Hardik Pandya: এই WWE রেসলার-এর মতো দেখতে হার্দিক পান্ডিয়াকে! ভাইরাল হচ্ছে দু'জনের ছবি

Last Updated:
Hardik Pandya Looalike Carmelo Hayes: WWE-র এই কুস্তিগীরের মতো দেখতে হার্দিক পান্ডিয়াকে! দেখুন তো।
1/6
ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোট থেকে সেরে উঠছেন। ক্রিকেট মাঠ থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আলোচনা চলছে। এখন ক্রিকেট ছাড়াও অন্য কারণে আলোচনায় তিনি। WWE কুস্তিগীর কারমেলো হেইস তাঁকে ট্যাগ করে একটি টুইট করেছেন। ব্যাপারটা হল, কারমেলোকে দেখতে অনেকটা হার্দিক পান্ডিয়ার মতো। এমনই বলছেন অনেকে।
ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোট থেকে সেরে উঠছেন। ক্রিকেট মাঠ থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আলোচনা চলছে। এখন ক্রিকেট ছাড়াও অন্য কারণে আলোচনায় তিনি। WWE কুস্তিগীর কারমেলো হেইস তাঁকে ট্যাগ করে একটি টুইট করেছেন। ব্যাপারটা হল, কারমেলোকে দেখতে অনেকটা হার্দিক পান্ডিয়ার মতো। এমনই বলছেন অনেকে।
advertisement
2/6
কারমেলো হেইস একজন আমেরিকান পেশাদার কুস্তিগীর। তিনি WWE-NXT-এ খেলেন। তাঁর আসল নাম ক্রিশ্চিয়ান ব্রিগ্যাম। কিন্তু রিংয়ে তিনি কারমেলো নামেই পরিচিত। তাঁর বয়স ২৭ বছর। তিনি NXT-উত্তর আমেরিকান চ্যাম্পিয়ন।
কারমেলো হেইস একজন আমেরিকান পেশাদার কুস্তিগীর। তিনি WWE-NXT-এ খেলেন। তাঁর আসল নাম ক্রিশ্চিয়ান ব্রিগ্যাম। কিন্তু রিংয়ে তিনি কারমেলো নামেই পরিচিত। তাঁর বয়স ২৭ বছর। তিনি NXT-উত্তর আমেরিকান চ্যাম্পিয়ন।
advertisement
3/6
কারমেলো হেইস একটি টুইট করেছেন। এতে মঙ্গলবার হার্দিক পান্ডিয়াকে ট্যাগ করে তিনি লিখেছেন- 'আমায় নাম নাকি ভারতে ট্রেন্ড করছে। অনেক ভালোবাসা।'
কারমেলো হেইস একটি টুইট করেছেন। এতে মঙ্গলবার হার্দিক পান্ডিয়াকে ট্যাগ করে তিনি লিখেছেন- 'আমায় নাম নাকি ভারতে ট্রেন্ড করছে। অনেক ভালোবাসা।'
advertisement
4/6
হার্দিক এখনও কারমেলোর এই টুইটের জবাব না দিলেও তাঁর ভক্তরা প্রচুর কথা লিখেছেন। ভারতের অনেকে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁদের 'ট্রেন্ডসেটার' বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, দুজনের একসঙ্গে ছবিও পোস্ট করেছেন কেউ কেউ।
হার্দিক এখনও কারমেলোর এই টুইটের জবাব না দিলেও তাঁর ভক্তরা প্রচুর কথা লিখেছেন। ভারতের অনেকে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁদের 'ট্রেন্ডসেটার' বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, দুজনের একসঙ্গে ছবিও পোস্ট করেছেন কেউ কেউ।
advertisement
5/6
কারমেলো সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তিনি তাঁর ভক্তদের জন্য ছবি এবং ভিডিও টুইট করতে থাকেন। এছাড়াও ইনস্টাগ্রামে তাঁর ৪৬ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে।
কারমেলো সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তিনি তাঁর ভক্তদের জন্য ছবি এবং ভিডিও টুইট করতে থাকেন। এছাড়াও ইনস্টাগ্রামে তাঁর ৪৬ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে।
advertisement
6/6
কারমেলো ২০১৫ সালে তার পেশাদার রেসলিং-এ আত্মপ্রকাশ করেছিলেন। তিনি ড্রু মাস্টন এবং কেভিন পার্কের সাথেও জুটি বেঁধেছিলেন। ২০২১ সালে তিনি WWE-র সাথে চুক্তিবদ্ধ হন এবং প্রথম মরশুমেই উত্তর আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং লিবার্টি স্টেটস হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন।
কারমেলো ২০১৫ সালে তার পেশাদার রেসলিং-এ আত্মপ্রকাশ করেছিলেন। তিনি ড্রু মাস্টন এবং কেভিন পার্কের সাথেও জুটি বেঁধেছিলেন। ২০২১ সালে তিনি WWE-র সাথে চুক্তিবদ্ধ হন এবং প্রথম মরশুমেই উত্তর আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং লিবার্টি স্টেটস হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন।
advertisement
advertisement
advertisement