Ind vs Nz At Eden: আবার 'ইন্ডিয়া ইন্ডিয়া...' স্লোগান, ২ বছর পর চেনা ছবি ফিরছে দর্শকদের ভালবাসার ইডেনে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
২ বছর পর চেনা ইডেন। করোনা মহামারীর পর আবার ক্রিকেট ফিরল ইডেনে। ক্রিকেটভক্তদের তাই আনন্দের সীমা নেই। তবে হতাশাও আছে অনেকের। টিকিট না পাওয়ার হতাশা। ভিন রাজ্য থেকেও সমর্থকরা এসেছিলেন। কিন্তু কেউ কেউ ভারত বনাম নিউ জিল্যান্ড টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচের টিকিট হাতে পেলেন না। একবার বাইরে থেকে ইডেন দর্শন করেই ফিরে যেতে হল।
advertisement
ভারত বনাম নিউ জিল্যান্ড টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচের এখন আর কোনও গুরুত্ব নেই। কারণ পর পর দুটি ম্যাচ জিতে ভারতীয় দল সিরিজ পকেটে পুরে ফেলেছে। তবুও স্রেফ ক্রিকেট দেখার আনন্দেই বহু দর্শক রবিবার ইডেনে আসতে চান। তাই সিরিজের গুরুত্বহীন ম্যাচেও টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। শনিবার ইডেনের বাইরে টিকিটের জন্য লম্বা লাইন পড়ল। একেবারে চেনা ছবি যেন!
advertisement
advertisement
advertisement