Hardik Pandya : নিরাপত্তা বলে কিছু নেই! ইডেন, রাঁচির পর হায়দরাবাদ! আবার মাঠে ঢুকে পড়ল ভক্ত, পান্ডিয়ার কামব্যাক ম্যাচে বড় ঘটনা
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: EERON ROY BARMAN
Last Updated:
Hardik Pandya : ম্যাচ চলাকালীন এক ভক্ত মাঠে ঢুকে পড়ে হার্দিকের সঙ্গে সেলফি তোলার আবদার করেন। এদিন বল হাতে সাফল্য পাননি হার্দিক। ৪ ওভারে ৫২ রান দিয়ে ১ উইকেট পান। তবে ব্যাট হাতে চেনা মেজাজেই ছিলেন।
আরও একবার নিরাপত্তার অভাব ক্রিকেট মাঠে। সুপারস্টার ক্রিকেটারকে ছুঁয়ে দেখার জন্য মাঠে ঢুকলেন পাগল ভক্ত। ভক্তকে কিছু না করার জন্য নিরাপত্তারক্ষীদের অনুরোধ করলেন হার্দিক পান্ডিয়া। এর আগে আইপিএলের সময় ইডেনে, ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই ম্যাচের সময় রাঁচির মাঠে ঢুকে পড়েছিল বিরাট কোহলির ভক্ত। এবার ঘরোয়া ক্রিকেটেও একই ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
