IND vs AUS 2nd Test: ভারতীয় দলে ৫ বড় বদল! দিন-রাতের টেস্টে মহাচমক দেবে টিম ইন্ডিয়া! বদলার ম্যাচ জিততে তৈরি মাস্টারপ্ল্যান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 2nd Test Match Preview Team India Predicted 11: ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডে গোলাপী বলের দিন-রাতের টেস্ট ঘিরে চড়ছে পারদ। পারথে জেতার পর অজিভূমে এবার দিন-রাতের টেস্ট জিততেও মরিয়া টিম ইন্ডিয়া। অপরদিকে কামব্যাকের লড়াই ব্যাগি গ্রিনদের সামনে।
advertisement
advertisement
advertisement
advertisement
অ্যাডিলেডের পিচ কিউরেটর বলেছেন এই উইকেটে পেসারদের পাশাপাশি স্পিনাররা সহায়তা পাবে। এমনিতেও অ্যাডিলেডে অশ্বিনের রেকর্ড খুব ভাল। বুধবার অনুশীলনেও অশ্বিনকে দেখা গিয়েছে নেটে দীর্ঘ সময় ব্যাটিং ও বোলিং অনুশীলন করতে। প্রথম টেস্টে সুন্দল দুই ইনিংস মিলিয়ে ৩৩ রান করেছেন ও নিয়েছেন ২ উইকেট। ফলে অ্যাডিলেডে অভিজ্ঞতার কথা বিচার করে অশ্বিনের সঙ্গে যেতেই পারেন গম্ভীর।
advertisement
এছাড়া প্রথম টেস্টে নীতিশ রেড্ডি খেলেছিলেন। ব্যাট হাতে নজর কেড়েছিলেন তিনি। তবে চতুর্থ পেসার হিসেবে তার বোলিং খুব একটা কাজে লাগেনি। তাই দলে অলরাউন্ডার হিসেবে জাদেজাও ফিরতে পারেন। ফলে ভারতের সেরা স্পিন জুটি পেসার ত্রয়ীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই দিতে পারবে। আর জাদেজা-অশ্বিন দুজনরই ব্যাটের হাত ভাল।
advertisement
বুধবার অনুশীলনে হর্ষিতকে দেখা যায়নি। এদিকে আকাশদীপ দীর্ঘক্ষণ নেটে বিরাট, রোহিতদের বল করেছেন এবং তাদের থেকে প্রশংসা পেয়েছেন। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচেও ভালো খেলেছিলেন আকাশদীপ। ফলে পিঙ্ক বলের টেস্টে অনেকে আকাশদীপের জল্পনাকে উড়িয়ে দিচ্ছেন না। অ্যাডিলেডের উইকেটও আকাশ দীপকে বাড়তি সুবিধা দিতে পারে।
advertisement
advertisement
অপরদিকে, প্রথম টেস্ট ম্যাচ হেরে যাওয়া অস্ট্রেলিয়ান দলের সম্ভাব্য একাদশে খেলতে দেখা যেতে পারে বিউ ওয়েবস্টার এবং স্কট বোল্যান্ডকে। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ফাস্ট বোলার জশ হ্যাজেলউড। তার জায়গায় স্কট বোল্যান্ডের খেলা নিশ্চিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অলরাউন্ডার মিচেল মার্শের জায়গায় সুযোগ পেতে পারেন বিউ ওয়েবস্টার। ইনজুরির আশঙ্কায় মার্শ। সেই কারণেই ওয়েবস্টারকে দলে রেখেছে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট।
advertisement