আলজজিরা চ্যানেলের দাবি অনুযায়ি ১৫ ম্যাচে ২৬ বার হয়েছে স্পট ফিক্সিং ৷ যাতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের ক্রিকেটাররা সামিল ছিলেন ৷ ২০১৪ সালে ভারত বনাম ইংল্যান্ড ঐতিহাসিক টেস্ট ম্যাচে ভারত ২৮ বছর বাদে জিত হাসিল করেছিল ৷ আল জাজিরা সেই ম্যাচকে কলঙ্কিত করে দিয়েছে ৷ তাদের দাবি ম্যাচটি ফিক্স ছিল ৷
অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড পুরো বিষয়টিকে মিথ্যা বলে দাবি করেছে ৷ আর এই বিষয়ে দ্রুত বিবৃতি জারি করা হবে ৷ আল জজিরার এই ডকুমেন্ট্রি -র নাম ‘ক্রিকেট কা ম্যাচ ফিক্সার্স ’এতে ২০১১ ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ , দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া কেপটাউন টেস্ট, ২০১১ বিশ্বকাপের ৫ ম্যাচ, ২০১০২ শ্রীলঙ্কায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ, সহ আরও কিছু ম্যাচের উল্লেখ করা হয়েছে ৷