Yuvraj Singh : বিবাহিত যুবরাজ সিংয়ের সঙ্গে বিদেশী সুন্দরীর ছবি ভাইরাল! হইচই ফেলে দিল মাত্র দুটো ছবি, যুবির জীবনে হচ্ছেটা কী?

Last Updated:
Yuvraj Singh Annalia Fraser: যুবরাজ সিংয়ের সঙ্গে ছবিতে থাকা ওই মহিলা মডেল হলেন কানাডার টেনিস খেলোয়াড় অ্যানেলিয়া ফ্রেজার। এবার জেনে নেওয়া যাক, কেন হঠাৎ করে সেই মডেলদের সঙ্গে সমুদ্রের মাঝে ইয়টে ফটোশুট করলেন যুবি!
1/7
ভারতীয় ক্রিকেটের সিক্সার কিং যুবরাজ সিং সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় যুবরাজকে এক বিদেশি মহিলার সঙ্গে দেখা যাচ্ছে। সমুদ্রের মাঝখানে ইয়ট-এ যুবরাজ সিং ও সেই অজানা মহিলার ফটোশুট দারুণভাবে ভাইরাল হয়েছে। এই ছবিগুলো কখন ও কী উদ্দেশ্যে তোলা হয়েছিল এবং যুবির সঙ্গে ছবিতে সেই অজানা মহিলা কে, জেনে নেওয়া যাক।
ভারতীয় ক্রিকেটের সিক্সার কিং যুবরাজ সিং সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় যুবরাজকে এক বিদেশি মহিলার সঙ্গে দেখা যাচ্ছে। সমুদ্রের মাঝখানে ইয়ট-এ যুবরাজ সিং ও সেই অজানা মহিলার ফটোশুট দারুণভাবে ভাইরাল হয়েছে। এই ছবিগুলো কখন ও কী উদ্দেশ্যে তোলা হয়েছিল এবং যুবির সঙ্গে ছবিতে সেই অজানা মহিলা কে, জেনে নেওয়া যাক।
advertisement
2/7
ইনস্টাগ্রামে আপলোড হওয়া এই ছবিগুলোতে যুবরাজ সিংকে বিচ পোশাকে বেশ কিছু মডেলের সঙ্গে দেখা যাচ্ছে। এই মডেলদের পাশাপাশি এক ‘বিশেষ’ মহিলা মডেলের সঙ্গে তাঁর ছবিগুলো নিয়েও ব্যাপক আলোচনা চলছে।
ইনস্টাগ্রামে আপলোড হওয়া এই ছবিগুলোতে যুবরাজ সিংকে বিচ পোশাকে বেশ কিছু মডেলের সঙ্গে দেখা যাচ্ছে। এই মডেলদের পাশাপাশি এক ‘বিশেষ’ মহিলা মডেলের সঙ্গে তাঁর ছবিগুলো নিয়েও ব্যাপক আলোচনা চলছে।
advertisement
3/7
যুবরাজ সিংয়ের সঙ্গে ছবিতে থাকা ওই মহিলা মডেল হলেন কানাডার টেনিস খেলোয়াড় অ্যানেলিয়া ফ্রেজার। এবার জেনে নেওয়া যাক, কেন হঠাৎ করে সেই মডেলদের সঙ্গে সমুদ্রের মাঝে ইয়টে ফটোশুট করলেন যুবি!
যুবরাজ সিংয়ের সঙ্গে ছবিতে থাকা ওই মহিলা মডেল হলেন কানাডার টেনিস খেলোয়াড় অ্যানেলিয়া ফ্রেজার। এবার জেনে নেওয়া যাক, কেন হঠাৎ করে সেই মডেলদের সঙ্গে সমুদ্রের মাঝে ইয়টে ফটোশুট করলেন যুবি!
advertisement
4/7
এবার আপনাকে এই টেনিস প্লেয়ার ও মডেল অ্যানেলিয়া সম্পর্কে জানানো যাক। তিনি কে এবং কেন এত ভাইরাল হচ্ছেন! অ্যানেলিয়া তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজেকে মডেল, অভিনেত্রী এবং টেনিস খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন।
এবার আপনাকে এই টেনিস প্লেয়ার ও মডেল অ্যানেলিয়া সম্পর্কে জানানো যাক। তিনি কে এবং কেন এত ভাইরাল হচ্ছেন! অ্যানেলিয়া তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজেকে মডেল, অভিনেত্রী এবং টেনিস খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন।
advertisement
5/7
ইনস্টাগ্রামে তাঁর ৪৫ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে। নিয়মিত নিজের প্রোফাইল থেকে ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।
ইনস্টাগ্রামে তাঁর ৪৫ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে। নিয়মিত নিজের প্রোফাইল থেকে ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। আর যুবরাজ সিংয়ের সঙ্গে তিনি একটি বিজ্ঞাপনী ফটোশুটে ছিলেন বলেও জানা যাচ্ছে।
advertisement
6/7
যুবরাজ সিংয়ের সঙ্গে সেই মডেলের যে অ্যাড ক্যাম্পেইনের ছবি ভাইরাল হচ্ছে, সেটি ফাইনো টেকিলা নামের একটি সংস্থা। যুবরাজ সিং এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
যুবরাজ সিংয়ের সঙ্গে সেই মডেলের যে অ্যাড ক্যাম্পেইনের ছবি ভাইরাল হচ্ছে, সেটি ফাইনো টেকিলা নামের একটি সংস্থা। যুবরাজ সিং এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
advertisement
7/7
যুবরাজের এই ছবিগুলোতে তাঁর বন্ধু এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার হরভজন সিং-ও কমেন্ট করেছেন। ভাজ্জি যুবিকে ঠাট্টা করে বলেছেন, তুমি কি বাড়ি যাবে নাকি যাবে না! এত মহিলাদের এক জায়গায় নিয়ে এসেছো। ভদ্র হয়ে যাও।
যুবরাজের এই ছবিগুলোতে তাঁর বন্ধু এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার হরভজন সিং-ও কমেন্ট করেছেন। ভাজ্জি যুবিকে ঠাট্টা করে বলেছেন, তুমি কি বাড়ি যাবে নাকি যাবে না! এত মহিলাদের এক জায়গায় নিয়ে এসেছো। ভদ্র হয়ে যাও।
advertisement
advertisement
advertisement