IND vs PAK World Cup 2023: ভারত বনাম পাকিস্তান ম্যাচে বৃহস্পতি, শনি, রাহুর ছায়া, ম্যাচের ভাগ্য নিয়ন্ত্রণ কার অঙ্গুলিহেলনে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
india vs pakistan icc world cup 2023: মেগা ম্যাচের মেগা Astro Tips, গ্রহের ফেরে কে কাঙাল আর কে মালামাল
২০২৩ সালের বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল দারুণ শুরু করেছে৷ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চাপে পড়েও দারুণভাবে ম্যাচ বার করে এনেছে৷ এরপরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও দাপুটে জয় পেয়েছে৷ ভারত এবারের বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে। এই মেগা ম্যাচে ভারত মুখোমুখি পাকিস্তানের৷ বিশ্বকাপের এই ম্যাচের অ্যাস্ট্রো টিপসে মেগা আপডেট দেখা যাচ্ছে৷
advertisement
advertisement
এই ম্যাচের আগেই ভারতের জয়ের ঘোষণা করেছেন সঞ্জয় উপাধ্যায়। গ্রহের গতিবিধি এবং জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে এই ভবিষ্যদ্বাণী করেছেন সঞ্জয় উপাধ্যায়। ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত পাকিস্তানের কাছে হারেনি ভারত৷ ৭ বার ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে এবং প্রত্যেক ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে।
advertisement
advertisement
বৃহস্পতির ভূমিকা গুরুত্বপূর্ণ পন্ডিত সঞ্জয় উপাধ্যায় বলেন, এর আগে যখনই ভারত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে তখনই বৃহস্পতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বৃহস্পতিকে, গ্রহের গুরুও বলা হয়৷ এবারও যখন ১৪ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, তখন বৃহস্পতি মঙ্গলে অবস্থান করছে৷ এছাড়াও রাহু মঙ্গল রাশিতে অবস্থান করছে৷
advertisement
মঙ্গলের অবস্থান পাকিস্তানের জন্য দুর্ভাগ্য বয়ে আনবে বৈদিক জ্যোতিষ অনুসারে মঙ্গল গ্রহ খেলার ক্ষেত্রকে জোরালোভাবে প্রভাবিত করে। সাম্প্রতিক গোচরে মঙ্গল গ্রহের অবস্থান শুক্র- তুলা রাশিতে প্রবেশ করেছে৷ মঙ্গল তার নিজস্ব চিত্রায় রয়েছে। ফলে পাকিস্তানের জয় কঠিন হবে অন্যদিকে ভারতের জয়ের জোরালো সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে৷
advertisement