ICC World Cup 2023 India vs England: হার্দিক পান্ডিয়ার জায়গায় কে দায়িত্ব সামলাবেন? জানিয়ে দিল ভারতীয় দল

Last Updated:
ICC World Cup 2023 India vs England KL Rahul said Suryakumar Yadav take place of Injured Hardik Pandya: হার্দিক যতদিন না ফিরছে তার পরিবর্তে অন্য কোনও প্লেয়ার দলে নেওয়া হবে কিনা, না হার্দিকের জন্য অপেক্ষা করবে টিম ইন্ডিয়া, তা নিয়ে চলছে জল্পনা। এবার ইংল্যান্ড ম্যাচের আগে ভারতীয় দল জানিয়ে দিল হার্দিকের জায়গায় কে তাঁ দায়িত্ব সামলাবেন।
1/6
ভারতীয় দল বিশ্বকাপে একের পর এক ম্যাচে জয় পেলেও একটি বিষয় নিয়ে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই বিষয় হল দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট। সুস্থ হয়ে কবে হার্দিক দলে ফিরবেন তা এখনও নিশ্চিৎ নয়।
ভারতীয় দল বিশ্বকাপে একের পর এক ম্যাচে জয় পেলেও একটি বিষয় নিয়ে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই বিষয় হল দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট। সুস্থ হয়ে কবে হার্দিক দলে ফিরবেন তা এখনও নিশ্চিৎ নয়।
advertisement
2/6
বাংলাদেশ ম্যাচে বোলিং করার সময় চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তারপর নিউজিল্যান্ড ম্যাচে খেলতে পারেননি তিনি। আগামি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচও খেলতে পারবেন না হার্দিক। বর্তমান তিনি এনএসিএ-তে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ ম্যাচে বোলিং করার সময় চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তারপর নিউজিল্যান্ড ম্যাচে খেলতে পারেননি তিনি। আগামি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচও খেলতে পারবেন না হার্দিক। বর্তমান তিনি এনএসিএ-তে চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
3/6
জানা গিয়েছে, গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়েছে হার্দিকের। যা কয়েক দিনের মধ্যে সারার একেবারেই সম্ভাবনা নেই। চিকিৎসকদের মতে, গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়লে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগে চোট সারাতে। পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত হার্দিককে এনসিএ থেকে ছাড়া হবে না বলেই খবর।
জানা গিয়েছে, গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়েছে হার্দিকের। যা কয়েক দিনের মধ্যে সারার একেবারেই সম্ভাবনা নেই। চিকিৎসকদের মতে, গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়লে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগে চোট সারাতে। পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত হার্দিককে এনসিএ থেকে ছাড়া হবে না বলেই খবর।
advertisement
4/6
হার্দিক যতদিন না ফিরছে তার পরিবর্তে অন্য কোনও প্লেয়ার দলে নেওয়া হবে কিনা, না হার্দিকের জন্য অপেক্ষা করবে টিম ইন্ডিয়া, তা নিয়ে চলছে জল্পনা। এবার ইংল্যান্ড ম্যাচের আগে ভারতীয় দল জানিয়ে দিল হার্দিকের জায়গায় কে তাঁ দায়িত্ব সামলাবেন।
হার্দিক যতদিন না ফিরছে তার পরিবর্তে অন্য কোনও প্লেয়ার দলে নেওয়া হবে কিনা, না হার্দিকের জন্য অপেক্ষা করবে টিম ইন্ডিয়া, তা নিয়ে চলছে জল্পনা। এবার ইংল্যান্ড ম্যাচের আগে ভারতীয় দল জানিয়ে দিল হার্দিকের জায়গায় কে তাঁ দায়িত্ব সামলাবেন।
advertisement
5/6
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে আসেন কে এল রাহুল। তিনি বলেন,"হার্দিক পান্ডিয়া আমাদের দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। ওর না থাকাটা বড় ক্ষতি। তবে ওর জায়গায় আমাদের কাছে সূর্যকুমার যাদবে সূর্যও খুব ভাল ব্যাটার। হার্দিক না ফেরা পর্যন্ত ওকেই সামলাতে হবে।"
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে আসেন কে এল রাহুল। তিনি বলেন,"হার্দিক পান্ডিয়া আমাদের দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। ওর না থাকাটা বড় ক্ষতি। তবে ওর জায়গায় আমাদের কাছে সূর্যকুমার যাদবে সূর্যও খুব ভাল ব্যাটার। হার্দিক না ফেরা পর্যন্ত ওকেই সামলাতে হবে।"
advertisement
6/6
প্রসঙ্গত, গত ম্যাচেও নিউজিল্যাব্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যান তিনি। হার্দিকের অনুপস্থিতিতে সুযোগে তাকেও পালন করতে হবে ম্যাচ ফিনিশারের দায়িত্বটা। তা করার জন্য মুখিয়ে রয়েছেন 'স্কাই'।
প্রসঙ্গত, গত ম্যাচেও নিউজিল্যাব্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যান তিনি। হার্দিকের অনুপস্থিতিতে সুযোগে তাকেও পালন করতে হবে ম্যাচ ফিনিশারের দায়িত্বটা। তা করার জন্য মুখিয়ে রয়েছেন 'স্কাই'।
advertisement
advertisement
advertisement