১৫২ কিমি প্রতি ঘণ্টার গতিতে বোলিং। এবার আইপিএলে উমরান মালিককে দেখে চমকে যাচ্ছেন অনেকেই।
2/ 6
২০১৭ সালেও পেশাদার ক্রিকেটে খেলা কাকে বলে,, জানতেন না উণরান। তখনও তিনি টেনিস বলে গলি ক্রিকেট খেলতেন।
3/ 6
বন্ধু আব্দুল সামাদ একদিন তাঁর কোচ রন্ধীর মানহাসের কাছে নিয়ে যান উমরানকে। তাঁকে বোলিং করতে দেখে থ হয়ে যান কোচ। তিনিই উমরানকে ট্রেনিং আসার কথা বলেন।
4/ 6
উমরান নিয়মিতি অনুশীলনে আসতেন না। একদিন কোচ তাঁকে ডেকে বলেন, ভাল মতো অনুশীলন করলে ভারতীয় দলের জার্সিতে খেলতে পারবেন উমরান। এই কথা শোনার পর আর অনুশীলনে কামাই করতেন না জম্মু-কাশ্মীরের এই পেসার।
5/ 6
একটা সময় ধার করে স্পাইক নিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের জন্য ট্রায়াল দিয়েছিলেন উমরান। তার পর অনূর্ধ্ব-২৩ ক্রিকেটে সাফল্য পাননি। তবে হাল ছাড়েননি তিনি।
6/ 6
এখনও পর্যন্ত তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ, একটি লিস্ট এ ম্যাচ ও ১২টি টি-২০ ম্যাচ খেলেছেন উমরান। এবার আইপএলে এখনও তিনটি ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি।