India vs Australia: পূজারার সেঞ্চুরির পর রোহিতের অর্ধশতরান, মেলবোর্নে মজবুত জায়গায় ভারত

Last Updated:
1/5
ভারত: ৪৪৩/৭ ( ডিক্লেয়ার), অস্ট্রেলিয়া: ৮/০ ( ৬ ওভার) দ্বিতীয় দিনের শেষে ৪৩৫ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া Photo Courtesy: BCCI/Twitter
ভারত: ৪৪৩/৭ ( ডিক্লেয়ার), অস্ট্রেলিয়া: ৮/০ ( ৬ ওভার) দ্বিতীয় দিনের শেষে ৪৩৫ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া Photo Courtesy: BCCI/Twitter
advertisement
2/5
প্রথম দিনে ২১৫/২ অবস্থায় খেলতে নেমে আজ, বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে ৪৪৩ রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত ৷ বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারা জুটি ভারতকে চারশোর গণ্ডী টপকাতে সাহায্য করেন ৷ প্রথম দিন ময়াঙ্কের ৭৬-এর পর দ্বিতীয় দিনে পূজারার সেঞ্চুরিতে মেলবোর্ন টেস্টে মজবুত জায়গায় ভারত ৷
প্রথম দিনে ২১৫/২ অবস্থায় খেলতে নেমে আজ, বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে ৪৪৩ রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত ৷ বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারা জুটি ভারতকে চারশোর গণ্ডী টপকাতে সাহায্য করেন ৷ প্রথম দিন ময়াঙ্কের ৭৬-এর পর দ্বিতীয় দিনে পূজারার সেঞ্চুরিতে মেলবোর্ন টেস্টে মজবুত জায়গায় ভারত ৷
advertisement
3/5
 ন্যাথন লিয়ঁর বলে দুর্দান্ত বাউন্ডারি হাঁকিয়েই টেস্টে নিজের ১৭তম সেঞ্চুরি পূরণ করেন পূজারা ৷
ন্যাথন লিয়ঁর বলে দুর্দান্ত বাউন্ডারি হাঁকিয়েই টেস্টে নিজের ১৭তম সেঞ্চুরি পূরণ করেন পূজারা ৷
advertisement
4/5
লাঞ্চের পরই অবশ্য স্টার্কের বলে ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফেরেন কোহলি (৮২) ৷ ময়াঙ্কের মতোই অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন ভারত অধিনায়ক ৷ বিরাট আউট হওয়ার পর পূজারাও খুব বেশিক্ষণ ক্রিজে টেকেননি ৷ ১০৬ রান করে কামিন্সের বলে বোল্ড হন তিনি ৷
লাঞ্চের পরই অবশ্য স্টার্কের বলে ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফেরেন কোহলি (৮২) ৷ ময়াঙ্কের মতোই অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন ভারত অধিনায়ক ৷ বিরাট আউট হওয়ার পর পূজারাও খুব বেশিক্ষণ ক্রিজে টেকেননি ৷ ১০৬ রান করে কামিন্সের বলে বোল্ড হন তিনি ৷
advertisement
5/5
 কোহলি-পূজারারা ফিরে যাওয়ার পর অবশ্য ভারতের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নেন রোহিত শর্মা ৷ ইনিংস ডিক্লেয়ার করা পর্যন্ত ৬৩ রান করে অপরাজিত থেকে যান রোহিত ৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন অজিঙ্কা রাহানে (৩৪) এবং ঋষভ পন্থ (৩৯) ৷
কোহলি-পূজারারা ফিরে যাওয়ার পর অবশ্য ভারতের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নেন রোহিত শর্মা ৷ ইনিংস ডিক্লেয়ার করা পর্যন্ত ৬৩ রান করে অপরাজিত থেকে যান রোহিত ৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন অজিঙ্কা রাহানে (৩৪) এবং ঋষভ পন্থ (৩৯) ৷
advertisement
advertisement
advertisement