ফারাকটা ঠিক ৫৩ বছরের। সেই ঘরের মাঠেই শাপমুক্তি। ১৯৭৫ সালের ৭ জুন প্রথমবার ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ খেলেছিল ইংল্যান্ড। চ্যাম্পিয়ন হতে ইংরেজদের সময় লাগল ৪৪ বছর। কলকাতা হয়নি, মেলবোর্ন হয়নি। কিন্তু ঘরের উঠোনে আর খালি হাত নয়। মর্গ্যানদের হাত ভরা থাকল বিশ্বকাপে। Photo Courtesy: ICC/Twitter