IND vs PAK: ‘চ্যাম্পিয়ন দল ট্রফি হাতে পেল না, জীবনে এমনটা দেখিনি...!’, পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাজে অবাক টিম ইন্ডিয়া
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Suryakumar Yadav lashes out at ACC for withholding Asia Cup trophy: ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগ, সূর্যকুমারেরা ট্রফি নিতে অস্বীকার করায় এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে চলে যান নকভি।
রবিবার দুবাইতে হাইভোল্টেজ ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফের একবার এশিয়া সেরা ভারত ৷ তবে জিতেও ট্রফি পেল না টিম ইন্ডিয়া ! অভিযোগ, ট্রফি এবং ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে নিজের হোটেলের ঘরে চলে যান পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি। এই ঘটনায় স্বভাবতই হতবাক ভারতীয় ক্রিকেট দল। (Photo: AP)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগ, সূর্যকুমারেরা ট্রফি নিতে অস্বীকার করায় এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে চলে যান নকভি। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিঁয়া বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যে যেহেতু যুদ্ধের পরিস্থিতি রয়েছে তাই আমরা এমন কারও কাছ থেকে পুরস্কার নেব না, যিনি পাকিস্তানের মন্ত্রী। নীতিগত ভাবে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম। তার মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে যাবেন। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আশা করছি ভদ্রলোক দ্রুত ট্রফি ও মেডেল ভারতে ফেরত দিয়ে দেবেন।” সাইকিঁয়া আরও বলেন, “নভেম্বর মাসে দুবাইয়ে আইসিসি-র বৈঠক আছে। সেখানে আমরা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের বিরুদ্ধে জোরাল প্রতিবাদ জানাবো।” (Photo: AP)