Umran Malik: ১৫২ কিমি/ঘণ্টা গতিতে বোলিং! ব্যাটারদের হাঁটু কাঁপিয়ে দিচ্ছে এই ভারতীয় বোলার

Last Updated:
Umran Malik: ১৫০ কিমি প্রতি ঘণ্টার গতিতে বোলিং করা কি মুখের কথা! উমরান মালিক আইপিএলে নজর কাড়ছেন।
1/6
১৫২ কিমি প্রতি ঘণ্টার গতিতে বোলিং। এবার আইপিএলে উমরান মালিককে দেখে চমকে যাচ্ছেন অনেকেই।
১৫২ কিমি প্রতি ঘণ্টার গতিতে বোলিং। এবার আইপিএলে উমরান মালিককে দেখে চমকে যাচ্ছেন অনেকেই।
advertisement
2/6
২০১৭ সালেও পেশাদার ক্রিকেটে খেলা কাকে বলে,, জানতেন না উণরান। তখনও তিনি টেনিস বলে গলি ক্রিকেট খেলতেন।
২০১৭ সালেও পেশাদার ক্রিকেটে খেলা কাকে বলে,, জানতেন না উণরান। তখনও তিনি টেনিস বলে গলি ক্রিকেট খেলতেন।
advertisement
3/6
বন্ধু আব্দুল সামাদ একদিন তাঁর কোচ রন্ধীর মানহাসের কাছে নিয়ে যান উমরানকে। তাঁকে বোলিং করতে দেখে থ হয়ে যান কোচ। তিনিই উমরানকে ট্রেনিং আসার কথা বলেন।
বন্ধু আব্দুল সামাদ একদিন তাঁর কোচ রন্ধীর মানহাসের কাছে নিয়ে যান উমরানকে। তাঁকে বোলিং করতে দেখে থ হয়ে যান কোচ। তিনিই উমরানকে ট্রেনিং আসার কথা বলেন।
advertisement
4/6
উমরান নিয়মিতি অনুশীলনে আসতেন না। একদিন কোচ তাঁকে ডেকে বলেন, ভাল মতো অনুশীলন করলে ভারতীয় দলের জার্সিতে খেলতে পারবেন উমরান। এই কথা শোনার পর আর অনুশীলনে কামাই করতেন না জম্মু-কাশ্মীরের এই পেসার।
উমরান নিয়মিতি অনুশীলনে আসতেন না। একদিন কোচ তাঁকে ডেকে বলেন, ভাল মতো অনুশীলন করলে ভারতীয় দলের জার্সিতে খেলতে পারবেন উমরান। এই কথা শোনার পর আর অনুশীলনে কামাই করতেন না জম্মু-কাশ্মীরের এই পেসার।
advertisement
5/6
একটা সময় ধার করে স্পাইক  নিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের জন্য ট্রায়াল দিয়েছিলেন উমরান। তার পর অনূর্ধ্ব-২৩ ক্রিকেটে সাফল্য পাননি। তবে হাল ছাড়েননি তিনি।
একটা সময় ধার করে স্পাইক নিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের জন্য ট্রায়াল দিয়েছিলেন উমরান। তার পর অনূর্ধ্ব-২৩ ক্রিকেটে সাফল্য পাননি। তবে হাল ছাড়েননি তিনি।
advertisement
6/6
এখনও পর্যন্ত তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ, একটি লিস্ট এ ম্যাচ ও ১২টি টি-২০ ম্যাচ খেলেছেন উমরান। এবার আইপএলে এখনও তিনটি ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি।
এখনও পর্যন্ত তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ, একটি লিস্ট এ ম্যাচ ও ১২টি টি-২০ ম্যাচ খেলেছেন উমরান। এবার আইপএলে এখনও তিনটি ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement