শ্বেতা শেরাওয়াত- ভারতী অনুর্ধ্ব ১৯ মহিলা দলের ব্যাটিং লাইনে সবথেকে বড় ভারসার নাম শ্বেতা শেরাওয়াত। গোটা বিশ্বকাপ অনবদ্য ব্যাটিং করেছেন তিনি। ৬ ম্যাচে ১৪৬.০০ গড়ে ২৯২ রান করেছেন। স্ট্রাইক-রেট ১৪১.০৬। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। শ্বেতা মোট ৪৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর অপরাজিত ৯২ রানের। প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরারও শ্বেতা।