একটি গল্প দিয়ে এটিকে তুলে ধরেছি। অ্যান্ডারসন ক্লাব (আইএলএসএস) এই ধরনের শিল্পের পথপ্রদর্শক এবং এটি ১৯৫৭ সাল থেকে শুধুমাত্র ভারতে আমাদের সুইমিং পুলেই সঞ্চালিত হচ্ছে। এই বছর ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী, আমাদের ওয়াটার ব্যালের গল্পটি স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগের উপর ভিত্তি করে নির্মিত।"
অনুষ্ঠানটি সম্পর্কে কথা বলতে গিয়ে ‘সারে জাহান সে আচ্ছা’-র পরিচালক শ্রীরঞ্জন সিনহা বলেন, “ওয়াটার ব্যালে-এর ধারণাটিই খুব অনন্য; আমরা অভিনয় এবং নাচের পাশাপাশি একটি গল্প দিয়ে এটিকে তুলে ধরেছি। অ্যান্ডারসন ক্লাব (আইএলএসএস) এই ধরনের শিল্পের পথপ্রদর্শক এবং এটি ১৯৫৭ সাল থেকে শুধুমাত্র ভারতে আমাদের সুইমিং পুলেই সঞ্চালিত হচ্ছে। এই বছর ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী, আমাদের ওয়াটার ব্যালের গল্পটি স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগের উপর ভিত্তি করে নির্মিত।"
advertisement
4/5
পরিচালক এবং ওয়াটার ব্যালের কোরিওগ্রাফার ড. শ্রীপর্ণা ঘোষালের নির্দেশনায়, সাতটি দেশাত্মবোধক গানের সঙ্গে 'সারে জাহান সে আচ্ছা'-তে ৪৫ জন পুরুষ ও মহিলা অংশগ্রহণকারী বিভিন্ন সাঁতারের শৈলী এবং নৃত্য পুলে প্রদর্শন করেছেন। ড. ঘোষাল বলছিলেন, “ওয়াটার ব্যালে আমার হৃদয়ের খুব ,কারণ ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকে আমি অভিনয় করে আসছি। আমাদের পুরো দলটিই এক্ষেত্রে খুবই নিবেদিতপ্রাণ, উৎসাহী এবং কঠোর পরিশ্রমী।"
পরিচালক এবং ওয়াটার ব্যালের কোরিওগ্রাফার ড. শ্রীপর্ণা ঘোষালের নির্দেশনায়, সাতটি দেশাত্মবোধক গানের সঙ্গে 'সারে জাহান সে আচ্ছা'-তে ৪৫ জন পুরুষ ও মহিলা অংশগ্রহণকারী বিভিন্ন সাঁতারের শৈলী এবং নৃত্য পুলে প্রদর্শন করেছেন। ড. ঘোষাল বলছিলেন, “ওয়াটার ব্যালে আমার হৃদয়ের খুব ,কারণ ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকে আমি অভিনয় করে আসছি। আমাদের পুরো দলটিই এক্ষেত্রে খুবই নিবেদিতপ্রাণ, উৎসাহী এবং কঠোর পরিশ্রমী।"
advertisement
5/5
 সুমন্তিকা চৌধুরি, অংশগ্রহণকারীদের একজন,  বলছিলেন, “আমি ছোটবেলা থেকেই একজন সাঁতারু এবং বছর কুড়ি ধরে ওয়াটার ব্যালে করছি। সারে জাহান সে আচ্ছা-র অংশ হতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের।”
সুমন্তিকা চৌধুরি, অংশগ্রহণকারীদের একজন, বলছিলেন, “আমি ছোটবেলা থেকেই একজন সাঁতারু এবং বছর কুড়ি ধরে ওয়াটার ব্যালে করছি। সারে জাহান সে আচ্ছা-র অংশ হতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের।”
advertisement
advertisement
advertisement