বিশ্বকাপ ফাইনালে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের সেরা ৬ 'অস্ত্র', কারা হতে পারে ম্যাচ উইনার

Last Updated:
আইসিসির মেয়েদের অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মহারণ। মেগা ম্যাচে ভারতের প্রতিপক্ষ অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বি দেশে ইংল্যান্ড। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। দেখে নিন ফাইনাল কারা হতে পারে ভারতের ম্যাচ উইনার।
1/6
শ্বেতা শেরাওয়াত- ভারতী অনুর্ধ্ব ১৯ মহিলা দলের ব্যাটিং লাইনে সবথেকে বড় ভারসার নাম শ্বেতা শেরাওয়াত। গোটা বিশ্বকাপ অনবদ্য ব্যাটিং করেছেন তিনি। ৬ ম্যাচে ১৪৬.০০ গড়ে ২৯২ রান করেছেন। স্ট্রাইক-রেট ১৪১.০৬। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। শ্বেতা মোট ৪৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর অপরাজিত ৯২ রানের। প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরারও শ্বেতা।
শ্বেতা শেরাওয়াত- ভারতী অনুর্ধ্ব ১৯ মহিলা দলের ব্যাটিং লাইনে সবথেকে বড় ভারসার নাম শ্বেতা শেরাওয়াত। গোটা বিশ্বকাপ অনবদ্য ব্যাটিং করেছেন তিনি। ৬ ম্যাচে ১৪৬.০০ গড়ে ২৯২ রান করেছেন। স্ট্রাইক-রেট ১৪১.০৬। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। শ্বেতা মোট ৪৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর অপরাজিত ৯২ রানের। প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরারও শ্বেতা।
advertisement
2/6
শেফালি ভার্মা- দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাটিংয়েও ভারতীয় মহিলা দলের সাফল্য অনেকটা নির্ভর করছে শেফালি ভার্মার উপর। শেফালি ৬ ম্যাচে ২৬.১৬ গড়ে ১৫৭ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ২০১.২৮। রয়েছে একটি হাফ সেঞ্চুরি। ফাইনালে তার ব্যাটে বড় ইনিংস দেখতে চাইছে ভারতীয় ফ্যানেরা।
শেফালি ভার্মা- দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাটিংয়েও ভারতীয় মহিলা দলের সাফল্য অনেকটা নির্ভর করছে শেফালি ভার্মার উপর। শেফালি ৬ ম্যাচে ২৬.১৬ গড়ে ১৫৭ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ২০১.২৮। রয়েছে একটি হাফ সেঞ্চুরি। ফাইনালে তার ব্যাটে বড় ইনিংস দেখতে চাইছে ভারতীয় ফ্যানেরা।
advertisement
3/6
পর্শভী চোপড়া- ভারতীয় দলের বোলিং অ্যাটাকে বড় শক্তি পর্শভী চোপড়া। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। তাঁর সেরা বোলি পারফর্ম্যান্স ৫ রানে ৪ উইকেট। ইকোনমি রেট ৩.৭৬। ফাইনালেও তাঁর স্পিনের ছোঁবল দেখার অপেক্ষা।
পর্শভী চোপড়া- ভারতীয় দলের বোলিং অ্যাটাকে বড় শক্তি পর্শভী চোপড়া। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। তাঁর সেরা বোলি পারফর্ম্যান্স ৫ রানে ৪ উইকেট। ইকোনমি রেট ৩.৭৬। ফাইনালেও তাঁর স্পিনের ছোঁবল দেখার অপেক্ষা।
advertisement
4/6
মন্নত কাশ্যপ- ভারতীয় স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র মন্নত কাশ্যপ। তিনি ৫ ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন। ১২ রান দিয়ে ৪ উইকেট তাঁর সেরা বোলিং। ইকোনমি রেট ৪.৭০।
মন্নত কাশ্যপ- ভারতীয় স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র মন্নত কাশ্যপ। তিনি ৫ ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন। ১২ রান দিয়ে ৪ উইকেট তাঁর সেরা বোলিং। ইকোনমি রেট ৪.৭০।
advertisement
5/6
অর্চনা দেবী- ভারতীয দলের বোলিং অ্যাটাককে ভরসা দেওয়ার জন্য রয়েছেন অর্চনা দেবীও। প্রতিযোগিতায় ৬ ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন তিনি। সেরা বোলিং পারফর্ম্যান্স ১৪ রানে ৩ উইকেট। ইকোনমি ৪.৬৩।
অর্চনা দেবী- ভারতীয দলের বোলিং অ্যাটাককে ভরসা দেওয়ার জন্য রয়েছেন অর্চনা দেবীও। প্রতিযোগিতায় ৬ ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন তিনি। সেরা বোলিং পারফর্ম্যান্স ১৪ রানে ৩ উইকেট। ইকোনমি ৪.৬৩।
advertisement
6/6
রিচা ঘোষ- অনুর্ধ্ব ১৯ দলে শেফালি ভার্মার পর অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হলেন রিচা ঘোষ। বাংলার উইকেটকিপার-ব্যাটার এখনও পর্যন্ত ৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৩.২৫ গড়ে ৯৩ রান সংগ্রহ করেছেন। ফাইনাল তাঁর ব্যাটে রান চাইছে ফ্যানেরা।
রিচা ঘোষ- অনুর্ধ্ব ১৯ দলে শেফালি ভার্মার পর অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হলেন রিচা ঘোষ। বাংলার উইকেটকিপার-ব্যাটার এখনও পর্যন্ত ৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৩.২৫ গড়ে ৯৩ রান সংগ্রহ করেছেন। ফাইনাল তাঁর ব্যাটে রান চাইছে ফ্যানেরা।
advertisement
advertisement
advertisement