IND vs AUS 2nd Test: ভারতীয় দলে ৫ বড় বদল! দিন-রাতের টেস্টে মহাচমক দেবে টিম ইন্ডিয়া! বদলার ম্যাচ জিততে তৈরি মাস্টারপ্ল্যান

Last Updated:
IND vs AUS 2nd Test Match Preview Team India Predicted 11: ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডে গোলাপী বলের দিন-রাতের টেস্ট ঘিরে চড়ছে পারদ। পারথে জেতার পর অজিভূমে এবার দিন-রাতের টেস্ট জিততেও মরিয়া টিম ইন্ডিয়া। অপরদিকে কামব্যাকের লড়াই ব্যাগি গ্রিনদের সামনে।
1/10
৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডে গোলাপী বলের দিন-রাতের টেস্ট ঘিরে চড়ছে পারদ। পারথে জেতার পর অজিভূমে এবার দিন-রাতের টেস্ট জিততেও মরিয়া টিম ইন্ডিয়া। অপরদিকে কামব্যাকের লড়াই ব্যাগি গ্রিনদের সামনে।
৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডে গোলাপী বলের দিন-রাতের টেস্ট ঘিরে চড়ছে পারদ। পারথে জেতার পর অজিভূমে এবার দিন-রাতের টেস্ট জিততেও মরিয়া টিম ইন্ডিয়া। অপরদিকে কামব্যাকের লড়াই ব্যাগি গ্রিনদের সামনে।
advertisement
2/10
গতবার অস্ট্রেলিয়া সফরে এই অ্যাডিলেডেই ৩৬ রানে অলআউটের লজ্জার ইতিহাসের সাক্ষী থেকেছিল ভারতীয় দল।  সেই অতীত থেকে শিক্ষা নিয়ে এবার দিন-রাতের পিঙ্ক বল টেস্টে বাড়তি সাবধান টিম ইন্ডিয়া। অনুশীলনে কোনওরক খামতি রাখছে না গোটা দল।
গতবার অস্ট্রেলিয়া সফরে এই অ্যাডিলেডেই ৩৬ রানে অলআউটের লজ্জার ইতিহাসের সাক্ষী থেকেছিল ভারতীয় দল। সেই অতীত থেকে শিক্ষা নিয়ে এবার দিন-রাতের পিঙ্ক বল টেস্টে বাড়তি সাবধান টিম ইন্ডিয়া। অনুশীলনে কোনওরক খামতি রাখছে না গোটা দল।
advertisement
3/10
নেটে দীর্ঘ সময় অধিনায়ক রোহিত শর্মা সহ দলের অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছো কোচ গৌতম গম্ভীরকে। দিন-রাতের টেস্ট জিততে মাস্টার প্ল্যান তৈরি করছে ভারতীয় দল। সেখানে দলের প্রথম একাদশে থাকতে পারে মহাচমক।
নেটে দীর্ঘ সময় অধিনায়ক রোহিত শর্মা সহ দলের অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছো কোচ গৌতম গম্ভীরকে। দিন-রাতের টেস্ট জিততে মাস্টার প্ল্যান তৈরি করছে ভারতীয় দল। সেখানে দলের প্রথম একাদশে থাকতে পারে মহাচমক।
advertisement
4/10
এমনিতেই দ্বিতীয় টেস্ট থেকে দলে ফিরতে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। ফলে ধ্রুব জুরেল ও দেবদূত পাড়িক্কলের বাদ পড়া নিশ্চিত।  রোহিত শর্মাও ব্যাটিংয়ে ওপেন ছেড়ে খেলতে পারেন মিডিল অর্ডারে। এছাডাও ভারতীয় দলের অনুশীলন পর্যবেক্ষণ করলে আরও একাধিক বদলের ইঙ্গিত মিলেছে।
এমনিতেই দ্বিতীয় টেস্ট থেকে দলে ফিরতে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। ফলে ধ্রুব জুরেল ও দেবদূত পাড়িক্কলের বাদ পড়া নিশ্চিত। রোহিত শর্মাও ব্যাটিংয়ে ওপেন ছেড়ে খেলতে পারেন মিডিল অর্ডারে। এছাডাও ভারতীয় দলের অনুশীলন পর্যবেক্ষণ করলে আরও একাধিক বদলের ইঙ্গিত মিলেছে।
advertisement
5/10
অ্যাডিলেডের পিচ কিউরেটর বলেছেন এই উইকেটে পেসারদের পাশাপাশি স্পিনাররা সহায়তা পাবে। এমনিতেও অ্যাডিলেডে অশ্বিনের রেকর্ড খুব ভাল। বুধবার অনুশীলনেও অশ্বিনকে দেখা গিয়েছে নেটে দীর্ঘ সময় ব্যাটিং ও বোলিং অনুশীলন করতে। প্রথম টেস্টে সুন্দল দুই ইনিংস মিলিয়ে ৩৩ রান করেছেন ও নিয়েছেন ২ উইকেট। ফলে অ্যাডিলেডে অভিজ্ঞতার কথা বিচার করে অশ্বিনের সঙ্গে যেতেই পারেন গম্ভীর।
অ্যাডিলেডের পিচ কিউরেটর বলেছেন এই উইকেটে পেসারদের পাশাপাশি স্পিনাররা সহায়তা পাবে। এমনিতেও অ্যাডিলেডে অশ্বিনের রেকর্ড খুব ভাল। বুধবার অনুশীলনেও অশ্বিনকে দেখা গিয়েছে নেটে দীর্ঘ সময় ব্যাটিং ও বোলিং অনুশীলন করতে। প্রথম টেস্টে সুন্দল দুই ইনিংস মিলিয়ে ৩৩ রান করেছেন ও নিয়েছেন ২ উইকেট। ফলে অ্যাডিলেডে অভিজ্ঞতার কথা বিচার করে অশ্বিনের সঙ্গে যেতেই পারেন গম্ভীর।
advertisement
6/10
এছাড়া প্রথম টেস্টে নীতিশ রেড্ডি খেলেছিলেন। ব্যাট হাতে নজর কেড়েছিলেন তিনি। তবে চতুর্থ পেসার হিসেবে তার বোলিং খুব একটা কাজে লাগেনি। তাই দলে অলরাউন্ডার হিসেবে জাদেজাও ফিরতে পারেন। ফলে ভারতের সেরা স্পিন জুটি পেসার ত্রয়ীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই দিতে পারবে। আর জাদেজা-অশ্বিন দুজনরই ব্যাটের হাত ভাল।
এছাড়া প্রথম টেস্টে নীতিশ রেড্ডি খেলেছিলেন। ব্যাট হাতে নজর কেড়েছিলেন তিনি। তবে চতুর্থ পেসার হিসেবে তার বোলিং খুব একটা কাজে লাগেনি। তাই দলে অলরাউন্ডার হিসেবে জাদেজাও ফিরতে পারেন। ফলে ভারতের সেরা স্পিন জুটি পেসার ত্রয়ীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই দিতে পারবে। আর জাদেজা-অশ্বিন দুজনরই ব্যাটের হাত ভাল।
advertisement
7/10
বুধবার অনুশীলনে হর্ষিতকে দেখা যায়নি। এদিকে আকাশদীপ দীর্ঘক্ষণ নেটে বিরাট, রোহিতদের বল করেছেন এবং তাদের থেকে প্রশংসা পেয়েছেন। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচেও ভালো খেলেছিলেন আকাশদীপ। ফলে পিঙ্ক বলের টেস্টে অনেকে আকাশদীপের জল্পনাকে উড়িয়ে দিচ্ছেন না। অ্যাডিলেডের উইকেটও আকাশ দীপকে বাড়তি সুবিধা দিতে পারে।
বুধবার অনুশীলনে হর্ষিতকে দেখা যায়নি। এদিকে আকাশদীপ দীর্ঘক্ষণ নেটে বিরাট, রোহিতদের বল করেছেন এবং তাদের থেকে প্রশংসা পেয়েছেন। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচেও ভালো খেলেছিলেন আকাশদীপ। ফলে পিঙ্ক বলের টেস্টে অনেকে আকাশদীপের জল্পনাকে উড়িয়ে দিচ্ছেন না। অ্যাডিলেডের উইকেটও আকাশ দীপকে বাড়তি সুবিধা দিতে পারে।
advertisement
8/10
এক ঝলকে দেখে নিন দিন-রাতের টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি / রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন / ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা / আকাশ দীপ।
এক ঝলকে দেখে নিন দিন-রাতের টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি / রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন / ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা / আকাশ দীপ।
advertisement
9/10
অপরদিকে, প্রথম টেস্ট ম্যাচ হেরে যাওয়া অস্ট্রেলিয়ান দলের  সম্ভাব্য একাদশে খেলতে দেখা যেতে পারে বিউ ওয়েবস্টার এবং স্কট বোল্যান্ডকে। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ফাস্ট বোলার জশ হ্যাজেলউড। তার জায়গায় স্কট বোল্যান্ডের খেলা নিশ্চিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অলরাউন্ডার মিচেল মার্শের জায়গায় সুযোগ পেতে পারেন বিউ ওয়েবস্টার। ইনজুরির আশঙ্কায় মার্শ। সেই কারণেই ওয়েবস্টারকে দলে রেখেছে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট।
অপরদিকে, প্রথম টেস্ট ম্যাচ হেরে যাওয়া অস্ট্রেলিয়ান দলের সম্ভাব্য একাদশে খেলতে দেখা যেতে পারে বিউ ওয়েবস্টার এবং স্কট বোল্যান্ডকে। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ফাস্ট বোলার জশ হ্যাজেলউড। তার জায়গায় স্কট বোল্যান্ডের খেলা নিশ্চিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অলরাউন্ডার মিচেল মার্শের জায়গায় সুযোগ পেতে পারেন বিউ ওয়েবস্টার। ইনজুরির আশঙ্কায় মার্শ। সেই কারণেই ওয়েবস্টারকে দলে রেখেছে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট।
advertisement
10/10
এক ঝলকে দেখে নিন দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:  নাথান ম্যাকসুইনি, উসমান খাজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুসেন, ট্র্যাভিস হেড, অ্যালেক্স কেরি (উইকেটকপার), প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড এবং বিউ ওয়েবস্টার।
এক ঝলকে দেখে নিন দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: নাথান ম্যাকসুইনি, উসমান খাজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুসেন, ট্র্যাভিস হেড, অ্যালেক্স কেরি (উইকেটকপার), প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড এবং বিউ ওয়েবস্টার।
advertisement
advertisement
advertisement