KKR retention List: এক চুলের জন্য বড়সড় আর্থিক ধাক্কার হাত থেকে বাঁচল কেকেআর, রিটেনশন লিস্টের আগে এই কাজ হলে লাগত মেগা ধাক্কা, বাঁচাল বোর্ড
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR retention List: আইপিএল রিটেনশন লিস্ট নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে দারুণ সুবিধা হবে কেকেআরের৷
advertisement
advertisement
advertisement
advertisement
আনক্যাপড প্লেয়ার হিসেবে ধরে রাখা হবে হর্ষিত (হর্ষিত রানা) যদি ৩১ অক্টোবরের আগে ডেবিউ করতেন, তাহলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বিশাল ক্ষতির সম্মুখীন হত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে অভিষেক হলে ২২ বছর বয়সী হর্ষিত রানা একজন ক্যাপড ভারতীয় খেলোয়াড় হয়ে উঠবেন। কিন্তু যেহেতু ম্যাচটি ১ নভেম্বর থেকে শুরু হবে এবং আইপিএল ২০২৫-র জন্য রিটেন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশের শেষ তারিখ হল ৩১ অক্টোবর।
advertisement
advertisement
বিসিসিআই আইপিএল প্লেয়ার রিটেনশন নিয়মের অধীনে ৫ টি মূল্য স্ল্যাব নির্ধারণ করেছে। প্রথম ধরে রাখার জন্য ১৮ কোটি, দ্বিতীয়টির জন্য ১৪ কোটি, তৃতীয়টির জন্য ১১ কোটি, যেখানে চতুর্থ এবং পঞ্চম ধরে রাখার জন্য যথাক্রমে ১৮ এবং ১৪ কোটি টাকা খরচ করতে হবে। যেখানে আনক্যাপড খেলোয়াড়ের জন্য মাত্র ৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
advertisement
advertisement