রাহানের ব্যাটে মান বাঁচল টিম ইন্ডিয়ার, অ্যান্টিগায় প্রথম দিনের শেষে স্কোর ২০৩/৬

Last Updated:
ভারত: ২০৩/৬ (৬৮.৫ ওভার )
1/5
অ্যান্টিগায় টেস্টের প্রথম দিনের শেষে স্কোর ভারত: ২০৩/৬ (৬৮.৫ ওভার) Photo Courtesy: BCCI/Twitter
অ্যান্টিগায় টেস্টের প্রথম দিনের শেষে স্কোর ভারত: ২০৩/৬ (৬৮.৫ ওভার) Photo Courtesy: BCCI/Twitter
advertisement
2/5
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতের ৷ অধিনায়ক বিরাট কোহলি (৯)-সহ ময়াঙ্ক আগরওয়াল (৫) এবং পূজারা (২)-র উইকেট হারায় ভারত ৷ Photo Courtesy: BCCI/Twitter
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতের ৷ অধিনায়ক বিরাট কোহলি (৯)-সহ ময়াঙ্ক আগরওয়াল (৫) এবং পূজারা (২)-র উইকেট হারায় ভারত ৷ Photo Courtesy: BCCI/Twitter
advertisement
3/5
যদিও দলের খারাপ পরিস্থিতিতে ফের একবার ব্যাট হাতে উজ্জ্বল অজিঙ্কা রাহানে ৷ গ্যাব্রিয়েলের বলে বোল্ড হওয়ার আগে ৮১ রানের একটা ঝকঝকে ইনিংস খেলে যান তিনি ৷ মেরেছেন ১০টি বাউন্ডারি ৷ Photo Courtesy: BCCI/Twitter
যদিও দলের খারাপ পরিস্থিতিতে ফের একবার ব্যাট হাতে উজ্জ্বল অজিঙ্কা রাহানে ৷ গ্যাব্রিয়েলের বলে বোল্ড হওয়ার আগে ৮১ রানের একটা ঝকঝকে ইনিংস খেলে যান তিনি ৷ মেরেছেন ১০টি বাউন্ডারি ৷ Photo Courtesy: BCCI/Twitter
advertisement
4/5
 ময়াঙ্ক আগরওয়াল শুরুতেই আউট হলেও রান পেয়েছেন আরেক ওপেনার লোকেশ রাহুল (৪৪) ৷ রাহানের সঙ্গে পার্টনারশিপে পঞ্চম উইকেটে বড় রান যোগ করেন রাহুল ৷ Photo Courtesy: BCCI/Twitter
ময়াঙ্ক আগরওয়াল শুরুতেই আউট হলেও রান পেয়েছেন আরেক ওপেনার লোকেশ রাহুল (৪৪) ৷ রাহানের সঙ্গে পার্টনারশিপে পঞ্চম উইকেটে বড় রান যোগ করেন রাহুল ৷ Photo Courtesy: BCCI/Twitter
advertisement
5/5
রান পেয়েছেন হনুমা বিহারিও (৩২) ৷ ক্রিজে অপরাজিত ঋষভ পন্থ (২০ নট আউট) এবং রবীন্দ্র জাদেজা (৩ নট আউট) ৷ ঋদ্ধিমান সাহার জায়গায় এই ম্যাচে উইকেটকিপার হিসেবে খেলানো হচ্ছে ঋষভকে ৷ Photo Courtesy: BCCI/Twitter
রান পেয়েছেন হনুমা বিহারিও (৩২) ৷ ক্রিজে অপরাজিত ঋষভ পন্থ (২০ নট আউট) এবং রবীন্দ্র জাদেজা (৩ নট আউট) ৷ ঋদ্ধিমান সাহার জায়গায় এই ম্যাচে উইকেটকিপার হিসেবে খেলানো হচ্ছে ঋষভকে ৷ Photo Courtesy: BCCI/Twitter
advertisement
advertisement
advertisement