Hardik Pandya Injury: হার্দিকের চোট নিয়ে বড়সড় আপডেট, কবে খেলতে পারবেন ঠিক নেই, এখনই কি রিপ্লেসমেন্ট, বড় ভাবনা বোর্ডের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Hardik Pandya fitness update: এদিকে ভারতীয় দল বুধবারই লখনউ পৌঁছে গেছে৷ নভেম্বর মাসে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এই দুটি ম্যাচেও হার্দিকের খেলার চান্স প্রায় নেই বললেই চলে৷
হার্দিক পান্ডিয়া ১৯ অক্টোবর পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় চোট পান৷ বোলিং করার বল ফেরার সময় ফলোআপে আটকাতে গিয়ে মোক্ষম চোটই খেয়েছেন৷ প্রাথমিকভাবে চোটটা কতটা জোরালো তা বোঝা যায়নি৷ ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে খেলবেন না সেটা বোঝা গিয়েছিল, এখন দেখা যাচ্ছে সামনের ইংল্যান্ডের ম্যাচেও নেই, আর কবে দলে ফিরবেন তা নিয়েও কোনও আশার আলো দেখা যাচ্ছে না৷ ৷ - Photo- AP
advertisement
advertisement
advertisement
মেডিকেল দল হার্দিক পান্ডিয়াকে প্রতি মুহূর্তে মনিটর করছে মিডিয়া রিপোর্ট অনুযায়ি হার্দিকের গ্রেড ওয়ান লিগামেন্ট টিয়ার হয়েছে৷ ইরিটেশন রয়েছে৷ ফলে তাঁর ব্যাথাও হচ্ছে৷ এনসিএ-র এক আধিকারিক জানিয়েছেন পান্ডিয়ার চোট খুবই গম্ভীর৷ এনসিএ-তে নীতিন প্যাটেলের নেতৃত্বে মেডিকেল দল তাঁকে মনিটর করছে৷ - Photo- AP
advertisement
advertisement