IND vs ENG: প্রথম সেশনে উইকেট নিতে ব্যর্থ, ইংল্যান্ডের লড়াইয়ে চাপ বাড়ছে ভারতের উপর

Last Updated:
IND vs ENG 1st Test: ৩৫০ রান হাতে থাকার অ্যাডভান্টেজ নিয়ে শুরু করলেও লিডসে প্রথম টেস্টের পঞ্চম দিনে চাপ বাড়ছে ভারতের উপর। সৌজন্য বেন ডাকেট ও জ্যাক ক্রাউলির লড়াকু ব্যাটিং।
1/5
৩৫০ রান হাতে থাকার অ্যাডভান্টেজ নিয়ে শুরু করলেও লিডসে প্রথম টেস্টের পঞ্চম দিনে চাপ বাড়ছে ভারতের উপর। সৌজন্য বেন ডাকেট ও জ্যাক ক্রাউলির লড়াকু ব্যাটিং। (Photo-AP)
৩৫০ রান হাতে থাকার অ্যাডভান্টেজ নিয়ে শুরু করলেও লিডসে প্রথম টেস্টের পঞ্চম দিনে চাপ বাড়ছে ভারতের উপর। সৌজন্য বেন ডাকেট ও জ্যাক ক্রাউলির লড়াকু ব্যাটিং।(Photo-AP)
advertisement
2/5
ক্রিকেট বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের যে কোনও ফলাফল হতে পারে। ভারতের জয় বা হার অথবা ড্র। তবে বড় রান টার্গেট দেওয়ায় কিছুটা এগিয়ে ছিস ভারত।   (Photo-AP)
ক্রিকেট বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের যে কোনও ফলাফল হতে পারে। ভারতের জয় বা হার অথবা ড্র। তবে বড় রান টার্গেট দেওয়ায় কিছুটা এগিয়ে ছিস ভারত। (Photo-AP)
advertisement
3/5
তবে শেষ দিনে মরণ-বাঁচন কামড় দেওয়ার পথে বেন স্টোকসের দল। এমনিতেই ইংল্যান্ডের বাজবল ক্রিকেটে কোনও কিছুই অসম্ভব নয় বলে মনে করা হয়। লিডসেও অনেকটা সেই পথেই এগোচ্ছে ইংল্যান্ড।   (Photo-AP)তবে শেষ দিনে মরণ-বাঁচন কামড় দেওয়ার পথে বেন স্টোকসের দল। এমনিতেই ইংল্যান্ডের বাজবল ক্রিকেটে কোনও কিছুই অসম্ভব নয় বলে মনে করা হয়। লিডসেও অনেকটা সেই পথেই এগোচ্ছে ইংল্যান্ড।   (Photo-AP)
তবে শেষ দিনে মরণ-বাঁচন কামড় দেওয়ার পথে বেন স্টোকসের দল। এমনিতেই ইংল্যান্ডের বাজবল ক্রিকেটে কোনও কিছুই অসম্ভব নয় বলে মনে করা হয়। লিডসেও অনেকটা সেই পথেই এগোচ্ছে ইংল্যান্ড। (Photo-AP)
advertisement
4/5
৩৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ডের স্কোর ছিল বিনা উইকেটে ২১ রান। শেষ দিনের সকাল থেকে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন ডাকেট ও ক্রাউলি। দলের স্কোর একশো পার নিয়ে যান তারা।   (Photo-AP)
৩৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ডের স্কোর ছিল বিনা উইকেটে ২১ রান। শেষ দিনের সকাল থেকে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন ডাকেট ও ক্রাউলি। দলের স্কোর একশো পার নিয়ে যান তারা। (Photo-AP)
advertisement
5/5
ইংল্যান্ডের ওপেনিং জুটির গড়া শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ম্যাচ জেতার ছক কষতে শুরু করেছেন ব্রেন্ডন ম্যাকালাম। পঞ্চম দিনের লাঞ্চ পর্যন্ত ইংলযান্ডের স্কোর বিনা উইকেটে ১১৭। ডাকেট ৬৪ ও ক্রাউলি ৪২ রানে অপরাজিত।   (Photo-AP)
ইংল্যান্ডের ওপেনিং জুটির গড়া শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ম্যাচ জেতার ছক কষতে শুরু করেছেন ব্রেন্ডন ম্যাকালাম। পঞ্চম দিনের লাঞ্চ পর্যন্ত ইংলযান্ডের স্কোর বিনা উইকেটে ১১৭। ডাকেট ৬৪ ও ক্রাউলি ৪২ রানে অপরাজিত। (Photo-AP)
advertisement
advertisement
advertisement