হাসিন জাহানের প্রথম পক্ষের দুই মেয়ে এখন কোথায়? কেমন আছেন? জানা গেল খবর

Last Updated:
Hasin Jahan first husband: হাসিন জাহানের প্রথম পক্ষে দুই মেয়ে। তাঁর স্বামী বীরভূমের বাসিন্দা।
1/7
২০১৮ থেকে মহম্মদ শামি ও হাসিন জাহান আলাদা থাকেন। তবে তাঁদের এখনও ডিভোর্স হয়নি। অনেকেই হয়তো জানেন না, হাসিন জাহানের প্রথম পক্ষের স্বামীক নাম সঈফুদ্দিন।
২০১৮ থেকে মহম্মদ শামি ও হাসিন জাহান আলাদা থাকেন। তবে তাঁদের এখনও ডিভোর্স হয়নি। অনেকেই হয়তো জানেন না, হাসিন জাহানের প্রথম পক্ষের স্বামীক নাম সঈফুদ্দিন।
advertisement
2/7
একটা সময় আইপিএলে চিয়ারলিডার ছিলেন হাসিন জাহান। বরাবরই তাঁর অভিনয় ও মডেলিং-এর প্রতি টান।
একটা সময় আইপিএলে চিয়ারলিডার ছিলেন হাসিন জাহান। বরাবরই তাঁর অভিনয় ও মডেলিং-এর প্রতি টান।
advertisement
3/7
শামির সঙ্গে হাসিনের বিয়ে হয় ২০১৪ সালে। তার আগে বীরভূমের বাসিন্দা সঈফুদ্দিনের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।
শামির সঙ্গে হাসিনের বিয়ে হয় ২০১৪ সালে। তার আগে বীরভূমের বাসিন্দা সঈফুদ্দিনের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।
advertisement
4/7
সঈফুদ্দিন একটি মুদি দোকানের মালিক। হাসিন ও তাঁর দুই মেয়ে রয়েছে। তবে এখন তাঁরা আলাদা থাকেন। দুই মেয়ে বাবার সঙ্গেই থাকে।
সঈফুদ্দিন একটি মুদি দোকানের মালিক। হাসিন ও তাঁর দুই মেয়ে রয়েছে। তবে এখন তাঁরা আলাদা থাকেন। দুই মেয়ে বাবার সঙ্গেই থাকে।
advertisement
5/7
স্কুলে পড়ার সময় সঈফুদ্দিনের সঙ্গে সম্পর্ক হয় হাসিনের। তার পর তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেন।
স্কুলে পড়ার সময় সঈফুদ্দিনের সঙ্গে সম্পর্ক হয় হাসিনের। তার পর তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেন।
advertisement
6/7
জানা যায় সঈফুদ্দিন ও হাসিনের বড় মেয়ে এখন থার্ড ইয়ারে পড়েন। ছোট মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে।
জানা যায় সঈফুদ্দিন ও হাসিনের বড় মেয়ে এখন থার্ড ইয়ারে পড়েন। ছোট মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে।
advertisement
7/7
হাসিন সঙ্গে না থাকলেও দুই মেয়েকে বুকে আগলে রেখেছেন সঈফুদ্দিন। তিনি একা হাতেই তাদের মানুষ করছেন।
হাসিন সঙ্গে না থাকলেও দুই মেয়েকে বুকে আগলে রেখেছেন সঈফুদ্দিন। তিনি একা হাতেই তাদের মানুষ করছেন।
advertisement
advertisement
advertisement