ICC World Cup 2023 India vs England: বুমরাহ ও শামির আগুেন বোলিং, ধরাশায়ী ইংল্যান্ডের টপ অর্ডার, ছয়ে ছয় করার লক্ষ্যে ভারত

Last Updated:
ICC World Cup 2023 India vs England Live Updates Jasprit Bumrah Mohammed Shami splendid bowling England under Pressure in IND vs ENG ODI World Cup 2023: লখনউতে জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করে করে টিম ইন্ডিয়া। জবাবে শামি ও বুমরাহের আগুেন বোলিংয়ে সাজঘরে ইংল্যান্ডের টপ অর্ডার।
1/6
লখনউতে জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করে করে টিম ইন্ডিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন রোহিত শর্মা। এছাড়া ৪৯ সূর্যকুমার যাদব ও ৩৯ রান করেন কেএল রাহুল। (Photo Courtesy- AP)
লখনউতে জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করে করে টিম ইন্ডিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন রোহিত শর্মা। এছাড়া ৪৯ সূর্যকুমার যাদব ও ৩৯ রান করেন কেএল রাহুল। (Photo Courtesy- AP)
advertisement
2/6
বেশি রান না হলেও তা ডিফেন্ড করতে নেমে দুরন্ত শুরু ভারতের। বিশেষ করে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির আগুনে পেস বোলিংয়ের সামনে ধরাশায়ী ইংল্যান্ডের টপ অর্ডার। ২৩০ তাড়া করতে নেমেও চাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। (Photo Courtesy- AP)
বেশি রান না হলেও তা ডিফেন্ড করতে নেমে দুরন্ত শুরু ভারতের। বিশেষ করে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির আগুনে পেস বোলিংয়ের সামনে ধরাশায়ী ইংল্যান্ডের টপ অর্ডার। ২৩০ তাড়া করতে নেমেও চাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। (Photo Courtesy- AP)
advertisement
3/6
শুরুটা খুব একটা খারাপ করেনি ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৩০ রানের পার্টনারশিপ করেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এরপরই একানা দেখল এক অন্য লেভেলের পেস বোলিং। যা উপহার দিলেন জসপ্রীত বুমরাহ ওমহম্মদ শামি। (Photo Courtesy- AP)
শুরুটা খুব একটা খারাপ করেনি ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৩০ রানের পার্টনারশিপ করেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এরপরই একানা দেখল এক অন্য লেভেলের পেস বোলিং। যা উপহার দিলেন জসপ্রীত বুমরাহ ওমহম্মদ শামি। (Photo Courtesy- AP)
advertisement
4/6
পঞ্চম ওভারে পরপর ২ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ১৬ রান বুমরাহের বলে বোল্ড হন ডেভিড মালান। এরপর ক্রিজে এসে খাতা না খুলেই প্রথম বলেই এলবিডব্লিউ হন জো রুট। বুমরাহের বোলিংয়ে ম্যাচে ফেরে ভারত। (Photo Courtesy- AP)
পঞ্চম ওভারে পরপর ২ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ১৬ রান বুমরাহের বলে বোল্ড হন ডেভিড মালান। এরপর ক্রিজে এসে খাতা না খুলেই প্রথম বলেই এলবিডব্লিউ হন জো রুট। বুমরাহের বোলিংয়ে ম্যাচে ফেরে ভারত। (Photo Courtesy- AP)
advertisement
5/6
এরপর অপরদিক থেকে পেস ও সুইংয়ের মিশেলে দুরন্ত স্পেল করেন মহম্মদ শামি। বেন স্টোকসকে রীতিমত নাজেহাল করে বোল্ড করেন শামি। এরপর ১৪ রান করে জনি বেয়ারস্টোও মহম্মদ শামির শিকার হন। (Photo Courtesy- AP)
এরপর অপরদিক থেকে পেস ও সুইংয়ের মিশেলে দুরন্ত স্পেল করেন মহম্মদ শামি। বেন স্টোকসকে রীতিমত নাজেহাল করে বোল্ড করেন শামি। এরপর ১৪ রান করে জনি বেয়ারস্টোও মহম্মদ শামির শিকার হন। (Photo Courtesy- AP)
advertisement
6/6
৩০-এ শূন্য থেকে ৩৯ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। কাজ এখনও শেষ না হলেও লখনউতে লো স্কোরিং ম্যাচ যে বুমরাহ ও শামি জমিয়ে দিয়েছেন সেই কথা বলাই যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৫৭ রানে ৫ উইকেট। বাটলারকে বোল্ড করেছেন কুলদীপ। (Photo Courtesy- AP)
৩০-এ শূন্য থেকে ৩৯ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। কাজ এখনও শেষ না হলেও লখনউতে লো স্কোরিং ম্যাচ যে বুমরাহ ও শামি জমিয়ে দিয়েছেন সেই কথা বলাই যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৫৭ রানে ৫ উইকেট। বাটলারকে বোল্ড করেছেন কুলদীপ। (Photo Courtesy- AP)
advertisement
advertisement
advertisement