ICC Ranking: জন্মদিনের পরই বড় ধাক্কা! নিজের 'জায়গা' হারালেন বিরাট কোহলি! লজ্জা রোহিতেরও

Last Updated:
Big Blow For Virat Kohli: জন্মদিনের পরই ধাক্কা খেতে হল বিরাট কোহলিকে। টেস্ট ক্রিকেটে নিজের লাগাতার খারাপ ফর্মের খেসারত দিতে হল তাঁকে। নিজের 'জায়গা' হারালেন কোহলি।
1/6
৫ নভেম্বর জন্মদিন গিয়েছে টিম ইন্ডিয়ার মহাতারকা বিরাট কোহলির। শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন তারকা ব্যাটার। স্ত্রী অনুষ্কা শর্মা দিয়েছেন আবেগপ্রবণ বার্তা।
৫ নভেম্বর জন্মদিন গিয়েছে টিম ইন্ডিয়ার মহাতারকা বিরাট কোহলির। শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন তারকা ব্যাটার। স্ত্রী অনুষ্কা শর্মা দিয়েছেন আবেগপ্রবণ বার্তা।
advertisement
2/6
আর জন্মদিনের পরই ধাক্কা খেতে হল বিরাট কোহলিকে। টেস্ট ক্রিকেটে নিজের লাগাতার খারাপ ফর্মের খেসারত দিতে হল তাঁকে। নিজের 'জায়গা' হারালেন কোহলি।
আর জন্মদিনের পরই ধাক্কা খেতে হল বিরাট কোহলিকে। টেস্ট ক্রিকেটে নিজের লাগাতার খারাপ ফর্মের খেসারত দিতে হল তাঁকে। নিজের 'জায়গা' হারালেন কোহলি।
advertisement
3/6
ব্যাটে খারাপ ফর্মের কারণে আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে প্রথম ২০ জনের বাইরে চলে গেলেন বিরাট কোহলি। যা তার মত বড় ব্যাটারের কাছে খুবই লজ্জার বলে মনে করা হচ্ছে।
ব্যাটে খারাপ ফর্মের কারণে আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে প্রথম ২০ জনের বাইরে চলে গেলেন বিরাট কোহলি। যা তার মত বড় ব্যাটারের কাছে খুবই লজ্জার বলে মনে করা হচ্ছে।
advertisement
4/6
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট কোহলির স্কোর ০, ৭০, ১, ১৭, ৪, ১। সব মিলিয়ে ৯৩ রান করেছেন কোহলির। সেই কারণেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে বিরাট পতন হয়েছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট কোহলির স্কোর ০, ৭০, ১, ১৭, ৪, ১। সব মিলিয়ে ৯৩ রান করেছেন কোহলির। সেই কারণেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে বিরাট পতন হয়েছে।
advertisement
5/6
এর আগেও কোহলির র‍্য়াঙ্ক খুব একটা ভাল ছিল না। ছিলেন ১৪ নম্বরে। সেখান থেকে ৮ ধাপ নেমে গিয়ে ২০ বাইরে বিরাট। কোহলির বর্তমান টেস্ট র‍্যাঙ্কিং হয়েছে ২২।
এর আগেও কোহলির র‍্য়াঙ্ক খুব একটা ভাল ছিল না। ছিলেন ১৪ নম্বরে। সেখান থেকে ৮ ধাপ নেমে গিয়ে ২০ বাইরে বিরাট। কোহলির বর্তমান টেস্ট র‍্যাঙ্কিং হয়েছে ২২।
advertisement
6/6
রান না পাওয়ার খেসারত দিতে হয়েছে রোহিত শর্মাকেও। তিনি নেমে রোহিত রয়েছেন ২৬ নম্বরে।  একমাত্র কিউইদের বিরুদ্ধে ২৬১ রান করে পাঁচ ধাপ এগিয়ে ৬ নম্বরে জায়গা পেয়েছে ঋষভ পন্থ।
রান না পাওয়ার খেসারত দিতে হয়েছে রোহিত শর্মাকেও। তিনি নেমে রোহিত রয়েছেন ২৬ নম্বরে। একমাত্র কিউইদের বিরুদ্ধে ২৬১ রান করে পাঁচ ধাপ এগিয়ে ৬ নম্বরে জায়গা পেয়েছে ঋষভ পন্থ।
advertisement
advertisement
advertisement