Hardik Pandya : নিরাপত্তা বলে কিছু নেই! ইডেন, রাঁচির পর হায়দরাবাদ! আবার মাঠে ঢুকে পড়ল ভক্ত, পান্ডিয়ার কামব্যাক ম্যাচে বড় ঘটনা

Last Updated:
Hardik Pandya : ম্যাচ চলাকালীন এক ভক্ত মাঠে ঢুকে পড়ে হার্দিকের সঙ্গে সেলফি তোলার আবদার করেন। এদিন বল হাতে সাফল্য পাননি হার্দিক। ৪ ওভারে ৫২ রান দিয়ে ১ উইকেট পান। তবে ব্যাট হাতে চেনা মেজাজেই ছিলেন।
1/6
আরও একবার নিরাপত্তার অভাব ক্রিকেট মাঠে। সুপারস্টার ক্রিকেটারকে ছুঁয়ে দেখার জন্য মাঠে ঢুকলেন পাগল ভক্ত। ভক্তকে কিছু না করার জন্য নিরাপত্তারক্ষীদের অনুরোধ করলেন হার্দিক পান্ডিয়া। এর আগে আইপিএলের সময় ইডেনে, ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই ম্যাচের সময় রাঁচির মাঠে ঢুকে পড়েছিল বিরাট কোহলির ভক্ত। এবার ঘরোয়া ক্রিকেটেও একই ছবি।
আরও একবার নিরাপত্তার অভাব ক্রিকেট মাঠে। সুপারস্টার ক্রিকেটারকে ছুঁয়ে দেখার জন্য মাঠে ঢুকলেন পাগল ভক্ত। ভক্তকে কিছু না করার জন্য নিরাপত্তারক্ষীদের অনুরোধ করলেন হার্দিক পান্ডিয়া। এর আগে আইপিএলের সময় ইডেনে, ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই ম্যাচের সময় রাঁচির মাঠে ঢুকে পড়েছিল বিরাট কোহলির ভক্ত। এবার ঘরোয়া ক্রিকেটেও একই ছবি।
advertisement
2/6
সৈয়দ মুশতাক আলি টি-২০-তে পঞ্জাব বনাম বরোদা ক্রিকেট ম্যাচের ঘটনা। বরোদার হয়ে চোট সারিয়ে খেলতে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া। সেই ম্যাচেই এমন ঘটনা ঘটে। হায়দরাবাদে এই ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েন হার্দিকের ভক্ত।
সৈয়দ মুশতাক আলি টি-২০-তে পঞ্জাব বনাম বরোদা ক্রিকেট ম্যাচের ঘটনা। বরোদার হয়ে চোট সারিয়ে খেলতে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া। সেই ম্যাচেই এমন ঘটনা ঘটে। হায়দরাবাদে এই ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েন হার্দিকের ভক্ত।
advertisement
3/6
কামব্যাকেই বরোদাকে জেতালেন হার্দিক পান্ডিয়া। তাও সেটা অভিষেক শর্মার ঝড় থামিয়ে। হায়দরাবাদে প্রথমে ব্যাট করে পঞ্জাব করে ২২২ রান। আগের ম্যাচে ইতিহাস গড়ে সেঞ্চুরির পর এদিন অভিষেক ১৯ বলে ৫০ রান করেন। তবে ম্যাচটা তারা জিততে পারেনি।
কামব্যাকেই বরোদাকে জেতালেন হার্দিক পান্ডিয়া। তাও সেটা অভিষেক শর্মার ঝড় থামিয়ে। হায়দরাবাদে প্রথমে ব্যাট করে পঞ্জাব করে ২২২ রান। আগের ম্যাচে ইতিহাস গড়ে সেঞ্চুরির পর এদিন অভিষেক ১৯ বলে ৫০ রান করেন। তবে ম্যাচটা তারা জিততে পারেনি।
advertisement
4/6
ম্যাচ চলাকালীন এক ভক্ত মাঠে ঢুকে পড়ে হার্দিকের সঙ্গে সেলফি তোলার আবদার করেন। এদিন বল হাতে সাফল্য পাননি হার্দিক। ৪ ওভারে ৫২ রান দিয়ে ১ উইকেট পান। তবে ব্যাট হাতে চেনা মেজাজেই ছিলেন। ৪২ বলে ৭৭ রান করে বরোদাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। মারেন ৪টি ছক্কা ও ৭টি চার।
ম্যাচ চলাকালীন এক ভক্ত মাঠে ঢুকে পড়ে হার্দিকের সঙ্গে সেলফি তোলার আবদার করেন। এদিন বল হাতে সাফল্য পাননি হার্দিক। ৪ ওভারে ৫২ রান দিয়ে ১ উইকেট পান। তবে ব্যাট হাতে চেনা মেজাজেই ছিলেন। ৪২ বলে ৭৭ রান করে বরোদাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। মারেন ৪টি ছক্কা ও ৭টি চার।
advertisement
5/6
এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক। তার পর চলতে থাকে রিহ্যাব। এটাই ছিল কার্যত তাঁর কামব্যাক ম্যাচ। ঘরোয়া ক্রিকেটের ম্যাচ হলেও হার্দিক কতটা ফিট, তার দিকে হয়তো নজর ছিল নির্বাচকদের। সেই নিরিখে পরীক্ষায় পাশ করে গেলেন পান্ডিয়া।
এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক। তার পর চলতে থাকে রিহ্যাব। এটাই ছিল কার্যত তাঁর কামব্যাক ম্যাচ। ঘরোয়া ক্রিকেটের ম্যাচ হলেও হার্দিক কতটা ফিট, তার দিকে হয়তো নজর ছিল নির্বাচকদের। সেই নিরিখে পরীক্ষায় পাশ করে গেলেন পান্ডিয়া।
advertisement
6/6
বারবার একই ঘটনা ঘটায় মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফেন্সিং টপকেও ইডেনে কোহলির ভক্ত ঢুকে পড়েছিল। রাঁচিতেও একই ঘটনা। তা হলে মাঠের নিরাপত্তায় ফাঁক থেকে যাচ্ছে কোথায়! কেন বারবার একই ঘটনা আটকানো যাচ্ছে না! উঠছে প্রশ্ন।
বারবার একই ঘটনা ঘটায় মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফেন্সিং টপকেও ইডেনে কোহলির ভক্ত ঢুকে পড়েছিল। রাঁচিতেও একই ঘটনা। তা হলে মাঠের নিরাপত্তায় ফাঁক থেকে যাচ্ছে কোথায়! কেন বারবার একই ঘটনা আটকানো যাচ্ছে না! উঠছে প্রশ্ন।
advertisement
advertisement
advertisement