২০১৮ সালে যাদবপুর থানায় প্রথম বার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি। হাসিন জাহান সেবার মহম্মদ শামির বিরুদ্ধে গাহর্স্থ্য হিংসার অভিযোগ করেছিলেন।
2/ 5
এমনকী শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগও করেছিলেন হাসিন। তবে বিসিসিআই জানায়, শামি কোনওরকম দুর্নীতির সঙ্গে জড়িত নন।
3/ 5
শামির থেকে মাসে ১০ লাখ টাকা খোরপোষ দাবি করেছিলেন হাসিন। তবে সেই মামলায় হাসিন জিততে পারেননি। আলিপুর জেলা ও দায়রা আদালত নির্দেশ দেয়, হাসিনকে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে দিতে হবে শামিকে।
4/ 5
এবার সুপ্রিম কোর্টে শামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন হাসিন। তাঁর অভিযোগ, শামি হোটেলে যৌনকর্মীদের সঙ্গে সময় কাটান।
5/ 5
শামির বিরুদ্ধে আগেও একের পর এক গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন। আরও একবার তিনি শামিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করলেন। এবারও অভিযোগ গুরুতর।
'হোটেলে যৌনকর্মীদের সঙ্গে রাত কাটায় শামি', গুরুতর অভিযোগ হাসিন জাহানের
শামির থেকে মাসে ১০ লাখ টাকা খোরপোষ দাবি করেছিলেন হাসিন। তবে সেই মামলায় হাসিন জিততে পারেননি। আলিপুর জেলা ও দায়রা আদালত নির্দেশ দেয়, হাসিনকে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে দিতে হবে শামিকে।