IND vs NZ 2nd ODI: জয়ের পরও প্রথম একাদশে বদল! ডেবিউ 'গোপন অস্ত্রের'? ভারতীয় দলে মেগা চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ 2nd ODI: প্রথম ওয়ানডেতে চার উইকেটের জয় তুলে নিয়ে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। রাজকোটে জয় পেলে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বুধবার (১৪ জানুয়ারি) রাজকোটের অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভদোদরায় আয়োজিত প্রথম ওয়ানডেতে চার উইকেটের জয় তুলে নিয়ে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। রাজকোটে জয় পেলে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার।
advertisement
তবে দ্বিতীয় ওয়ানডের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ এসেছে। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর প্রথম ম্যাচে বোলিং করার সময় চোট পান এবং সেই চোটের কারণে তাকে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে যেতে হয়েছে। ফলে ভারতীয় দলকে একাদশে বাধ্যতামূলক পরিবর্তন আনতে হচ্ছে, যা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় কিছুটা প্রভাব ফেলেছে।
advertisement
সুন্দরের পরিবর্তে ভারতের ওয়ানডে দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী আয়ূষ বদোনি। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফরম্যান্স করা এই ক্রিকেটার আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে নজর কেড়েছেন। সবকিছু ঠিক থাকলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতেই ভারতের হয়ে তার অভিষেক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
advertisement
এর আগে সুন্দর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ৫ নম্বরে ব্যাট করেছিলেন। কিন্তু তার চোটের কারণে সেই জায়গায় রবীন্দ্র জাদেজাকে উপরে পাঠাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট। এখন সুন্দরের অনুপস্থিতিতে এমন একজন ব্যাটারের প্রয়োজন, যিনি মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অবদান রাখতে পারবেন।
advertisement
advertisement
দ্বিতীয় ম্যাচে ভারতীয় একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে প্রথম ম্যাচে খেলা তিন পেসার—মহম্মদ সিরাজ, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণা—আবারও সুযোগ পেতে পারেন। স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব নিজেদের জায়গা ধরে রাখবেন। এর ফলে বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে আরও এক ম্যাচ বেঞ্চে বসেই কাটাতে হতে পারে।
advertisement






