শনির কুদৃষ্টিতে বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য! ভারত না পাকিস্তান? কোন দিকে পাল্লা ভারী? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Last Updated:
রবি সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান আর ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ মুহূর্তে মুহূর্তে বাড়তে থাকা। ভারতের ব্যাটিং এবং বোলিং ধারের কাছে পাকিস্তান দল অনেকটাই পিছিয়ে থাকলেও ভাগ্যদেবতা কাদের সহায় হতে পারেন? তারই হদিস দিলেন জ্যোতিষী মোহন স্বরূপ।
1/6
 রবি সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান আর ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ মুহূর্তে মুহূর্তে বাড়তে থাকা। ভারতের ব্যাটিং এবং বোলিং ধারের কাছে পাকিস্তান দল অনেকটাই পিছিয়ে থাকলেও ভাগ্যদেবতা কাদের সহায় হতে পারেন? তারই হদিস দিলেন জ্যোতিষী মোহন স্বরূপ।
রবি সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান আর ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ মুহূর্তে মুহূর্তে বাড়তে থাকা। ভারতের ব্যাটিং এবং বোলিং ধারের কাছে পাকিস্তান দল অনেকটাই পিছিয়ে থাকলেও ভাগ্যদেবতা কাদের সহায় হতে পারেন? তারই হদিস দিলেন জ্যোতিষী মোহন স্বরূপ।
advertisement
2/6
নয়া নয়া প্রজেক্টে কাজ করার শুরু করতে পারেন, টাকা পয়সা বেশি পরিমাণে রোজগার করতে পারবেন ৷ নেতৃত্বে দিতে পারেন ৷ ব্যবসা বাণিজ্যে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এই প্রসঙ্গে জ্যোতিষী মোহন স্বরূপ জানান, আপাতত বৃহস্পতির অতিচারি দশা চলছে। এই দশাকে একদমই শুভ বলে মনে করা হয় না। যদিও ১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জেতার সময়েও এই দশাতেই বৃহস্পতি ছিল। কিন্তু, সেই সময় শনির দশা অত্যন্ত শুভ ছিল।
advertisement
3/6
কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই মুহূর্তে সাড়ে সাতির তৃতীয় তথা শেষ পর্যায়ে আছেন ৷ শনি পায়ে অর্থাৎ তিনি যাচ্ছেন, প্রচলিত একটি কথা আছে শনি যাওয়ার আগে প্রচুর দিয়ে যান ৷ সময় থাকবে অনুকূল ৷ প্রতীকী ছবি ৷
মঙ্গলের অবস্থান
মঙ্গলকে অন্যতম চালিকা গ্রহ বলে মনে করা হয়। শক্তি, সাহস, যুদ্ধের প্রতীক হল মঙ্গল। তাই খেলার ক্ষেত্রে মঙ্গলের অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ। আপাতত মঙ্গল বুধের রাশি তুলাতে অবস্থান করছেন এবং যেহেতু শনি বক্রী অবস্থায় রয়েছেন। তাই ম্যাচের ফলাফল ভারতের পক্ষেই যাওয়ার সম্ভাবনা প্রবল।
advertisement
4/6
নতুন নতুন দায়িত্ব পেতে চলেছেন, সঙ্গীর সঙ্গে অত্যন্ত ভাল পরিস্থিতি আসতে চলেছে ৷ এবার দেখে নেওয়া যাক কোন কোন রাশির জন্য ভাল সময় আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
কিন্তু, শনি বক্রী হওয়ার ফলে এই ম্যাচ জেতা ভারতের পক্ষে খুব একটা সহজ হবে না। শনি বক্রী থাকার দরুন এই সময় কঠোর পরিশ্রমের দরকার হয়।
advertisement
5/6
প্রথম ম্যাচে ভারতীয় দল দেখিয়েছে ব্যাটে-বলে কমপ্লিট পারফরম্যান্স। ওপেনিং জুটি থেকে শুরু করে বোলিং ইউনিট—সবাই নিজেদের সেরাটা দিয়েছে। বিশেষ করে কুলদীপ যাদবের ৪ উইকেট ও শিবম দুবের ৩ উইকেট উল্লেখযোগ্য। ব্যাটিংয়েও অভিষেক শর্মা ও শুভমান গিল মজবুত ভিত গড়ে দেন।
ভারতের দিক থেকে দেখলে, গ্রহের অবস্থান বেশ ভালই দেখা যাচ্ছে। চন্দ্রের সঠিক অবস্থানের ফলে ভারতের ব্যাটিং এবং বোলিং লাইন আপ ভাল থাকবে। খেলোয়াড়রা মনোবল এবং আত্মবিশ্বাস পাবে।
advertisement
6/6
খেলা হবে, নাকি খেলা হবে না! এই ছিল প্রশ্ন। তবে আপাতত পহেলগাঁও জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর, সবই পড়ে রইল পিছনে। আজ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে। হাজার বিতর্ক, প্রতিবাদ সত্ত্বেও ম্যাচ হচ্ছেই।
পাকিস্তানের দিক থেকে দেখলে, শনির বক্রী দৃষ্টি তাঁদের পক্ষে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। যদিও মঙ্গলের প্রভাবে এই দলে যথেষ্ট আগ্রাসন দেখা যাবে। যদিও সবদিক বিচার করে ভারতীয় দলকেই এগিয়ে রাখছেন জ্যোতিষী মোহন স্বরূপ।
advertisement
advertisement
advertisement