Mohammed Shami: ফের বিস্ফোরক হাসিন জাহান! মহম্মদ শামির বিরুদ্ধে করলেন ভয়ঙ্কর অভিযোগ! জানুন বিস্তারিত

Last Updated:
Mohammed Shami: সম্প্রতি ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার বাবা-মেয়ের সাক্ষাৎ নিয়েই বিস্ফোরক অভিযোগ করলেন হাসিন জাহান।
1/6
সম্প্রতি ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যায় দীর্ঘ বছর পর মেয়ে আইরার সঙ্গে দেখা হয়েছে শামির। মেয়েরে কাছে পেয়েই জড়িয়ে ধরেন শামি।
সম্প্রতি ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যায় দীর্ঘ বছর পর মেয়ে আইরার সঙ্গে দেখা হয়েছে শামির। মেয়েরে কাছে পেয়েই জড়িয়ে ধরেন শামি।
advertisement
2/6
ভাইরাল হয়ে ভিডিওতে দেখা যায় মেয়েকে নিয়ে শপিং মলে ঘুরছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার।  মেয়েকে জামা-জুতো ও অন্যান্য পছন্দের জিনিসও কিনে দিতে দেখা যায় মহম্মদ শামিকে।
ভাইরাল হয়ে ভিডিওতে দেখা যায় মেয়েকে নিয়ে শপিং মলে ঘুরছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। মেয়েকে জামা-জুতো ও অন্যান্য পছন্দের জিনিসও কিনে দিতে দেখা যায় মহম্মদ শামিকে।
advertisement
3/6
এবার বাবা-মেয়ের সাক্ষাৎ নিয়েই বিস্ফোরক অভিযোগ করলেন হাসিন জাহান। পুরো বিষয়টি নাকি লোক দেখানোর জন্য ও ভিডিও করার জন্য করেছেন শামি। এমনকী মেয়ের পাসপোর্টে সাই না দেওয়ারও অভিযোগ করেছেন শামি।
এবার বাবা-মেয়ের সাক্ষাৎ নিয়েই বিস্ফোরক অভিযোগ করলেন হাসিন জাহান। পুরো বিষয়টি নাকি লোক দেখানোর জন্য ও ভিডিও করার জন্য করেছেন শামি। এমনকী মেয়ের পাসপোর্টে সাই না দেওয়ারও অভিযোগ করেছেন শামি।
advertisement
4/6
এক সংবাদমাধ্যমকে হাসিন অভিযোগ করে জানিয়েছেন,"মেয়ের পাসপরোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় সেই সই আনতেই শামির কাছে গিয়েছিলেন আইরা। কিন্তু শামি সেই প্রয়োজনীয়  সই দেয়নি।"
এক সংবাদমাধ্যমকে হাসিন অভিযোগ করে জানিয়েছেন,"মেয়ের পাসপরোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় সেই সই আনতেই শামির কাছে গিয়েছিলেন আইরা। কিন্তু শামি সেই প্রয়োজনীয় সই দেয়নি।"
advertisement
5/6
এছাড়া হাসিন জানিয়েছেন,"শামি যে সংস্থার বিজ্ঞাপন করে শপিং মলে সেই শো রুমে নিয়ে গিয়েই যাবতীয় জিনিস কিনে দিয়েছে। কারণ ওখান থেকে শামির টাকা লাগে না। মেয়ে একটা গিটার ও ক্যামেরা চেয়েছিল সেটা দেয়নি।"
এছাড়া হাসিন জানিয়েছেন,"শামি যে সংস্থার বিজ্ঞাপন করে শপিং মলে সেই শো রুমে নিয়ে গিয়েই যাবতীয় জিনিস কিনে দিয়েছে। কারণ ওখান থেকে শামির টাকা লাগে না। মেয়ে একটা গিটার ও ক্যামেরা চেয়েছিল সেটা দেয়নি।"
advertisement
6/6
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে শামি ও হাসিন পারিবারিক অশান্তির কারণে একসঙ্গে থাকেন না। আইনি লড়াইও চলছে দুজনের। এরইমধ্যে শামিকে নিয়ে হাসিনের নতুন অভিযোগ হাওয়া আরও গরম করল।
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে শামি ও হাসিন পারিবারিক অশান্তির কারণে একসঙ্গে থাকেন না। আইনি লড়াইও চলছে দুজনের। এরইমধ্যে শামিকে নিয়ে হাসিনের নতুন অভিযোগ হাওয়া আরও গরম করল।
advertisement
advertisement
advertisement