Cricketers Who Marry 2 Times: অরুণ লাল একা নন, দু'বার বিয়ে করেছেন ভারতের এই ক্রিকেটাররাও

Last Updated:
Cricketers Who Marry 2 Times: কারও দ্বিতীয় বিয়েও টেকেনি। কেউ আবার সুখে ঘর করছেন।
1/5
ছোটবেলার বান্ধবী নিকিতা বাজাজকে বিয়ে করেছিলেন ক্রিকেটর দীনেশ কার্তিক। পরে নিকিতা ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয়কে বিয়ে করেন। কার্তিকের সঙ্গে ২০১৫ সালে স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকেলের বিয়ে হয়।
ছোটবেলার বান্ধবী নিকিতা বাজাজকে বিয়ে করেছিলেন ক্রিকেটর দীনেশ কার্তিক। পরে নিকিতা ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয়কে বিয়ে করেন। কার্তিকের সঙ্গে ২০১৫ সালে স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকেলের বিয়ে হয়।
advertisement
2/5
৬৬ বছর বয়সী অরুণ লাল বিয়ে করেছেন বুলবুল সাহাকে। তিনি অরুণ লালের থেকে বয়সে অনেকটাই ছোট। অরুণ লালের প্রথম পক্ষের স্ত্রীর নাম রীনা।
৬৬ বছর বয়সী অরুণ লাল বিয়ে করেছেন বুলবুল সাহাকে। তিনি অরুণ লালের থেকে বয়সে অনেকটাই ছোট। অরুণ লালের প্রথম পক্ষের স্ত্রীর নাম রীনা।
advertisement
3/5
১৯৯ সালে জ্যোত্স্নার সঙ্গে বিয়ে হয়েছিল ভারতীয় দলের প্রাক্তন পেসার জাভাগাল শ্রীনাথের। সেই বিয়ে টেকেনি। ২০০৮ সালে সাংবাদিক মাধবী পত্রাবলীর সঙ্গে বিয়ে হয় তাঁর।
১৯৯ সালে জ্যোত্স্নার সঙ্গে বিয়ে হয়েছিল ভারতীয় দলের প্রাক্তন পেসার জাভাগাল শ্রীনাথের। সেই বিয়ে টেকেনি। ২০০৮ সালে সাংবাদিক মাধবী পত্রাবলীর সঙ্গে বিয়ে হয় তাঁর।
advertisement
4/5
ক্রিকেটার যোগরাজ সিংয়ের প্রথম স্ত্রীর নাম শবনম। যোগরাজ ও শবনমের ছেলে যুবরাজ সিং। এর পর যোগরাজ বিয়ে করেন সতবীর কউরকে।
ক্রিকেটার যোগরাজ সিংয়ের প্রথম স্ত্রীর নাম শবনম। যোগরাজ ও শবনমের ছেলে যুবরাজ সিং। এর পর যোগরাজ বিয়ে করেন সতবীর কউরকে।
advertisement
5/5
১৯৮৭ সালে নৌরিনের সঙ্গে বিয়ে হয়েছিল মহম্মদ আজহারুদ্দিনের। ১৯৯৬ সালে ডিভোর্স হয়ে যায়। এর পর অভিনেত্রী সঙ্গীতা বাজলানিকে বিয়ে করেন তিনি। তবে সেই বিয়েও ভেঙে যায় ২০১০ সালে।
১৯৮৭ সালে নৌরিনের সঙ্গে বিয়ে হয়েছিল মহম্মদ আজহারুদ্দিনের। ১৯৯৬ সালে ডিভোর্স হয়ে যায়। এর পর অভিনেত্রী সঙ্গীতা বাজলানিকে বিয়ে করেন তিনি। তবে সেই বিয়েও ভেঙে যায় ২০১০ সালে।
advertisement
advertisement
advertisement