India vs Pakistan ICC World Cup 2023: ভারতের বিরুদ্ধে নামার আগে শাহিন আফ্রিদির সরাসরি হুমকি! ভারত-পাক ম্যাচে হাওয়া গরম করলেন তারকা পেসার

Last Updated:
India vs Pakistan ODI World Cup 2023 Shaheen Afridi said that he will take a selfie after taking 5 wickets against Indian Team: আর কিছু সময় পরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ। ২২ গজে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের দ্বৈরথের আগে ভাপতীয় দলকে প্রকারন্তরে হুমকি দিলেন পাকিস্তান স্পিড স্টার শাহিন আফ্রিদি।
1/6
আর কিছু সময় পরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ। ২২ গজে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের দ্বৈরথের আগে ভাপতীয় দলকে প্রকারন্তরে হুমকি দিলেন পাকিস্তান স্পিড স্টার শাহিন আফ্রিদি।  (Photo Courtesy- AP)
আর কিছু সময় পরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ। ২২ গজে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের দ্বৈরথের আগে ভাপতীয় দলকে প্রকারন্তরে হুমকি দিলেন পাকিস্তান স্পিড স্টার শাহিন আফ্রিদি। (Photo Courtesy- AP)
advertisement
2/6
ভারতের বিরুদ্ধে শাহিন আফ্রিদির রেকর্ড ভাল। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ভারেতর তারকাখোচিত টপ অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছিলেন এই বাঁ হাতি পেসার। শাহিনের আগুনে পারফরম্যান্সের সৌজন্যেই প্রথম কোনও বিশ্বকাপে ভারতকে হারানোর স্বাদ পেয়েছিল পাক দল।
ভারতের বিরুদ্ধে শাহিন আফ্রিদির রেকর্ড ভাল। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ভারেতর তারকাখোচিত টপ অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছিলেন এই বাঁ হাতি পেসার। শাহিনের আগুনে পারফরম্যান্সের সৌজন্যেই প্রথম কোনও বিশ্বকাপে ভারতকে হারানোর স্বাদ পেয়েছিল পাক দল।
advertisement
3/6
ভারত ম্যাচের আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলনরত পাক দলকে দেখতে ব্যাপক ভিড় হয়েছিল। তারকা স্পিডস্টারের কাছে সেলফির আবদার-ও ভেসে যায়। শাহিন সাফ জানিয়ে দেন, ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েই সেলফি তুলবেন তিনি।
ভারত ম্যাচের আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলনরত পাক দলকে দেখতে ব্যাপক ভিড় হয়েছিল। তারকা স্পিডস্টারের কাছে সেলফির আবদার-ও ভেসে যায়। শাহিন সাফ জানিয়ে দেন, ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েই সেলফি তুলবেন তিনি।
advertisement
4/6
এই মন্তব্য পাকিস্তানের তারকা স্পিড স্টার করেছেন রেভ স্পোর্টস-এর একটি প্রতিবেদনে। সেখানে সেলফি নিয়ে প্রশ্নের সম্মুখীন হলে শাহিন বলেন, ‘অবশ্যই আমরা সেলফি নেব। তবে পাঁচ উইকেট ভারতের বিপক্ষে নেওয়ার পর।’
এই মন্তব্য পাকিস্তানের তারকা স্পিড স্টার করেছেন রেভ স্পোর্টস-এর একটি প্রতিবেদনে। সেখানে সেলফি নিয়ে প্রশ্নের সম্মুখীন হলে শাহিন বলেন, ‘অবশ্যই আমরা সেলফি নেব। তবে পাঁচ উইকেট ভারতের বিপক্ষে নেওয়ার পর।’
advertisement
5/6
যদিও এবার ওডিআই বিশ্বকাপে শাহিন আফ্রিদিকে একনও তাঁর চেনা ছন্দে পাওয়া যায়নি। প্রথম দুটি ম্যাচেই রান খরচ করেছেন তিনি। তবে বড় ম্যাচে জ্বলে ওঠার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। উল্টোদিকে ভারতীয় ব্যাটাররাও মুখে নয়, তৈরি ব্যাটে জবাব দিতে।
যদিও এবার ওডিআই বিশ্বকাপে শাহিন আফ্রিদিকে একনও তাঁর চেনা ছন্দে পাওয়া যায়নি। প্রথম দুটি ম্যাচেই রান খরচ করেছেন তিনি। তবে বড় ম্যাচে জ্বলে ওঠার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। উল্টোদিকে ভারতীয় ব্যাটাররাও মুখে নয়, তৈরি ব্যাটে জবাব দিতে।
advertisement
6/6
এমনিতেই ভারেতর মাটিতে দুই যুযুধান প্রতিপক্ষের দ্বৈরথ ঘিরে উন্মাদনা ও উত্তেজনার পারদ তুঙ্গে। ক্রিকেট জ্বরে কাবু সকলেই। তার আগে শাহিন আফ্রদির ভারতের বিরুদ্ধে হুঙ্কার উত্তাপ আরও বাড়াল সেটা বলাই যায়।
এমনিতেই ভারেতর মাটিতে দুই যুযুধান প্রতিপক্ষের দ্বৈরথ ঘিরে উন্মাদনা ও উত্তেজনার পারদ তুঙ্গে। ক্রিকেট জ্বরে কাবু সকলেই। তার আগে শাহিন আফ্রদির ভারতের বিরুদ্ধে হুঙ্কার উত্তাপ আরও বাড়াল সেটা বলাই যায়।
advertisement
advertisement
advertisement