টিম ইন্ডিয়ার এমন ৬ অধিনায়ক রয়েছে, যারা কোনও দিন একটিও ম্যাচ হারেনি
- Published by:Sudip Paul
Last Updated:
চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। হাইভোল্টেজ সিরিজের মাঝেই আপনাদের জন্য তুলে ধরবে এমন এক তথ্য যা অনেকার অজানা। এমন ৬ ভারত অধিনায়ক রয়েছে যারা কোনও দিন কোনও ম্যাচে হারেনি।
গৌতম গম্ভীর- ২০১১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেন গৌতম গম্ভীর। প্রাক্তন ভারতীয় ওপেনার এর পাশাপাশি একজন দুর্দান্ত অধিনায়কও ছিলেন, কারণ তিনি ২০১২ এবং ২০১৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেন। গম্ভীর ৬টি ওয়ানডে ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার সুযোগ পেয়েছিলেন। ২০১০ সালে গম্ভীরের অধিনায়কত্বে ভারতীয় দল নিউজিল্যান্ডকে ৫-০ তে পরাজিত করে। এরপর ২০১১ সালে গম্ভীরের নেতৃত্বে আরও একটি ওয়ানডে ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে।
advertisement
advertisement
অজিঙ্কে রাহানে- অজিঙ্কা রাহানে এই তালিকায় একমাত্র সক্রিয় ক্রিকেটার। টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও অধিনায়ক হিসেবে রাহানের অনবদ্য রেকর্ড রয়েছে। টেস্টে তাঁর অধিনায়কত্বে ভারত ৬টি ম্যাচে চারটি জয় ও একটি ড্র করেছে। একদিনের ক্রিকেটেও ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন অজিঙ্কে রাহানে। ওয়ানডে ফরম্যাটে ভারত রাহানের নেতৃত্বে তিনটি ম্যাচ খেলেছে। প্রতিটি ম্যাচেই জয়ের স্বাদ পেয়ছেন রাহানে ও তার দল।
advertisement
advertisement
advertisement







